চ্যাম্পিয়নস ট্রফির আগে পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে খেলবে বাংলাদেশ
Published: 5th, February 2025 GMT
আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ নিতে আগামী ১৩ ফেব্রুয়ারি ঢাকা ছাড়বে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে দুবাইয়ে ম্যাচ দিয়ে বাংলাদেশের চ্যাম্পিয়নস ট্রফির মিশন শুরু হবে।
এর আগে দেশে চার-পাঁচদিন অনুশীলন করবেন ক্রিকেটাররা। বিপিএল চলায় সব ক্রিকেটাররা ছিলেন খেলার ওপর। তাই জোর দিয়ে এই মুহূর্তে অনুশীলন করবে না দল। তবে ক্রিকেটারদের প্রস্তুতির সুযোগ করে দিতে পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচের আয়োজন করছে বিসিবি। ১৪ ফেব্রুয়ারি দল দুবাই পৌঁছবে। পরের দিন দুবাইতেই বাংলাদেশ ও পাকিস্তান ‘এ’ দল একটি প্রস্তুতি ম্যাচ খেলবে।
আরো পড়ুন:
মুলতানে পাকিস্তানের বড় লিডের দিনে ফিরে এল বাংলাদেশ
বাংলাদেশ সফরে আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী
বিপিএলের ফাইনাল ও দ্বিতীয় কোয়ালিফায়ার থেকে যারা বাদ পড়েছেন তারা এরই মধ্যে সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের সঙ্গে কাজ শুরু করে দিয়েছেন। জাকের আলী গতকাল অনুশীলন করেছেন সালাউদ্দিনের অধীনে। এছাড়া বিপিএলে ভালো করা বেশ কজন ক্রিকেটারকেও ডেকেছেন তিনি।
ফরচুন বরিশালের হয়ে ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন না অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। কম্বিনেশনের কারণেই একাদশ থেকে বাদ পড়েছিলেন তিনি। যদিও পারফরম্যান্স আহামরি কিছুই ছিল না। তাকে নিয়ে সালাউদ্দিন নিয়মিত কাজ করছেন।
সব ক্রিকেটাররা যে দুবাই যাওয়ার আগে অনুশীলন করবেন তেমনটাও নয়। পেসারদের রিকোভারি টাইমের জন্য বিশ্রাম দেয়া হয়েছে। বিপিএল ফাইনাল শেষে দুয়েকদিন বিশ্রাম শেষে অনেকে যোগ দিতে পারেন।
হেড কোচ ফিল সিমন্স এরই মধ্যে ঢাকায় চলে এসেছেন। বিপিএলের কয়েকটি ম্যাচ দেখেছেন তিনি। স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ ঢাকায় আসবেন শুক্রবার। কোচিং স্টাফের বাকি সদস্যরা সরাসরি সংযুক্ত আরব আমিরাতে দলের সঙ্গে যোগ দেবেন।
দুবাইয়ে ভারতের বিপক্ষে প্রথম ম্যাচ খেলার পর দল চলে যাবে পাকিস্তানে। সেখানে গ্রুপের বাকি দুই ম্যাচ খেলবে বাংলাদেশ। ২৪ ফেব্রুয়ারি নিউ জিল্যান্ড ও ২৭ ফেব্রুয়ারি বাংলাদেশের ম্যাচ পাকিস্তানের বিপক্ষে। দুইটি ম্যাচই হবে রাওয়ালপিন্ডিতে।
ঢাকা/ইয়াসিন/নাভিদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর স ট ব য ক চ কর র স য গ ব প এল
এছাড়াও পড়ুন:
লিবিয়ায় অপহৃত ২৩ বাংলাদেশি উদ্ধার, গ্রেপ্তার ২
লিবিয়ার মিসরাতা শহরে অভিযান চালিয়ে ২৩ অপহৃত বাংলাদেশিকে উদ্ধার করেছে দেশটির পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এ সময় অপহরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তিকেও গ্রেপ্তার করা হয়। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে লিবিয়ায় বাংলাদেশি দূতাবাস এমন তথ্য জানিয়েছে।
এতে বলা হয়, লিবিয়া পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) অভিযান চালিয়ে কমপক্ষে ২৩ জন অপহৃত বাংলাদেশিকে উদ্ধার করেছে এবং এ ঘটনায় জড়িত দুই অপহরণকারীকে গ্রেপ্তার করেছে। মিসরাতার আল-গিরান থানায় বেশ কয়েকজন বিদেশিকে অপহরণ ও মুক্তিপণ দাবিতে নির্যাতনের অভিযোগের ভিত্তিতে সিআইডি এই তদন্ত শুরু করে। পরবর্তীতে উদ্ধার হওয়া বাংলাদেশি ও গ্রেপ্তারদের আল-গিরান থানায় হস্তান্তর করা হয়।
এদিকে বাংলাদেশ দূতাবাস মিসরাতার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত ও কার্যকর উদ্যোগের জন্য ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছে। একই সঙ্গে উদ্ধার বাংলাদেশিদের প্রয়োজনীয় আইনি সহায়তা ও সহযোগিতা নিশ্চিত করতে দূতাবাস সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সক্রিয়ভাবে যোগাযোগ রক্ষা করছে বলে জানিয়েছে।