সৌদি আরব বলেছে, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত তারা ইসরায়েলের সঙ্গে সম্পর্ক গড়বে না। সৌদি আরব ফিলিস্তিন রাষ্ট্রের দাবি জানাচ্ছে না বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের পর আজ বুধবার এক বিবৃতিতে এই কথা বলেছে রিয়াদ।

ট্রাম্প গতকাল মঙ্গলবার বলেন, ফিলিস্তিনিরা অন্য জায়গায় পুনর্বাসিত হওয়ার পর যুক্তরাষ্ট্র যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার নিয়ন্ত্রণ নেবে এবং সেখানকার অর্থনৈতিক উন্নয়ন করবে। সফররত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, যুবরাজ মোহাম্মদ বিন সালমান ফিলিস্তিন ও ইসরায়েল বিষয়ে ‘সুস্পষ্টভাবে’ সৌদি আরবের অবস্থান জানিয়ে দিয়েছেন। এ নিয়ে কোনো পরিস্থিতিতেই ব্যাখ্যার কোনো দরকার নেই।

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় ফিলিস্তিনিদের তাদের ভূখণ্ড থেকে বাস্তুচ্যুত করার কোনো চেষ্টা মেনে নেওয়া হবে না। ফিলিস্তিনিদের প্রতি তাদের অবস্থানের বিষয়ে আলোচনার সুযোগ নেই বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

ট্রাম্পের সঙ্গে সংবাদ সম্মেলনে নেতানিয়াহু বলেন, সৌদি আরবের সঙ্গে মিলে ইসরায়েল সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবে এবং সফল হবে।

সৌদি আরবকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে এবং দেশটিকে স্বীকৃতি দেওয়াতে কয়েক মাসের কূটনৈতিক প্রচেষ্টায় নেতৃত্ব দিয়েছিল যুক্তরাষ্ট্র। ২০২৩ সালের অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হওয়ার আগপর্যন্ত এই তৎপরতা চলেছে। তবে গাজায় ইসরায়েলের হামলার পর আরব দেশগুলোর ক্ষোভের মুখে বিষয়টি স্থগিত করে সৌদি আরব।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ইসর য় ল

এছাড়াও পড়ুন:

ওলামা লীগের সদস্যসচিব এখন ওলামা দলের যুগ্ম আহ্বায়ক

ওলামা লীগের ঝালকাঠি জেলার সাবেক সদস্যসচিব কারি মো. নেয়ামত উল্লাহ এবার জাতীয়তাবাদী ওলামা দলের জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক পদ পেয়েছেন। বৃহস্পতিবার কেন্দ্র থেকে ২৫ সদস্যের এ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

নেয়ামত উল্লাহ ঝালকাঠির কাঁঠালিয়ায় উপজেলার আমুয়া নতুন বন্দরের ব্যবসায়ী। তিনি পাটিখালঘাটা ইউনিয়নের বাসিন্দা। 

জেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা সাইদুর রহমান জানান, জেলা কমিটি গঠনের আগে উপজেলার নেতাদের সঙ্গে বৈঠক করা হয়েছে। তাদের মতামত ও সুপারিশে নামের চূড়ান্ত তালিকা কেন্দ্রে পাঠানো হয়েছে। কেন্দ্র সেই কমিটি অনুমোদন দিয়েছে। নেয়ামত উল্লাহর নাম কমিটিতে কিভাবে ঢুকল বুঝতে পারছি না। তাকে এ কমিটি থেকে বাদ দেওয়ার চেষ্টা চলছে।

জেলা-উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের একাধিক নেতাকর্মীর অভিযোগ, আগে আওয়ামী লীগ করতেন এমন অনেকেই এখন বিএনপি সহযোগী সংগঠনগুলোতে ভিড়ছেন। প্রেক্ষাপট পরিবর্তেনর পর ছদ্মবেশে দলে অবস্থান নিয়েছেন। কেউ কেউ সামাজিক কার্যক্রমের মাধ্যমে নিজেদের অস্তিত্ব জানান দিচ্ছেন। অথচ দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কঠোর নির্দেশ আছে অনুপ্রবেশ ঠেকাতে। স্থানীয় নেতারা তাদের ভূমিকা সঠিকভাবে পালন না করায় তা ঠেকানো যাচ্ছে না। এটা দলের জন্য অশুভ।

জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট মিজানুর রহমান মুবীন জানান, দলে কোনো অনুপ্রবেশকারীর স্থান হবে না। অভিযোগ পেলে তদন্ত করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত নিবন্ধ