৫০ মিনিটেই শেষ ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট
Published: 5th, February 2025 GMT
ক্রিকেটপ্রেমীদের আবেগ ও উত্তেজনা প্রতিচ্ছবি ভারত-পাকিস্তান মহারণ। এই দুই দল মখোমুখি হওয়া মানেই যে কোন স্তরের এবং যে কোন পর্যায়ের ক্রিকেটে অর্থনৈতিক নিশ্চয়তা। ঠিক এই দিকটা বিবেচনা করেই বর্তমানে বৈশ্বিক বা মহাদেশীয় আসরে এই দুই দলকে একই গ্রুপে রাখা হয়। এবারও চ্যাম্পিয়নস ট্রফিতে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই দেখতে মুখিয়ে আছেন ভক্ত-সমর্থকরা। আর সেই উন্মাদনারই প্রতিফলন দেখা গেল টিকিট বিক্রিতে। মাত্র ৫০ মিনিটেই শেষ হয়ে গেল সব টিকিট!
চ্যাম্পিয়নস ট্রফির ম্যাচগুলোর জন্য সোমবার থেকে অনলাইনে টিকিট বিক্রি শুরু হয়। দুবাইয়ে অনুষ্ঠিতব্য ভারত-পাকিস্তান ম্যাচের সাধারণ আসনের টিকিটের মূল্য ছিল ১২৫ দিরহাম (প্রায় ৪,২০০ টাকা), তবে এ ম্যাচের প্লাটিনাম লাউঞ্জের টিকিটের দাম উঠেছে ২,০০০ দিরহাম (প্রায় ৬৬,০০০ টাকা) এবং গ্র্যান্ড লাউঞ্জের টিকিটের মূল্য ৫,০০০ দিরহাম (প্রায় ১,৬৫,০০০ টাকা)। কিন্তু এই টিকিটও যেন সোনার হরিণ!
আরো পড়ুন:
মোদিকে হোয়াইট হাউজে ট্রাম্পের আমন্ত্রণ
পশ্চিমবঙ্গে ৪ রোহিঙ্গা গ্রেপ্তার
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের দর্শক ধারণক্ষমতা ২৫,০০০ হলেও অনলাইনে টিকিট কেনার ওয়েবসাইটে একসাথে ভিড় জমান অন্তত দেড় লাখ দর্শক। একই দৃশ্য দেখা গেছে দুবাইয়ের টিকিট বিক্রির কেন্দ্রগুলোতেও। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও অনেকেই টিকিট না পেয়ে হতাশ হন।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, শুধু ভারত-পাকিস্তান ম্যাচই নয়, ভারত-বাংলাদেশ এবং ভারত-নিউজিল্যান্ড ম্যাচের টিকিটও দ্রুত বিক্রি হয়ে গেছে। অনলাইনে চেষ্টা করেও টিকিট পাচ্ছেন না সমর্থকরা।
ভারত-পাকিস্তানের রাজনৈতিক, ঐতিহাসিক ও ক্রীড়াগত প্রতিদ্বন্দ্বিতার কারণে এই ম্যাচ সবসময়ই থাকে আলাদা আলোচনায়। পরাজয়ে কান্না, জয়ে রাস্তায় নেমে উদযাপন—এটাই দুই দেশের ক্রিকেট ভক্তদের আবেগের চিত্র। তবে শেষ হাসি কে হাসবে? ভারত নাকি পাকিস্তান? উত্তর মিলবে ২৩ ফেব্রুয়ারি দুবাইয়ে মাঠের লড়াইয়ে।
ঢাকা/নাভিদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
চীনের রাষ্ট্রদূতের সঙ্গে মঈন খানের বৈঠক
ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। আজ বুধবার রাজধানীর বারিধারায় দেশটির দূতাবাসে এ বৈঠক হয়।
বিএনপির মিডিয়া সেলের এক সদস্য এ তথ্য নিশ্চিত করেছেন। তবে ঘণ্টাব্যাপী এ বৈঠক নিয়ে কোনো পক্ষ আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।
তবে সূত্র জানায়, চলতি মাসের ২৫ ফেব্রুয়ারি ড. আব্দুল মঈন খান এর নেতৃত্বে বিএনপি এবং সমমনা দলগুলো সমন্বয়ে একটা টিম টিম চীন সফর করবেন। ধারণা করা হচ্ছে, এ ইস্যুতে তাদের মধ্যে কথা হয়েছে।