৫০ মিনিটেই শেষ ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট
Published: 5th, February 2025 GMT
ক্রিকেটপ্রেমীদের আবেগ ও উত্তেজনা প্রতিচ্ছবি ভারত-পাকিস্তান মহারণ। এই দুই দল মখোমুখি হওয়া মানেই যে কোন স্তরের এবং যে কোন পর্যায়ের ক্রিকেটে অর্থনৈতিক নিশ্চয়তা। ঠিক এই দিকটা বিবেচনা করেই বর্তমানে বৈশ্বিক বা মহাদেশীয় আসরে এই দুই দলকে একই গ্রুপে রাখা হয়। এবারও চ্যাম্পিয়নস ট্রফিতে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই দেখতে মুখিয়ে আছেন ভক্ত-সমর্থকরা। আর সেই উন্মাদনারই প্রতিফলন দেখা গেল টিকিট বিক্রিতে। মাত্র ৫০ মিনিটেই শেষ হয়ে গেল সব টিকিট!
চ্যাম্পিয়নস ট্রফির ম্যাচগুলোর জন্য সোমবার থেকে অনলাইনে টিকিট বিক্রি শুরু হয়। দুবাইয়ে অনুষ্ঠিতব্য ভারত-পাকিস্তান ম্যাচের সাধারণ আসনের টিকিটের মূল্য ছিল ১২৫ দিরহাম (প্রায় ৪,২০০ টাকা), তবে এ ম্যাচের প্লাটিনাম লাউঞ্জের টিকিটের দাম উঠেছে ২,০০০ দিরহাম (প্রায় ৬৬,০০০ টাকা) এবং গ্র্যান্ড লাউঞ্জের টিকিটের মূল্য ৫,০০০ দিরহাম (প্রায় ১,৬৫,০০০ টাকা)। কিন্তু এই টিকিটও যেন সোনার হরিণ!
আরো পড়ুন:
মোদিকে হোয়াইট হাউজে ট্রাম্পের আমন্ত্রণ
পশ্চিমবঙ্গে ৪ রোহিঙ্গা গ্রেপ্তার
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের দর্শক ধারণক্ষমতা ২৫,০০০ হলেও অনলাইনে টিকিট কেনার ওয়েবসাইটে একসাথে ভিড় জমান অন্তত দেড় লাখ দর্শক। একই দৃশ্য দেখা গেছে দুবাইয়ের টিকিট বিক্রির কেন্দ্রগুলোতেও। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও অনেকেই টিকিট না পেয়ে হতাশ হন।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, শুধু ভারত-পাকিস্তান ম্যাচই নয়, ভারত-বাংলাদেশ এবং ভারত-নিউজিল্যান্ড ম্যাচের টিকিটও দ্রুত বিক্রি হয়ে গেছে। অনলাইনে চেষ্টা করেও টিকিট পাচ্ছেন না সমর্থকরা।
ভারত-পাকিস্তানের রাজনৈতিক, ঐতিহাসিক ও ক্রীড়াগত প্রতিদ্বন্দ্বিতার কারণে এই ম্যাচ সবসময়ই থাকে আলাদা আলোচনায়। পরাজয়ে কান্না, জয়ে রাস্তায় নেমে উদযাপন—এটাই দুই দেশের ক্রিকেট ভক্তদের আবেগের চিত্র। তবে শেষ হাসি কে হাসবে? ভারত নাকি পাকিস্তান? উত্তর মিলবে ২৩ ফেব্রুয়ারি দুবাইয়ে মাঠের লড়াইয়ে।
ঢাকা/নাভিদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
বনানীতে দুর্ঘটনায় পোশাক শ্রমিক নিহত, প্রতিবাদে সড়ক অবরোধ, তীব্র যানজট
রাজধানীর বনানীতে সড়ক দুর্ঘটনায় এক নারী পোশাক শ্রমিক নিহত হয়েছেন। সোমবার ভোর ৬টার দিকে বনানীর চেয়ারম্যানবাড়ি ইউটার্ন ইনকামিংয়ে এই দুর্ঘটনায় আরও এক নারী ও শিশু আহত হয়েছেন বলে জানা গেছে। তাদেরকে হাসপাতালে নেওয়া হয়েছে। সহকর্মীর মৃত্যুর জেরে পোশাক শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। এতে বনানী ও এর আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
প্রাথমিকভাবে নিহত ও আহতদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।
জানা গেছে, দুর্ঘটনায় একজন মারা যাওয়ার পর পোশাক শ্রমিকরা বনানীর চেয়ারম্যানবাড়িতে দুই পাশের সড়ক অবরোধ করেন। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দুই পাশে যানচলাচল বন্ধ হয়ে যায়। শ্রমিকরা এলিভেটেড এক্সপ্রেসওয়ের বনানীতে নামার র্যাম্পও বন্ধ করে রেখেছেন। ফলে বনানীগামী যানবাহনগুলো এক্সপ্রেসওয়ে থেকে নামতে পারছে না। এতে পুরো এক্সপ্রেসওয়েতে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।
গুলশান ট্রাফিক বিভাগ থেকে জানানো হয়, বনানীতে সোমবার সকাল আনুমানিক ৬টার দিকে চেয়ারম্যানবাড়ি ইউটার্ন ইনকামিংয়ে এক নারী সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। তবে, কোন পরিবহন দুর্ঘটনাটি ঘটিয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ অনুসন্ধান করছে এবং যান চলাচল স্বাভাবিক করতে তৎপর রয়েছে।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সারোয়ার সমকালকে বলেন, সকাল থেকে গার্মেন্টস শ্রমিকরা সড়ক অবরোধ করেছেন। এতে রাস্তায় তীব্র যানজট সৃষ্টি হয়। তাদেরকে বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে পুলিশ। এছাড়া অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।