নেত্রকোনায় মাকে ছেলের মারধর, শাসন করতে গিয়ে মামা খুন
Published: 5th, February 2025 GMT
নেত্রকোনার কেন্দুয়ায় ভাগনের লাঠির আঘাতে মামার মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ওই দিন বিকেলে উপজেলার পোড়াবাড়ি গ্রামে তাঁদের মধ্যে ঝগড়ার ঘটনা ঘটে।
নিহত মামার নাম কাঞ্চন মিয়া (৬২)। তিনি পোড়াবাড়ি গ্রামের বাসিন্দা। তিনি পেশায় কৃষক। আর ভাগনের নাম মাজহারুল ইসলাম (২৩)। তিনি পেশায় ইজিবাইকচালক।
এলাকার কয়েকজন বাসিন্দা ও থানা-পুলিশ সূত্রে জানা গেছে, মাজহারুল ইসলাম কয়েক বছর আগে বিয়ে করেন। কিন্তু বিয়ের পর থেকে তাঁর স্ত্রীর সঙ্গে মা মাজেদা খাতুনের বিভিন্ন বিষয় নিয়ে বাদানুবাদ চলছিল। মাজহারুলও তাঁর স্ত্রীর পক্ষ নিয়ে মায়ের সঙ্গে দুর্ব্যবহার করে আসছিলেন বলে অভিযোগ। গতকাল মঙ্গলবার বিকেলে মাজহারুলের স্ত্রী ও তাঁর মায়ের মধ্যে কথা-কাটাকাটির এক পর্যায়ে ঝগড়া বাধে। এ সময় মাজহারুল মাকে মারধর করেন। মাজহারুলের মা কাঁদতে কাঁদতে একই গ্রামে তাঁর ভাই কাঞ্চন মিয়ার বাড়িতে গিয়ে বিষয়টি জানান। এ সময় কাঞ্চন মিয়া তাঁর বোনকে সঙ্গে নিয়ে বোনের বাড়িতে এসে ভাগনে মাজহারুলকে শাসন করেন। এতে মাজহারুল ক্ষিপ্ত হয়ে লাঠি দিয়ে মামার মাথায় আঘাত করেন।
কাঞ্চন মিয়াকে স্থানীয় লোকজন উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। ওই হাসপাতালে ভর্তির কিছুক্ষণের মধ্যে তিনি মারা যান।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
রাতে ৫ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস
দেশের পাঁচ অঞ্চলের ওপর দিয়ে রাত ১টার মধ্যে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে। অঞ্চলগুলো হলো- রংপুর, টাঙ্গাইল, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট।
বুধবার (৯ এপ্রিল) দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া সতর্কবার্তায় এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বার্তায় বলা হয়, রংপুর, টাঙ্গাইল, ঢাকা, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
তাই এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমমধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি বুধবার দুপুর নাগাদ একই এলাকায় অবস্থান করছে।
এটি পরবর্তী ১২ ঘণ্টায় উত্তর দিকে এবং পরবর্তীতে দিক পরিবর্তন করে উত্তর-উত্তরপূর্বদিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে।
ঢাকা/হাসান/এনএইচ