১০ জন নিয়ে জিতল ব্রাজিল, জিতল আর্জেন্টিনাও
Published: 5th, February 2025 GMT
দক্ষিণ আমেরিকার অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বে নিজেদের প্রথম ম্যাচে জিতেছে ব্রাজিল ও আর্জেন্টিনা। ভেনেজুয়েলার কারাকাসের অলিম্পিকো স্টেডিয়ামে চিলিকে ২-১ গোলে হারায় আর্জেন্টিনা এবং একই শহরের ব্রিগিদো স্টেডিয়ামে উরুগুয়ের বিপক্ষে ১-০ গোলের জয় পেয়েছে ব্রাজিল।
আরও পড়ুনচোটের ছোবলে ‘জরুরি অবস্থা’ রিয়ালে৩৫ মিনিট আগেম্যাচে শেষ ৩৩ মিনিট ১০ জন নিয়ে খেলেছে ব্রাজিল। ৫৭ মিনিটে উরুগুয়ের রাইট উইঙ্গার আলেহান্দ্রো সেভেরোকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ব্রাজিলের লেফটব্যাক আর্থুর দিয়াস। ব্রাজিল জয়সূচক গোলটি পেয়েছে তারপরই। প্রতি–আক্রমণ থেকে ৭৪ মিনিটে ব্রাজিলকে গোল এনে দেন ফরোয়ার্ড পেদ্রো।
আর্জেন্টিনার হয়ে গোল করেন ইয়ান সুবিয়াব্রে.উৎস: Prothomalo
কীওয়ার্ড: আর জ ন ট ন
এছাড়াও পড়ুন:
বইমেলায় বাংলা ভাষার প্রথম এআই রচিত উপন্যাস ‘যুবক যেখানে যেমন’
বাংলা ভাষায় প্রথমবারের মতো সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দ্বারা উপন্যাস রচিত হয়েছে। ‘যুবক যেখানে যেমন’ নামের এই বইটি গ্রন্থনা করেছেন ড. মাহফুজ শামীম, যিনি এই সাহিত্যপ্রকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
উপন্যাসটি আধুনিক সমাজ, মনস্তত্ত্ব ও বাস্তবতার মিশেলে এক নতুন সাহিত্যিক অভিজ্ঞতা তৈরি করবে বলে আশা করছেন বইটির গ্রন্থনাকার।
বইটি পাওয়া যাচ্ছে অমর একুশে বইমেলা ২০২৫-এ, নৈঋতা ক্যাফে-এর ৬১০ নম্বর স্টলে। এছাড়াও, অনলাইনে বইটি রকমারিতে প্রি-অর্ডার করা যাচ্ছে।
প্রকাশনা সংস্থা ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ আশা করছেন, ‘যুবক যেখানে যেমন’ পাঠকদের জন্য একটি নতুন ও ব্যতিক্রমী পাঠ-অভিজ্ঞতা এনে দেবে। সংবাদ বিজ্ঞপ্তি