সাংগঠনিক নীতিবহির্ভূত কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলা কমিটির সদস্যসচিব জেসিনা মোর্শেদের (প্রাপ্তি) পদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। গতকাল মঙ্গলবার সংগঠনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও সদস্যসচিব আরিফ সোহেল স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

জেসিনা মোর্শেদের কাছে পাঠানো ওই চিঠিতে বলা হয়েছে, ‘সম্প্রতি জেলার বিভিন্ন উপজেলা কমিটি গঠনে আপনার কিছু সাংগঠনিক নীতিবহির্ভূত কর্মকাণ্ড আমাদের নজরে এসেছে। যার পরিপ্রেক্ষিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলা শাখায় আপনার সদস্যসচিব পদটি সাময়িকভাবে স্থগিত করা হলো। একই সঙ্গে আনীত অভিযোগ তদন্তের জন্য তিন কার্যদিবসের মধ্যে তদন্ত কমিটির সামনে সশরীরে উপস্থিত হওয়ার নির্দেশ প্রদান করা হলো।’

এদিকে নাম প্রকাশে অনীহ সংগঠনটির এক নেতা জানান, জেসিনা মোর্শেদের বিরুদ্ধে সর্বশেষ ঝিকরগাছা উপজেলা কমিটি গঠনে আর্থিক লেনদেনের অভিযোগ ওঠে। এ ছাড়া বিভিন্ন উপজেলা কমিটিতে পদ দেওয়ার জন্যে অর্থ লেনদেনের অভিযোগ আছে তাঁর বিরুদ্ধে। এ বিষয়ে যশোর জেলার ৫৮ জন নেতার স্বাক্ষরিত একটি লিখিত অভিযোগ সংগঠনের কেন্দ্রীয় নেতৃত্বের কাছে পাঠানো হয়। ওই অভিযোগের ভিত্তিতে সম্প্রতি যশোরে তদন্তে আসেন দুই কেন্দ্রীয় নেতা। প্রাথমিকভাবে তাঁরা অভিযোগের প্রমাণ পেয়েছেন।

এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে জেসিনা মোর্শেদ বলেন, ‘আমি হোয়াটসঅ্যাপের মাধ্যমে চিঠিটি পেয়েছি। তদন্তের জন্য আমার কাছে জবাব চাওয়া হয়েছে। উপজেলা কমিটি গঠনে টাকা লেনদেনের বিষয়টি সত্য না। মূলত, জেলা কমিটির আহ্বায়ক রাশেদ খান নিজের ইচ্ছেমতো একচেটিয়াভাবে উপজেলা কমিটি গঠন করতে চান। প্রতিটি উপজেলায় গ্রুপিং আছে। তিনি একপক্ষকে গুরুত্ব দিচ্ছেন। আমি সেটাতে বাধা দিয়েছি। আমি উভয় পক্ষের সঙ্গে বসে আলোচনার মাধ্যমে কমিটি দেওয়ার পক্ষে।’

এ বিষয়ে জানতে চাইলে বৈষম্যবিরোধী আন্দোলন যশোরের আহ্বায়ক রাশেদ খান বলেন, ‘সংগঠনে আমার কোনো পক্ষ নেই। সংগঠনের অভিভাবক হিসেবে আমাকে রাখা হয়েছে। মূলত সংগঠনকে ব্যবহার করে ব্যক্তিগত লাভ খোঁজার চেষ্টা করছেন সদস্যসচিব, যা কমিটির কেউ মেনে নিচ্ছেন না। এ জন্য তাঁর বিরুদ্ধের কমিটির বেশির ভাগ নেতা অভিযোগ দিয়েছেন।’

গত বছরের ২৬ নভেম্বর ছয় মাসের জন্য রাশেদ খানকে আহ্বায়ক ও জেসিনা মোর্শেদকে সদস্যসচিব করে ১০১ জনের যশোর জেলা কমিটি অনুমোদন দেওয়া হয়। কমিটি গঠনের সপ্তাহখানেকের মধ্যে কমিটিতে ছাত্রলীগের নেতা-কর্মীদের পুনর্বাসনসহ নানা অভিযোগে সংবাদ সম্মেলন ও ফেসবুকে স্ট্যাস্টাস দিয়ে কমিটির ৯ জন পদত্যাগ করেন।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: সদস যসচ ব র জন য কম ট র গঠন র তদন ত উপজ ল স গঠন

এছাড়াও পড়ুন:

চীনের রাষ্ট্রদূতের সঙ্গে মঈন খানের বৈঠক

ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। আজ বুধবার রাজধানীর বারিধারায় দেশটির দূতাবাসে এ বৈঠক হয়। 

বিএনপির মিডিয়া সেলের এক সদস্য এ তথ্য নিশ্চিত করেছেন। তবে ঘণ্টাব্যাপী এ বৈঠক নিয়ে কোনো পক্ষ আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। 

তবে সূত্র জানায়, চলতি মাসের ২৫ ফেব্রুয়ারি ড. আব্দুল মঈন খান এর নেতৃত্বে বিএনপি এবং সমমনা দলগুলো সমন্বয়ে একটা টিম টিম চীন সফর করবেন। ধারণা করা হচ্ছে, এ ইস্যুতে তাদের মধ্যে কথা হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ