চাঁদাবাজির অভিযোগে তিন শিক্ষার্থীকে আটক করায় রাজধানীর উত্তরা পশ্চিম থানায় হামলা-ভাঙচুর চালিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় নেতাকর্মীরা। এ ঘটনায় উত্তরা পশ্চিম থানার এসআই আবু সাঈদকে প্রত্যাহার করা হয়েছে।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এর আগে তারা উত্তরা পূর্ব থানা ঘেরাও করে বিক্ষোভ করেন। পরে আটক তিন জনকে ছেড়ে দেয় পুলিশ। 

উত্তরা বিভাগের উপ-কমিশনার রওনক জাহান জানান, এ ঘটনায় উত্তরা পশ্চিম থানার এসআই আবু সাঈদকে প্রত্যাহার করা হয়েছে। তদন্ত করে এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, উত্তরা-১৩ নম্বর সেক্টরের গাউসুল আজম অ্যাভিনিউ সড়কের একটি রেস্তোরাঁয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উত্তরা পশ্চিম থানা কমিটি গঠনের লক্ষ্যে বৈঠক ছিল। বৈঠক চলাকালে বিকেল ৫টার দিকে উত্তরা পশ্চিম থানার এসআই আবু সাঈদের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে যায়। তারা একে একে সবার নাম জানতে চান। এর পর ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশের (আইইউবি) ছাত্র আসিফুল হক রবিন, উত্তরা টাউন ডিগ্রি কলেজের আকাশ, গাজীপুর বিএএসটির ছাত্র বাপ্পী খানকে আটক করেন।

ওই সময় তারা জানান, পুলিশের উপ-কমিশনারের নির্দেশে তাদের থানায় নেওয়া হচ্ছে। উত্তরা পূর্ব থানায় তাদের বিরুদ্ধে অভিযোগ আছে। এতে ক্ষিপ্ত হয়ে ওঠেন শিক্ষার্থীরা। তারা বিকেল সাড়ে ৫টার দিকে উত্তরা পূর্ব থানা ঘেরাও করে স্লোগান দেন এবং আটকদের ছেড়ে দেওয়ার দাবি জানান। পরে সন্ধ্যা ৭টার দিকে তারা উত্তরা পশ্চিম থানায় হামলা চালান। এ সময় তারা বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করা হয়। এ সময় আহত হন উত্তরা পশ্চিম থানার এএসআই মহাদেব।

ঢাকা/মাকসুদ/ইভা 

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

রাজধানীর বিভিন্ন এলাকায় ৮ জনকে গণপিটুনি

রাজধানীতে বিভিন্ন এলাকায় চুরি ও ছিনতাইকারী সন্দেহে আটজনকে গণপিটুনি দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আহত অবস্থায় তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে চারজনকে প্রাথমিক চিকিৎসা শেষে থানায় নেওয়া হয়েছে। আজ রোববার সকাল থেকে দুপুরে মধ্যে এসব ঘটনা ঘটেছে।

পুলিশের ভাষ্য, ছিনতাইকারী সন্দেহে যাত্রাবাড়ীর কোনাপাড়া এলাকায় চারজনকে, চকবাজারে দুজনকে, মতিঝিল ও ভাটারায় দুজনকে গণপিটুনি দেওয়া হয়েছে।

যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) ফারজানা আক্তার বলেন, যাত্রাবাড়ীর কোনাবাড়ী এলাকায় দুপুর পৌনে ১২টার দিকে ছিনতাইকারী সন্দেহে চারজনকে স্থানীয় জনগণ পিটুনি দিয়েছে। পরে খবর পেয়ে সেখান থেকে তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে সেখান থেকে তাঁদের থানায় নিয়ে যাওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে ।

যাত্রাবাড়ীতে গণপিটুনিতে আহতরা হলেন নারায়ণগঞ্জ ফতুল্লার বাসিন্দা রফিকুল ইসলাম (৩৬), রবিউল ইসলাম (৪০), রিপন মিয়া (৪২) ও সোহাগ মিয়া (৫৪)।

এদিকে মতিঝিলের এজিবি কলোনি এলাকায় এক নারীর ব্যাগ নিয়ে পালাতে গিয়ে স্থানীয় লোকজনের হাতে ধরা পড়ে তন্ময় (১৭) নামের এক কিশোর। পরে সংবাদ পেয়ে মতিঝিল থানা-পুলিশ তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেয়। এ ছাড়া চকবাজারের বকশীবাজার এলাকায় কাগজের কার্টন চুরির অভিযোগে মো. অপু (১৮) ও মো. আলী (৩২) নামের দুজনকে পিটুনি দিয়েছে স্থানীয় লোকজন।

চকবাজার থানার উপপরিদর্শক (এসআই) জহুরুল ইসলাম বলেন, দুজনকে উদ্ধার করে বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

অন্যদিকে ভাটারা থানার সোলমাইদ এলাকায় আজ সকালে একটি বাসা থেকে মুঠোফোন, মানিব্যাগ ও ল্যাপটপ চুরি করে পালাতে গিয়ে স্থানীয় লোকজনের হাতে ধরা পড়েন মানিক মিয়া (২৩) নামের এক যুবক। এরপর তাঁকে মারধর করা হয়। পরে সংবাদ পেয়ে সেখান থেকে ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) কামরুজ্জামান তাঁকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসেন।

সম্পর্কিত নিবন্ধ

  • রাজধানীতে চোর ও ছিনতাইকারী সন্দেহে ৮ জনকে গণপিটুনি
  • রাজধানীর বিভিন্ন এলাকায় ৮ জনকে গণপিটুনি
  • এক মাদক কারবারির জন্য পুলিশের কত রকম কাণ্ড
  • রাজধানীতে ধর্মীয় অনুভূতিতে আঘাতের মামলায় গ্রেপ্তার ১