নতুন কবি-সাহিত্যিকদের বই প্রকাশে অগ্রগণ্য প্রকাশনী ‘চৈতন্য’। চৈতন্যর যাত্রা শুরু হয় ২০১৪ সালে। এখন পর্যন্ত চৈতন্য ৫ শতাধিক বই প্রকাশ করেছে এই প্রকাশনী। চৈতন্যের প্রকাশক রাজীব চৌধুরী সম্প্রতি রাইজিংবিডির সঙ্গে প্রকাশনা বিষয়ক নানা কথা বলেছেন। সাক্ষাৎকার গ্রহণে স্বরলিপি।

রাইজিংবিডি: ২০২৫ বইমেলায় ‘চৈতন্য’ -এর আয়োজন সম্পর্কে জানতে চাই।
রাজীব চৌধুরী: ২০২৫ মেলায় চৈতন্য সব মিলিয়ে ২০টা বই প্রকাশ করেছে। আমাদের আয়োজন সারা বছর থাকে। মেলাকেন্দ্রিক না। কিন্তু মেলা যেহেতু একটা ঐতিহ্যবাহী ‘ইভেন্ট’। সেটাকে সামনে রেখে প্রতিবছর কিছু বই প্রকাশ করি।

রাইজিংবিডি: ‘চৈতন্য’ অনেক তরুণ লেখকদের বই প্রকাশ করে—সেক্ষেত্রে পাণ্ডুলিপি নির্বাচন, সম্পাদনা, মার্কেট বিবেচনা এবং প্রকাশ প্রক্রিয়াটা কেমন হয়?
রাজীব চৌধুরী:
একসময় আমরা অনেক তরুণের প্রথম বই এর প্রকাশক ছিলাম। সেই ৭/৮ বছর আগে প্রচুর কবিতার বই করেছি।। এখনও তরুণদের প্লাটফর্ম রাখছি। তবে একটু কম। সময়ের সাথে সাথে আমরা বিষয় বৈচিত্র্যের দিকে নজর দিয়েছি। সেই অধিকাংশ কাজ আমরা তরুণদের দিয়ে করাচ্ছি। পাণ্ডুলিপি প্রুফ এডিটিং সেই কাজটা চৈতন্য শুরু থেকেই করে আসছে।। সেটা যেকোন প্রকাশনীর জন্য গুরুত্বপূর্ণ। যাচাই বাছাই এর জন্য আমাদের উপদেষ্টা পর্ষদ আছেন। যারা অবশ্য ‘পেইড’ না। আর বই প্রচারের প্রধান মাধ্যম এখন অনলাইন। যা সারাবছর করা যায়।

আরো পড়ুন:

বইমেলায় শফিক রিয়ানের উপন্যাস ‘বিসর্জন’

বইমেলায় রিয়াজুল হকের ‘দ্য সিক্রেট অব সাকসেস’

রাইজিংবিডি: বলা হয়ে থাকে কবিতার পাঠক কম, আপনি অনেক কবিতার বইয়ের প্রকাশক, বাস্তব চিত্র সম্পর্কে বলুন।
রাজীব চৌধুরী:
কবিতার পাঠক অনেক কমে গেছে সেটা সত্য। কিন্তু বই আগের চেয়ে বেশি প্রকাশ করা হয়। আমরা এক সময় অনেক বই প্রকাশ করেছি। এখন ভাল পাণ্ডুলিপির অভাববোধ করছি। একটা অস্থিরতা সব জায়গায়। আমরা আগের মত ভাল পাণ্ডুলিপি না পাওয়ায় বই কম করছি। কিন্তু আমরা বাংলা সাহিত্যের গুরুত্বপূর্ণ কবিদের বেশ কিছু সমগ্র প্রকাশ করেছি। 

রাইজিংবিডি: অনুবাদের অনেক বইও প্রকাশ করে ‘চৈতন্য’—সেক্ষেত্রে মূল লেখক বা প্রকাশকদের অনুমতি নেওয়ার প্রয়োজন হয় কিনা, সব সময় অনুবাদক নিজের পছন্দ অনুযায়ী বই অনুবাদ করে দেন, নাকি আপনারাও পছন্দসই বই কোনো অনুবাদককে দিয়ে অনুবাদ করিয়ে নেন?
রাজীব চৌধুরী:
গত কয়েক বছর ধরে আমরা অনুবাদ বই প্রকাশ করছি। যেগুলো ‘ননফিকশন’ বেশি। মূল প্রকাশনীর সাথে আমাদের একটা চুক্তি হয়। তারপর আমরা সেটা ওই বিষয়ে পারদর্শী, পড়াশোনা আছে এমন অনুবাদককে দিয়ে অনুবাদ করিয়ে নিই। মূল প্রকাশনী ও অনুবাদকের জন্য আমরা রয়্যালিটি প্রদান করি। তাছাড়া অনুবাদক কোনো অনুবাদ নিয়ে আসলে আমরা সেটা ভাল হলে প্রকাশ করি।

রাইজিংবিডি: বইয়ের প্রচারণায় একজন লেখকের ভূমিকা কেমন হতে পারে বলে মনে করেন?
রাজীব চৌধুরী:
পৃথিবীতে বাংলাদেশই একমাত্র দেশ মনে হয় লেখকরা নিজেদের বই এর প্রচার ও মার্কেটিং করেন। প্রকাশনী সংস্থা বই এর প্রাপ্তিস্থান নিশ্চিত করেন আর অনলাইনে যতটুকু সরব থাকা যায়, সেটা করেন। আমাদের প্রেক্ষাপটে লেখক প্রকাশক দুজনই ভূমিকা রাখতে হয়।

রাইজিংবিডি: বই প্রচারে ‘চৈতন্য’ কি কি পদক্ষেপ নেয়?
রাজীব চৌধুরী:
আমাদের প্রচারের মূল মাধ্যম ফেসবুক পেইজ। বিভিন্ন অনলাইন বুক শপ এর মাধ্যমেও বই প্রচার করা হয়। আর বইগুলোর রিভিউ করানো, ছাপানো, পাঠচক্র এসবকিছুর মাধ্যমে আমরা আমাদের প্রচারের কার্যক্রম চালিয়ে যাচ্ছি।

রাইজিংবিডি: চৈতন্যের যাত্রা শুরু কত সালে, চৈতন্যের মোট প্রকাশিত বইয়ের সংখ্যা কত, কোথায়, কোথায় চৈতন্যের বই পাওয়া যায়?
রাজীব চৌধুরী:
চৈতন্যর যাত্রা ২০১৪ সালে। আপনারা সবাই জানেন এটি রাজধানীর বাইরে এর কার্যক্রম। আমরা সেই চ্যালেঞ্জ নিয়েছি। এ পর্যন্ত প্রকাশিত বই ৫ শতাধিক। আমাদের নিজস্ব আউটলেট নেই। দেশের সৃজনশীল বই বিপনিগুলোতে চৈতন্যর বই পাওয়া যায়। আর অনলাইন বুক শপ ও নিজেদের প্রকাশনির পেইজ এ।

রাইজিংবিডি: চৈতন্য কবি, লেখকদের রয়্যালিটি পাওয়ার বিষয়টি কীভাবে নিশ্চিত করে?
রাজীব চৌধুরী:
 চৈতন্য লেখকের রয়্যালিটি প্রদানে সবসময় সচেষ্ট।

রাইজিংবিডি: বইমেলা ছাড়া অন্য সময়ে বই প্রকাশ করেন কিনা?
রাজীব চৌধুরী: এটা শুরুতে বলেছি। চৈতন্য মেলাকেন্দ্রিক প্রকাশনী নয়। চৈতন্য সারাবছর বই প্রকাশ করে।

ঢাকা/লিপি

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর স ট ব য ক চ কর র স য গ র বই প বইম ল

এছাড়াও পড়ুন:

স্ত্রী-সন্তানসহ সাবেক এমপি মোহাম্মদ আলীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

নোয়াখালী-৬ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী, তার স্ত্রী আয়েশা ফেরদাউস, মেয়ে সুমাইয়া আলী ঈশিতা এবং দুই ছেলে আশিক আলী ও মাহতাব আলীর বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎপূর্বক অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ থাকায় তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার অনুসন্ধান কর্মকর্তা দুদকের উপ-পরিচালক মো. সিফাত উদ্দিন তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়, মোহাম্মদ আলী এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎপূর্বক অবৈধ সম্পদ অর্জন, খাস জমি দখল করে ৫ তলা বাণিজ্যিক হোটেল নির্মাণ এবং সন্দেহজনক লেনদেন বা মানিলন্ডারিংসহ জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আছে।

অনুসন্ধানকালে বিশ্বস্ত সূত্রে জানা গেছে, অভিযোগ-সংশ্লিষ্টরা সপরিবারে অন্য দেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমন রহিত করা প্রয়োজন।

মোহাম্মদ আলী ছাত্রজীবনে বামপন্থি রাজনীতি করতেন। পরে যোগ দেন যুবদলে। এর পর জাতীয় পার্টিতে যোগ দেন। তিনি ১৯৮৬ সালে তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির সমর্থন নিয়ে নোয়াখালী-৬ (হাতিয়া) আসন থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেলেও ঋণখেলাপি হওয়ায় মনোনয়নপত্র বাতিল হয়। 

মোহাম্মদ আলীর স্ত্রী আয়েশা ফেরদাউস স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে হেরে যান। আয়েশা ফেরদাউস ২০১৪ ও ২০১৯ সালে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। সর্বশেষ ২০২৪ সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে জয়লাভ করেন। পরবর্তীতে সরকার পতন হলে তিনি পদ হারান।

ঢাকা/মামুন/রফিক

সম্পর্কিত নিবন্ধ