‘অসাধারণ এক অর্জন’—রশিদ খান না বললেও পারতেন!

স্বীকৃত টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ড গড়াটা কত বড় অর্জন কে না জানে। মঙ্গলবার রাতে ওয়েস্ট ইন্ডিজের ডোয়াইন ব্রাভোকে দুইয়ে ঠেলে এই সংস্করণের ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেট নেওয়া বোলার হয়ে গেছেন সময়ের সেরা লেগ স্পিনার। এসএ টি–টোয়েন্টিতে পার্ল রয়্যালসের দুনিত ভেল্লালাগেকে বোল্ড করে ব্রাভোর ৬৩১ উইকেট টপকে যান এমআই কেপটাউন অধিনায়ক রশিদ। পরে দিনেশ কার্তিককে আউট করে উইকেট সংখ্যাটাকে ৬৩৩-এ নিয়ে যান ২৫ বছর বয়সী রশিদ। অধিনায়কের রেকর্ড গড়ার ম্যাচটি ৩৯ রানে জিতেছে কেপটাউন। কোয়ালিফায়ারের এই জয় ফাইনালে তুলে দিয়েছে কেপটাউনকে।

ব্রাভোর চেয়ে ১২১ ম্যাচ কম খেলেই নতুন রেকর্ড গড়লেন রশিদ। ব্রাভো ৫৮২ ম্যাচে পেয়েছেন ৬৩১ উইকেট। আগের ম্যাচেই ব্রাভোকে ছোঁয়া রশিদ রেকর্ড গড়লেন ৪৬১ ম্যাচে।

সেই মুহূর্ত। ভেল্লালাগে বোল্ড, টি–টোয়েন্টিতে সবচেয়ে বেশি উইকেটের মালিক রশিদ খান.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: র কর ড উইক ট

এছাড়াও পড়ুন:

শেখ হাসিনার ট্রেনে হামলার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৯ জনসহ ৪৭ জন খালাস

পাবনার ঈশ্বরদীতে তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনাকে বহনকারী ট্রেনে গুলি ও বোমা হামলার অভিযোগে করা মামলায় বিচারিক আদালতের রায়ে দণ্ডিত বিএনপির ৪৭ নেতা-কর্মীর সবাই খালাস পেয়েছেন।

বিস্তারিত আসছে... 

সম্পর্কিত নিবন্ধ