সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

দেশের গুরুত্বপূর্ণ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ঘন কুয়াশার কারণে প্রায় ৫ ঘণ্টা বন্ধ থাকার পর নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে নদীতে কুয়াশার ঘনত্ব কেটে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু হয়।

এর আগে মঙ্গলবার সন্ধ্যা থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে পদ্মা নদীর অববাহিকায় কুয়াশার ঘনত্ব বাড়তে থাকে। পরে রাত আড়াইটার দিকে চ্যানেলের বিকন বাতি ও মার্কিং পয়েন্টগুলো অস্পষ্ট হয়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

এদিকে দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া প্রান্তে নদী পারের অপেক্ষায় সিরিয়ালে আটকা পড়েছে বেশ কিছু যানবাহন।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখা ব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন জানান, কুয়াশার ঘনত্ব কমে যাওয়ায় সকাল ৭টা ৪০ মিনিট থেকে এই রুটে পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে। বর্তমানে ১৬টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে। ফেরি চলাচল স্বাভাবিক থাকলে সিরিয়ালে থাকা যানবাহনের চাপ দ্রুত কমে যাবে।

এনজে

 

.

উৎস: SunBD 24

কীওয়ার্ড: দ লতদ য়

এছাড়াও পড়ুন:

ময়মনসিংহে ট্রাকচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

ময়মনসিংহের ফুলপুরে ট্রাকচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও দুই জন। সোমবার (১০ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে ফুলপুর-শেরপুর সড়কের বাইটকান্দির চওড়াবাড়ি নামে স্থানে এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিক নিহত ও আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল হাদি বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘‘সকালে একটি সিএনজিচালিত অটোরিকশা যাত্রী নিয়ে শেরপুরের দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। এতে অটোরিকশার তিন যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। আহত হন দুই জন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়।’’

আরো পড়ুন:

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ২

বাসের চাকায় পিষ্ট মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী

ঢাকা/মিলন/রাজীব

সম্পর্কিত নিবন্ধ