দিনাজপুরে বিএনপির মিছিলে ককটেল হামলা, আহত ৪
Published: 5th, February 2025 GMT
দিনাজপুরের ফুলবাড়ীতে বিএনপির মিছিলে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পৌর বিএনপির সাধারণ সম্পাদকসহ ৪ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা সোয়া ৭টায় ফুলবাড়ী পৌর শহরের ছোট যমুনা ব্রিজের পূর্ব প্রান্তে এ ঘটনা ঘটে।
উপজেলা বিএনপির নেতাকর্মীরা জানান, আওয়ামী লীগের লিফলেট বিতরণ কর্মসূচির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফুলবাড়ী উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা একটি মিছিল বের করেন। মিছিলটি পৌর শহরের বাসস্ট্যান্ড দলীয় কার্যালয় থেকে বের হয়ে শহর প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে ফেরার পথে শহরের ছোট যমুনা নদীর ওপর ব্রিজের পূর্ব পাশে মিছিলটি লক্ষ্য করে দুর্বৃত্তরা ককটেল ছুড়ে মারে। এ সময় তিনটি ককটেল বিস্ফোরণ হয়। এতে আহত হন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাক আহম্মেদ চৌধুরী খোকন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাহাদত হোসেন সাহাজুল, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাহেদ ইসলাম, যুবদল নেতা নূরনবী ও বকুল। এরপর মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। আহত নেতাকর্মীদের উদ্ধার করে ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এদিকে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পৌর বিএনপির সাধারণ সম্পাদকের অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
খবর পেয়ে ফুলবাড়ী থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আরও তিনটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে থানায় নিয়ে যায়। অপর দিকে এই ঘটনার পর রাত সোয়া ৮টায় ঘটনার প্রতিবাদে বিএনপি আরও একটি প্রতিবাদ মিছিল বের করে।
উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শিবলি সাদিক বলেন, “আওয়ামী লীগের লিফলেট বিতরণ কর্মসূচির প্রতিবাদে আমরা একটি শান্তিপূর্ণ মিছিল নিয়ে পৌর শহর প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে ফিরছিলাম। এ সময় ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাকর্মী ও দোসরেরা আমাদের মিছিলে ছয়টি ককটেল নিক্ষেপ করে। এতে তিনটি ককটেল বিস্ফোরণ হলেও বাকি তিনটি ককটেল অক্ষত থাকে।”
শিবলি সাদিক আরো বলেন, “এ সময় ককটেলের আঘাতে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাক আহম্মেদ চৌধুরী খোকন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাহাদত হোসেন সাহাজুলসহ পাঁচজন নেতাকর্মী আহত হয়। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সঙ্গে ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাকর্মীসহ দোসরদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। এছাড়াও পরবর্তীকালে নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করে কর্মসূচি জানানো হবে।”
ফুলবাড়ী উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নবিউল ইসলাম বলেন, “এই ঘটনার তীব্র নিন্দা, প্রতিবাদ ও ঘৃণা জানাচ্ছি। একই সঙ্গে ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।”
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম খন্দকার মুহিব্বুল জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। সেখান থেকে অবিস্ফোরিত তিনটি ককটেল উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। দ্রুত সময়ের মধ্যে অপরাধীদের গ্রেপ্তার করা হবে।
ঢাকা/মোসলেম/ইমন
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর র ন ত কর ম ককট ল আওয় ম উপজ ল ঘটন র
এছাড়াও পড়ুন:
ফের আইপিএল থেকে সরে গেলেন ব্রুক, হতে পারেন নিষিদ্ধ
২০২৫ আইপিএল শুরুর আগে বড় ধাক্কা খেল দিল্লি ক্যাপিটালস। টুর্নামেন্ট শুরুর মাত্র ১২ দিন আগে হ্যারি ব্রুক সরে দাঁড়িয়েছেন আসর থেকে। দ্বিতীয় মৌসুমে টানা আইপিএল না খেলার সিদ্ধান্ত নেওয়ায় এবার দু’বছরের নিষেধাজ্ঞার মুখে পড়তে পারেন ইংলিশ এই ব্যাটার।
আইপিএলের নিয়ম অনুযায়ী, নিলামে দল পাওয়ার পর কোনো যৌক্তিক কারণ ছাড়া খেলতে অস্বীকৃতি জানালে খেলোয়াড়কে দুই বছরের নিষেধাজ্ঞা দেওয়া হতে পারে। ফলে ব্রুকের এবারের সিদ্ধান্ত নিয়ে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে।
২০২৪ আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলার কথা ছিল ব্রুকের। নিলামে তাকে ৬ কোটি ২৫ লাখ রুপিতে দলে নেয় ফ্র্যাঞ্চাইজিটি। এর আগের মৌসুমেও পারিবারিক কারণে আইপিএল থেকে নাম প্রত্যাহার করেছিলেন ব্রুক। এবারের সরে দাঁড়ানোর পেছনে জাতীয় দলের প্রস্তুতির কারণ দেখিয়েছেন ২৬ বছর বয়সী ব্যাটার। সম্প্রতি ইংল্যান্ডের চ্যাম্পিয়নস ট্রফিতে ব্যর্থতার পর ওয়ানডে নেতৃত্ব থেকে সরে দাঁড়িয়েছেন জস বাটলার। ধারণা করা হচ্ছে, নতুন অধিনায়ক হিসেবে ব্রুকের ওপরই ভরসা রাখতে পারে ইংল্যান্ড বোর্ড।
এক্স ও ইনস্টাগ্রামে নিজের সিদ্ধান্ত জানিয়ে ব্রুক লিখেছেন, ‘আইপিএল না খেলার সিদ্ধান্ত সহজ ছিল না। আমি দিল্লি ক্যাপিটালস ও ভক্তদের কাছে ক্ষমাপ্রার্থী। তবে দেশের হয়ে খেলা আমার অগ্রাধিকার।’
ব্রুক মনে করছেন, জাতীয় দলের ব্যস্ত সূচির জন্য এই সময়টায় বিশ্রাম জরুরি। আইপিএলের পরিচালনা পর্ষদ তার সিদ্ধান্ত পর্যালোচনা করে আগামী দিনগুলোতে নিষেধাজ্ঞা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে পারে।
প্রসঙ্গত, ২০২৩ মৌসুমে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএলে অভিষেক হয় ব্রুকের। সেবার ১১ ম্যাচে করেছিলেন ১৯০ রান, যার মধ্যে ছিল একটি সেঞ্চুরি।