চোটের ছোবলে ‘জরুরি অবস্থা’ রিয়ালে
Published: 5th, February 2025 GMT
আগামী সাত দিনে দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ রিয়াল মাদ্রিদের। লা লিগায় শনিবার রাতে প্রতিপক্ষ আতলেতিকো মাদ্রিদ। এরপর চ্যাম্পিয়নস লিগ প্লে-অফের প্রথম লেগে আগামী মঙ্গলবার রাতে রিয়ালের প্রতিপক্ষ ম্যানচেস্টার সিটি। এ দুটি ম্যাচেই দলের দুই সেন্টারব্যাক ডেভিড আলাবা ও অ্যান্টনিও রুডিগারকে পাচ্ছেন না মাদ্রিদের ক্লাবটির কোচ কার্লো আনচেলত্তি। মাংসপেশিতে চোট পেয়েছেন রুডিগার ও আলাবা ভুগছেন অ্যাডাক্টরের (ঊরুর পেশি) চোটে।
আরও পড়ুনদলবদলে লা লিগা–বুন্দেসলিগা–সৌদি প্রো লিগের চেয়েও বেশি খরচ করেছে ম্যান সিটি ২ ঘণ্টা আগেচোট পাওয়ায় প্রায় তিন সপ্তাহের জন্য মাঠ থেকে ছিটকে পড়েছেন আলাবা ও রুডিগার। রক্ষণে অভিজ্ঞতার ঘাটতি পড়ায় রিয়ালে তাই জরুরি অবস্থা জারি করেছেন আনচেলত্তি। জানিয়ে দিয়েছেন, রিয়াল এখন জরুরি অবস্থার মধ্যে রয়েছে। তবে আনচেলত্তির দুঃসংবাদ এখানেই শেষ নয়।
কোপা দেল রে কোয়ার্টার ফাইনালে আজ বাংলাদেশ সময় রাত ২টায় লেগানেসের মুখোমুখি হবে রিয়াল। এ ম্যাচে আক্রমণভাগের দুই তারকা কিলিয়ান এমবাপ্পে ও জুড বেলিংহামকে পাচ্ছে না দলটি। কারণ? দুজনেই চোট পেয়েছেন। অর্থাৎ লেগানেসের বিপক্ষে এমবাপ্পে, বেলিংহাম, আলাবা, রুডিগার ও এদুয়ার্দো কামাভিঙ্গাকে পাচ্ছে না মাদ্রিদের ক্লাবটি।
বেলিংহামও চোটে পড়েছেন.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
চাঁদাবাজি-সন্ত্রাসী-টেন্ডারবাজি শিবিরের আদর্শে নেই: নুরুল ইসলাম
শিক্ষপ্রতিষ্ঠানগুলোতে সন্ত্রাসী, চাঁদাবাজি, হল দখল, টেন্ডারবাজি- এসব শিবিরের আদর্শে নেই বলে মন্তব্য করেছেন সংগঠনটি কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সাদ্দাম।
বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেল ৫টায় রাজধানীর জাতীয় আর্কাইভ ভবনের মিলনায়তনে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের উদ্যোগে আয়োজিত এক ইফতার ও দোয়া মাহফিলে এসব মন্তব্য করেন তিনি।
নুরুল ইসলাম সাদ্দাম বলেন, “১৯৭৭ সাল থেকে শিবিরের ব্যাপারে গুম, খুন, ধর্ষণ ও চাঁদাবাজির কোনো অভিযোগ নেই। রগকাটার মতো মিথ্যা অভিযোগ দিয়ে শিবিরের বিরুদ্ধে তরুণ প্রজন্মের কাছে একটি ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে। এখন মানুষ সচেতন, শিবিরের কারিকুলাম ও আদর্শ বর্তমান প্রজন্মকে আকর্ষণ করছে।”
বস্তুবাদী শিক্ষাকে ধর্ষণের অন্যতম কারণ জানিয়ে তিনি বলেন, “নৈতিক ও ধর্মীয় শিক্ষার পরিবর্তে শুধু বস্তুবাদী শিক্ষা দেওয়া হচ্ছে। ফলে শত আন্দোলনেও এ সমাজ থেকে কখনও নারী নির্যাতন ও ধর্ষণ কমবে না। সমাজের মোরাল স্টান্ডার্ড নির্ভর করে শিক্ষার উপর।”
শেকৃবি শাখা শিবিরের সভাপতি আবুল হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান নাঈমের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রশিবির ঢাকা মহানগর পশ্চিমের সভাপতি এইচ এম সালাউদ্দিন, কৃষিবিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ড. আলী আফজাল, শেকৃবির কৌলিতত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের অধ্যাপক ড. ফিরোজ মাহমুদ প্রমুখ।
এসময় শেকৃবি শাখা ছাত্রশিবিরের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের নবীন (২৪ ব্যাচের) শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআন শরীফ বিতরণ করা হয়।
ঢাকা/মামুন/মেহেদী