দিল্লিতে বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ চলছে
Published: 5th, February 2025 GMT
দিল্লির ৭০টি বিধানসভা আসনের জন্য আজ বুধবার সকাল ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। খবর এনডিটিভির।
অরবিন্দ কেজরিওয়ালের আপ কি পরপর তৃতীয়বার একার ক্ষমতায় দিল্লিতে সরকার গঠন করতে পারবে, নাকি নরেন্দ্র মোদি, অমিত শাহদের চেষ্টা সফল হবে এবং দিল্লি বিধানসভায় আবার বিজেপি সংখ্যাগরিষ্ঠতা পাবে? কংগ্রেস কি অন্তত একটা আসন পাবে? এই সিদ্ধান্ত দিল্লির ১ কোটি ৫৬ লাখ ১৪ হাজার ভোটার নেবেন। ফলাফল জানা যাবে ৮ ফেব্রুয়ারি।
নির্বাচন কমিশন জানিয়েছে, মোট ১৩,৭৬৬টি বুথে হচ্ছে ভোটগ্রহণ। দিল্লিতে আপ, কংগ্রেস এবং মায়াবতীর বিএসপি (বহুজন সমাজ পার্টি) ৭০টি আসনেই লড়ছে। অন্যদিকে, বিজেপি প্রার্থী দিয়েছে ৬৮টি আসনে।
আরো পড়ুন:
৫০ মিনিটেই শেষ ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট
মোদিকে হোয়াইট হাউজে ট্রাম্পের আমন্ত্রণ
একটি করে আসন ছেড়েছে এনডিএ’র দুই সহযোগী, জেডিইউ এবং এলজেপি (রামবিলাস)-কে। এছাড়া তিনটি বাম দল পৃথকভাবে আটটি আসনে লড়ছে। সিপিআই ছয়, সিপিএম দুই এবং সিপিআইএমএল লিবারেশন দু’টিতে।
সংখ্যালঘুপ্রধান দু’টি আসন, ওখলা এবং মুস্তাফাবাদে লড়ছে তেলঙ্গানার হায়দরাবাদের সংসদ সদস্য আসাদউদ্দিন ওয়াইসির দল ‘অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন’। আলাদাভাবে ৩০টি আসনে লড়ছে বিজেপির সহযোগী অজিত পওয়ারের এনসিপি।
কেন্দ্রে ক্ষমতায় থাকলেও দিল্লির বিধানসভা বিজেপির অধরাই থেকে গেছে। গত দুই নির্বাচনে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি (আপ) ব্যাপক জয় পেয়েছিল। ২০২০ সালের ভোটে ৬২টি আসনে জয়ী হয়েছিল আপ। বিজেপি জিতেছিল ৮টিতে। ১৫ বছর দিল্লির মসনদে থাকার পরও একটি আসনও জিততে পারেনি কংগ্রেস। এবারের ভোটে আপ-বিজেপি-কংগ্রেস, সকলেই নিজেদের মতো করে ময়দানে যুদ্ধ জেতার জন্য প্রস্তুত।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক্স হ্যান্ডলে লিখেছেন, “দিল্লি বিধানসভায় আজ সমস্ত আসনে ভোট। দিল্লিবাসীর আছে আমার অনুরোধ, সকলে গণতন্ত্রের উৎসবে সামিল হোন, নিজের গুরুত্বপূর্ণ ভোট অবশ্যই দিন। যারা প্রথমবার ভোট দিতে যাচ্ছেন, তাদের সকলকে শুভেচ্ছা। মাথায় রাখবেন, আগে ভোটদান, তার পর পানিপান।”
দিল্লির বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ভোটগ্রহণ চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
ঢাকা/ফিরোজ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর স ট ব য ক চ কর র স য গ গ রহণ
এছাড়াও পড়ুন:
চৈত্রের বৃষ্টিতে দুই বছর পর ভালো ফলনের আশা
আবহাওয়া অনুকূলে না থাকায় আগের দুই বছর আমের ফলনে বিপর্যয় হয়েছে। এবার মুকুলের সময় আবহাওয়া অনুকূলে রয়েছে। চৈত্র মাসের শুরুতেই বৃষ্টি হওয়ায় আশায় বুক বাঁধছেন চাষি। তারা বলছেন, শুরুতে বৃষ্টি হওয়ায় গুটি ঝরা কমবে। সামনের দিনে কোনো দুর্যোগ না হলে গত দুই বছরের তুলনায় এবার ফলন ভালো হবে। এ অবস্থায় স্প্রের পরামর্শ কৃষি বিভাগের।
চলতি বছর রাজশাহীতে ১৯ হাজার ৬০০ হেক্টর জমিতে আমের বাগান রয়েছে। এতে ২ লাখ ৬০ হাজার টন উৎপাদনের আশা করছে কৃষি বিভাগ। গত বছর প্রায় একই পরিমাণ বাগান থাকলেও অনুকূল আবহাওয়া না থাকায় ফলন বিপর্যয় হয়। ২০২৩ সালে দীর্ঘ সময় শীত থাকায় মুকুল ঠিকমতো বের হয়নি। গত বছর মুকুল বের হওয়ার সময় বৃষ্টিপাত হওয়ায় নতুন পাতা গোজায়। কিছু আগাম মুকুল গাছে থাকায় সেগুলো পচে শুকিয়ে যায়।
গত বছর ৩০ থেকে ৪০ শতাংশ গাছে মুকুল ছিল। এ কারণে মৌসুম শুরু হয় চড়া দামে। শেষ হয় আরও বেশি দামে। ফলে অনেকে ঠিকমতো মধুফল আমের স্বাদ নিতে পারেননি। এবার শুরু থেকে আবহাওয়া ভালো। অন্য বছর চৈত্রে অতি তীব্র শীত, ঘন কুয়াশা, খরা ও তাপদাহের কবলে ফলন বিপর্যয় হয়েছিল। এবার মুকুলের শুরু থেকেই আবহাওয়া ভালো।
গুটি মোটরদানা হওয়ার পর চৈত্রের খরায় ঝরতে থাকে বলে জানান পুঠিয়ার আমচাষি সিরাজুল ইসলাম। তিনি বলেন, এ সময় গাছের গোড়ায় সেচ দিতে হয়। এতে বাড়তি টাকা খরচ হতো। এবার সেই খরচ লাগেনি। সম্প্রতি বেশ ভালো বৃষ্টি হয়েছে। এতে সেচের খরচ বেঁচে গেছে। গুটি ঝরাও থাকবে না বলে আশা করা হচ্ছে। এবার ফলনের জন্য ভালো পরিবেশ আছে।
চাষিরা বলছেন, এবার মুকুল বের হওয়ার সময় ঘন কুয়াশা বা বৃষ্টি হয়নি। গড়ে ৭০ থেকে ৭৫ শতাংশ গাছে এসেছে মুকুল। ফুল ফুটে গুটি মোটরদানা হতেই মিলেছে কাঙ্ক্ষিত বৃষ্টি। ফলে গুটিঝরা রোগ দেখা দেওয়ার আশঙ্কা নেই। তারা দিনরাত যত্ন নিচ্ছেন। ছত্রাক ও পোকার আক্রমণ থেকে আম রক্ষায় নিয়মিত স্প্রে করছেন। আবহাওয়া অনুকূলে থাকলে ভালো ফলন আসবে।
বানেশ্বরের আমচাষি মো. আলম হোসেন বলেন, আগের দুই বছর আবহাওয়া খারাপ থাকায় মুকুলের বদলে নতুন পাতা বের হয়েছিল। এবার প্রায় ৭৫ শতাংশ গাছে মুকুল এসেছে। আবহাওয়া এখন পর্যন্ত ভালো আছে।
কৃষি বিভাগ বলছে, এবার ফল ধারণের উপযুক্ত পরিবেশ রয়েছে। গাছে ভালো গুটি এসেছে। এ গুটি টিকিয়ে রাখতে দ্রুত ছত্রাকনাশক ও কীটনাশক স্প্রে করতে হবে। বৃষ্টির কারণে এখন মাটির রস আছে। খরার কবলে পড়লে রস শুকিয়ে যাবে। এমন পরিবেশে ১৫ দিন পরপর গাছের গোড়ায় সেচ দিতে হবে। এর আগে গাছে অনুমোদিত মাত্রায় সার দিতে হবে। বালাইনাশক, সার ও সেচ দিতে পারলে আম দ্রুত বড় হবে।
শেষ পর্যন্ত আবহাওয়া অনুকূলে থাকলে লক্ষ্যমাত্রা পূরণ হবে জানিয়ে রাজশাহী ফল গবেষণাগারের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শফিকুল ইসলাম বলেন, গাছের আমের গুটি মোটরদানা হয়েছে। এখনই নির্ধারিত মাত্রায় কীটনাশক ও ছত্রাকনাশক একসঙ্গে পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে। এ স্প্রে না করলে পোকায় আক্রমণ করবে, নষ্টও হবে। ছত্রাকও আক্রমণ করতে পারে।