‘অসাধারণ এক অর্জন’—রশিদ খান না বললেও পারতেন!

স্বীকৃত টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ড গড়াটা কত বড় অর্জন কে না জানে। মঙ্গলবার রাতে ওয়েস্ট ইন্ডিজের ডোয়াইন ব্রাভোকে দুইয়ে ঠেলে এই সংস্করণের ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেট নেওয়া বোলার হয়ে গেছেন সময়ের সেরা লেগ স্পিনার। এসএ টি–টোয়েন্টিতে পার্ল রয়্যালসের দুনিত ভেল্লালাগেকে বোল্ড করে ব্রাভোর ৬৩১ উইকেট টপকে যান এমআই কেপটাউন অধিনায়ক রশিদ। পরে দিনেশ কার্তিককে আউট করে উইকেট সংখ্যাটাকে ৬৩৩-এ নিয়ে যান ২৫ বছর বয়সী রশিদ। অধিনায়কের রেকর্ড গড়ার ম্যাচটি ৩৯ রানে জিতেছে কেপটাউন। কোয়ালিফায়ারের এই জয় ফাইনালে তুলে দিয়েছে কেপটাউনকে।

ব্রাভোর চেয়ে ১২১ ম্যাচ কম খেলেই নতুন রেকর্ড গড়লেন রশিদ। ব্রাভো ৫৮২ ম্যাচে পেয়েছেন ৬৩১ উইকেট। আগের ম্যাচেই ব্রাভোকে ছোঁয়া রশিদ রেকর্ড গড়লেন ৪৬১ ম্যাচে।

সেই মুহূর্ত। ভেল্লালাগে বোল্ড, টি–টোয়েন্টিতে সবচেয়ে বেশি উইকেটের মালিক রশিদ খান.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: র কর ড উইক ট

এছাড়াও পড়ুন:

ইজরায়েলী পণ্য বর্জন করুন; কুচক্রীদের থেকে সাবধান থাকুন : মুফতি মা

ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ বলেছেন, ফিলিস্তিনিদের পাশে আমরা ইচ্ছা থাকা সত্ত্বেও দাঁড়াতে পারছি না। তাদের বিপদে আমরা শারীরিক শক্তি প্রয়োগ করে তাদের সহযোগিতা করতে পারছি না।

শুধু মুখে প্রতিবাদ করার পাশাপাশি আমরা যদি দখলদার বর্বর ইজরায়েলীদের পণ্য বর্জন করতে পারি তাহলে ওদেরকে কিছুটা হলেও অর্থনৈতিক ভাবে দুর্বল করতে পারবো। তাই আসুন আমরা ইজরায়েলী পণ্য বর্জন করি।

আজ মঙ্গলবার সন্ধ্যায় এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, ইজরায়েলী পণ্য বর্জনের নামে যারা আমাদের দেশের বিভিন্ন শোরুমে হামলা করছে সেটা নিন্দনীয়। এসকল কুচক্রীদের আইনের আওতায় আনার পাশাপাশি দৃষ্টান্তমূলক শাস্তির আহবান জানাই।

দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য পতিত স্বৈরাচার বিভিন্ন ইস্যুকে কাজে লাগাতে পারে। সে ব্যাপারে আমাদের সজাগ থাকতে হবে।

সম্পর্কিত নিবন্ধ