সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

ঘন কুয়াশায় দুর্ঘটনা এড়াতে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে।

মঙ্গলবার দিবাগত রাত আড়াইটা থেকে নৌদুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

এ বিষয়ে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার রাত ১০টার পর থেকে পদ্মা ও যমুনা নদীর অববাহিকা কুয়াশাচ্ছন্ন হয়ে গেলে এই নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। রাত ১২টার পর থেকে কুয়াশা তীব্র আকার ধারণ করলে চ্যানেলের বিকন বাতি এবং মার্কিং পয়েন্টের কিছুই দেখা যাচ্ছিল না। ফলে দুর্ঘটনা এড়াতে রাত ২টা ৩০ মিনিট থেকে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হয়েছে।

এব্যাপারে বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাটের সহকারী মহাব্যবস্থাপক মো.

সালাহউদ্দিন বলেন, দুর্ঘটনা এড়াতে রাত ২টা ৩০ মিনিট থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। দৌলতদিয়া প্রান্তে ৬টি ফেরি নোঙর করে রাখা হয়েছে। কুয়াশার মাত্রা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হবে।

এনজে

উৎস: SunBD 24

কীওয়ার্ড: দ র ঘটন দ লতদ

এছাড়াও পড়ুন:

ইউপিডিএফের বিরুদ্ধে চবির ৫ শিক্ষার্থী অপহরণের অভিযোগ

রাঙামাটি জেলার বাঘাইছড়িতে বিঝু উৎসব উদযাপন শেষে ক্যাম্পাসে ফেরার পথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পাঁচ শিক্ষার্থীকে অপহরণ করার অভিযোগ উঠেছে। অপহরণকারীরা পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক সশস্ত্র সন্ত্রাসী সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফন্টের (ইউপিডিএফ) নেতাকর্মী বলে জানা গেছে।

বুধবার (১৬ এপ্রিল) বিকাল ৫টায় ভূবন চাকমা নামে চবির এক শিক্ষার্থীর ফেসবুক পোস্ট থেকে বিষয়টি জানা গেছে। পোস্টের পরপরই এ নিয়ে তুমুল আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

অপহৃত শিক্ষার্থীরা হলেন- চারুকলা বিভাগের মৈত্রীময় চাকমা, নাট্যকলা বিভাগের দিব্যি চাকমা, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের রিশন চাকমা, প্রাণীবিদ্যা বিভাগের লংঙি ম্রো এবং চারুকলা বিভাগের অলড্রিন ত্রিপুরা। তারা সবাই বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

আরো পড়ুন:

চবি কর্মচারীদের নির্ধারিত পোশাক পরিধানে বাধ্যবাধকতা

চবিতে নিষিদ্ধ সংগঠনের কর্মীকে জুতার মালা পরিয়ে পুলিশে দিল ছাত্রদল 

চবি শিক্ষার্থী ভূবন চাকমা তার ফেসবুক পোস্টে লেখেন, “বাঘাইছড়িতে বিঝুতে বেড়াতে এসেছিল তারা। মূল বিঝুর দিনে তারা আমার বাড়িতে ছিল। গতকাল (মঙ্গলবার) তারা চট্টগ্রামের টিকেট না পেয়ে বাঘাইছড়ি থেকে খাগড়াছড়ি যায়। কিছুক্ষণ আগে খবর পাই, আজ (বুধবার) সকাল সাড়ে ৬টায় খাগড়াছড়ি থেকে চবি ক্যাম্পাসে ফেরার পথে খাগড়াছড়ির গিরিফুল এলাকা থেকে তাদের অপহরণ করেছে ইউপিডিএফের সন্ত্রাসীরা। সেইসঙ্গে টমটম চালককেও তুলে নিয়ে গেছে।”

তিনি আরো লেখেন, “তাদের অবিলম্বে নিঃশর্ত মুক্তি চাই। ইউপিডিএফের এ নোংরা রাজনীতি কবে বন্ধ হবে?”

ভূবন চাকমার সঙ্গে কথা বলে তার পোস্টের সত্যতা নিশ্চিত করা গেছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তানভীর এমএইস আরিফ বলেন, “অপহৃতদের পক্ষ থেকে এ বিষয়ে কোনো অভিযোগ আমাদের কাছে করা হয়নি। তবে চবির এক শিক্ষার্থীর ফেসবুক পোস্টের মাধ্যমে এ বিষয়ে জানতে পারি। এরপরই আমরা বিষয়টি উপাচার্য স্যারের সঙ্গে কথা বলে প্রশাসনকে জানাই। প্রশাসন থেকে আমাদের জানানো হয়েছে, তাদের উদ্ধারের জন্য সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে।”

খাগড়াছড়ির পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল বলেন, “চবির পাঁচ শিক্ষার্থীসহ ছয়জনকে অপহরণের বিষয়টি কিছুক্ষণ আগে শুনেছি। পাহাড়ের আঞ্চলিক একটি সংগঠন জড়িত থাকতে পারে। আমরা মোবাইল প্রযুক্তি ব্যবহার করে তাদের অবস্থান শনাক্ত করে উদ্ধারের চেষ্টা করছি।”

তবে এ বিষয়ে অভিযুক্ত ইউপিডিএফের কোনো নেতাকর্মীর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

ঢাকা/মিজান/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ