চ্যাম্পিয়নস ট্রফির আগেই অস্ট্রেলিয়ান শিবিরে একের পর এক ধাক্কা। চোটের কারণে অজিদের ঘোষিত স্কোয়াড থেকে আগেই ছিটকে গিয়েছেন অলরাউন্ডারে মিচেল মার্শ। এবার সেই দলে যোগ দিলেন অধিনায়ক প্যাট কামিন্স। এখানেই শেষ নয় স্কোয়াডে থাকা আরেক পেসার জশ হ্যাজেলউডের সেরে ওঠা নিয়েও শঙ্কা আছে। সবকিছু মিলিয়ে বেশ টানাপোড়নে আছে অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়ার কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড জানিয়েছেন, কামিন্স এখনও কোনো ধরনের বোলিংই শুরু করতে পারেননি। তাই অজিদের সবেশেষ বিশ্বকাপজয়ী এই অধিনায়কের চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার সম্ভাবনা শূন্যের কোঠায়। এদিকে ম্যাকডোনাল্ড জানিয়েছেন, স্টিভেন স্মিথ কিংবা ট্রাভিস হেডের মধ্যে একজন আসন্ন চ্যাম্পিয়নস ট্রফিতে নেতৃত্ব দেবেন অস্ট্রেলিয়াকে।

শ্রীলঙ্কায় দুই ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বুধবারই দেশ ছাড়ার কথা অস্ট্রেলিয়ার ওয়ানডে ক্রিকেটারদের। কিন্তু কলম্বোর পথে সেই উড়ানে থাকছেন না প্যাট কামিন্স। অস্ট্রেলিয়ার কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড জানিয়েছেন, চোটে পড়া অস্ট্রেলিয়ান অধিনায়ক এখনও কোনো ধরনের বোলিং শুরু করতে পারেননি। চ্যাম্পিয়নস ট্রফিতেও বিশ্বকাপজয়ী অধিনায়কের খেলার সম্ভাবনা নেই বললেই চলে।
এসইএন রেডিওকে কোচ ম্যাকডোনাল্ড জানান, “প্যাট কামিন্স এখনও কোনো ধরনের বোলিং শুরু করতে পারেনি। তার খেলার সম্ভাবনা তাই অত্যন্ত কম। এর মানে হলো, আমাদের একজন অধিনায়ক প্রয়োজন।”

আরো পড়ুন:

৫০ মিনিটেই শেষ ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট

ভারতের ওয়ানডে দলে রহস্যময় স্পিনার

অস্ট্রেলিয়ার কোচ এরপরই নিশ্চিত করেছেন, স্টিভেন স্মিথ কিংবা ট্রাভিস হেডের মধ্যে একজন চ্যাম্পিয়নস ট্রফিতে নেতৃত্ব দেবেন অস্ট্রেলিয়াকে, “চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য পরিকল্পনা তৈরির সময় দেশে প্যাটির (কামিন্স) সঙ্গে আলোচনা করার পর স্মিথ এবং হেডের নাম সামনে এসেছে। নেতৃত্বের জন্য তাদের দুজনের দিকেই আমারা তাকাব।”

ম্যাকডোনাল্ড আরও যোগ করেন, “তাদের দুজনের নাম আসলে নিশ্চিতভাবে আসার কথা। স্টিভ এখানে (শ্রীলঙ্কার বিপক্ষে) প্রথম টেস্ট ম্যাচে অসাধারণভাবে নেতৃত্ব দিয়েছে। ক্যারিয়ারজুড়ে ওয়ানডেতে আগেও বেশ ভালো কাজ করেছে সে। সুতরাং, তাদের দুজনের মধ্যে একজনকেই অধিনায়ক হিসেবে নির্বাচন করা হবে।”

বোর্ডার-গাভাস্কার সিরিজে বাড়তি বোলিং চাপ নেওয়ার কামিন্সের অ্যাঙ্কেলে চোট হয়েছে। তাছাড়া, দ্বিতীয় সন্তান জন্মের সময় স্ত্রীর পাশে থাকারও ব্যাপার ছিল। সবমিলিয়ে চলতি শ্রীলঙ্কা সফরে টেস্ট সিরিজে খেলতে পারছেন না কামিন্স। তবে চোটের যা অবস্থা তাতে, ছুটি না পেলেও এই সিরিজে তার খেলা হতো না। তীব্র শঙ্কা থাকার পরও চ্যাম্পিয়ন্স ট্রফিতে কামিন্সকে অধিনায়ক করেই দল ঘোষণা করা হয়েছিল এই আশায় যে, হয়তো সেরে উঠবেন তবে সেটা আর সম্ভব নয়।

কামিন্সের জন্য হতাশা প্রকাশ করে হ্যাজেলউডকে নিয়েও দুর্ভাবনার কথা জানালেন ম্যাকডোনাল্ড, “জশ হ্যাজেলউডের ব্যাপারটিও আছে, ফিট হয়ে উঠতে লড়ছে সে। আগামী দিন দুয়েকের মধ্যে মেডিকেল তথ্যগুলো আসবে, আমরা আরও ভালোভাবে বুঝতে পারব একং সবাইকে জানতে পারব যে, কোন পথে এগোচ্ছি।”

ঢাকা/নাভিদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর স ট ব য ক চ কর র স য গ

এছাড়াও পড়ুন:

ওয়াশিংটন যাচ্ছে ইউক্রেনের প্রতিনিধি দল

ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের মধ্যে কৌশলগত খনিজ সম্পদ চুক্তির আলোচনার জন্য এ সপ্তাহেই ওয়াশিংটন যাচ্ছে ইউক্রেনের একটি প্রতিনিধি দল। গত মাসে চুক্তিটি সই হওয়ার কথা থাকলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে প্রকাশ্য সংঘাতের কারণে ওই আলোচনা স্থগিত হয়ে যায়।

ইউক্রেনের অর্থমন্ত্রী ইউলিয়া সভিরিদেনকো গতকাল সোমবার জানিয়েছেন, গুরুত্বপূর্ণ খনিজ ও প্রাকৃতিক সম্পদ আহরণ বিষয়ে চুক্তি নিয়ে আলোচনায় উভয় দেশের কৌশলগত স্বার্থ এবং শক্তিশালী অংশীদারিত্ব গড়ে তোলার অঙ্গীকার বিবেচনায় নেওয়া হবে।

চুক্তি অনুযায়ী, যুক্তরাষ্ট্র ইউক্রেনের খনিজ সম্পদ আহরণ থেকে লাভের একটি অংশ রয়্যালটি হিসেবে পাবে। সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের ইউক্রেনকে দেওয়া সামরিক ও আর্থিক সহায়তার ‘ক্ষতিপূরণ’ হিসেবে এই স্বত্ব দাবি করেছে ট্রাম্প প্রশাসন। তবে ইউক্রেনের পক্ষ থেকে বলা হয়েছে, এই চুক্তিতে রাশিয়ার ভবিষ্যৎ আগ্রাসন ঠেকানোর পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চয়তাও অন্তর্ভুক্ত রাখার বিষয়ে কথা বলবে তারা।

এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে যুদ্ধবিরতিকে সমর্থন করলেও, ‘এখনও বহু প্রশ্ন ঝুলে রয়েছে’ বলে জানিয়েছে ক্রেমলিন। সোমবার এক বিবৃতিতে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ‘পুতিন যুদ্ধবিরতির পক্ষে। তবে সেটি কীভাবে কার্যকর হবে এ বিষয়ে এখনও অনেক প্রশ্নের উত্তর নেই।’

এ অবস্থায় ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ রাশিয়াকে যুদ্ধবিরতির বিষয়ে সময়ক্ষেপণ না করে দ্রুত সিদ্ধান্ত নিতে আহ্বান জানিয়েছেন। সোমবার কায়রো সফরকালে তিনি বলেন, ‘গত প্রায় এক মাস ধরে যুদ্ধবিরতির প্রস্তাবে সাড়া না দিয়ে বেসামরিক নাগরিকদের ওপর বর্বর হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া’।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উত্থাপিত যুদ্ধবিরতির পরিকল্পনার প্রতি সমর্থনের কথাও জানান মাখোঁ।

ট্রাম্পের প্রস্তাবিত পূর্ণ ও নিঃশর্ত যুদ্ধবিরতির পক্ষে অবস্থান নিয়েছেন জেলেনস্কিও। তবে তাঁর অভিযোগ, রাশিয়া সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। যুদ্ধবিরতির অনিশ্চয়তার জন্য কিয়েভের নিয়ন্ত্রণহীনভাবে কাজ করাকে দুষছে ক্রেমলিন।

সম্পর্কিত নিবন্ধ

  • ‘চূড়ান্ত হয়‌নি ১০৪৮৭ হজযাত্রীর বা‌ড়ি ভাড়া, এজেন্সির অবহেলা বরদাস্ত করা হ‌বে না’
  • ১০ হাজার ৪৮৭ হজযাত্রী নিয়ে শঙ্কায় আছি: ধর্ম উপদেষ্টা
  • তাজমহলের মালিকানা দাবি করে আদালতে ডিএনএ টেস্টের রিপোর্ট জমা দ
  • মিয়ানমারে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩,৬০০
  • ওয়াশিংটন যাচ্ছে ইউক্রেনের প্রতিনিধি দল
  • কবিতা
  • জিম্মির পর জয়ার ‘তাণ্ডব’
  • ওষুধ ও সেবা মিলছে না শিশু, মাতৃমৃত্যুর ঝুঁকি
  • বন্দর নগরীতে ৫৪ বছরেও নেই বিশেষায়িত হাসপাতাল
  • অবসর নিয়ে গুঞ্জনে যা বললেন ধোনি