গাজীপুরের কালীগঞ্জে সবজিবাহী একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পানিতে পড়ে চালকসহ তিনজন নিহত হয়েছেন। আজ বুধবার সকালে জয়দেবপুর-ইটাখোলা সড়কের নোয়াপাড়া মৈশাইর এলাকায় এ ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি। পুলিশ জানিয়েছে, নিহত ৩ জনের বয়স ৩০ থেকে ৩৫ বছর।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নরসিংদী থেকে শসা বোঝাই করে একটি পিকআপ জয়দেবপুরের দিকে যাচ্ছিল। কালীগঞ্জ উপজেলার নোয়াপাড়া মৈশাইর এলাকায় পৌঁছালে অটোরিকশাকে পাশ কাটানোর সময় পিকআপের চালক নিয়ন্ত্রণ হারান। পিকআপটি সড়কের পাশে প্রায় ১৫ ফুট গভীর একটি খাদে পানিতে পড়ে যায়। চালকসহ তিনজন সেখান থেকে বের হতে পারেননি। ঘটনাস্থলে ওই তিনজনের মৃত্যু হয়। খবর পেয়ে থানা-পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.

আলাউদ্দিন প্রথম আলোকে বলেন, সবজিবাহী একটি পিকআপ খাদে পড়ে গেলে তিনজন পানির নিচে আটকে পড়েন। সেখানেই তাঁদের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে একজন চালক। একজন চালকের সহযোগী এবং একজন সবজি ব্যবসায়ী হবে বলে ধারণা করা হচ্ছে।

ওসি মো. আলাউদ্দিন জানান, নিহত ব্যক্তিদের পরিচয় উদ্ধার করার চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: প কআপ ত নজন

এছাড়াও পড়ুন:

রাঙামাটিতে তৃতীয় লিঙ্গের একজনের গলাকাটা লাশ উদ্ধার

রাঙামাটি কাউখালী উপজেলার বেতবুনিয়াতে শিলা নামে তৃতীয় লিঙ্গের একজনের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। 

সোমবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার বেতবুনিয়া ইউনিয়নের নিজ বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। 

নিহত শিলার বাবার বাড়ি চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় বলে জানা গেছে। তবে তিনি কাউখালী উপজেলার বেতবুনিয়ায় স্থায়ীভাবে বসবাস করতেন। 

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, গত রবিবার দিবাগত রাতে অজ্ঞাত পাঁচজন ব্যক্তি শিলার ঘরে ঢুকতে দেখেন স্থানীয়রা। তবে তারা কখন বের হয়েছে সেটা কেউ দেখেনি। সোমবার বিকেলে শিলার প্রতিবেশী তার কোনো সাড়া শব্দ না পেয়ে কয়েকজনকে খবর দেয়। স্থানীয়রা দরজা খুলে দেখতে পায় তার গলাকাটা মরদেহ বিছানাতে পড়ে আছে। পরে খবর দিলে সোমবার সন্ধ্যায় মরদেহ উদ্ধার করে পুলিশ। 

কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম সোহাগ বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে কিছু আলামত উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে রাতে শিলার বাসাতে মাদকের আসর হয়েছে। তার মরদেহের পাশে মাদক সেবনের আলামত পাওয়া গেছে। 

তিনি আরো জানান, রবিবার দিবাগত রাতের কোনো এক সময় তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তার গলায় ও পেটে কাটার আলামত পাওয়া গেছে। এ বিষয়ে মরদেহের ময়নাতদন্তসহ সকল আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

ঢাকা/শংকর/ইমন

সম্পর্কিত নিবন্ধ

  • যুবকের সৎ কাজ এবং পাথর সরে যাওয়া
  • কুমুদিনী হাজং একজন বিজয়ী আন্দোলনকারী
  • কুমুদিনী একটি প্রতীক, যার মধ্য দিয়ে হাজং বিদ্রোহ
  • কুমুদিনী একটি প্রতীক, যার মাধ্যমে হাজং বিদ্রোহ শুরু
  • সিদ্ধিরগঞ্জে সোনারগাঁয়ের আওয়ামীলীগ নেতা ইব্রাহিম গ্রেপ্তার
  • বাংলাদেশ ব্যাংকের সব কর্মকর্তার লকার ফ্রিজ করতে গভর্নরকে চিঠি
  • হবিগঞ্জে ছাদ থেকে পড়ে একজনের মৃত্যু
  • আমি একজন ব্লাডি স্টার: শাহরুখ
  • রাঙামাটিতে তৃতীয় লিঙ্গের একজনের গলাকাটা লাশ উদ্ধার