গত সোমবার রাত তারকাদের উপস্থিতিতে ঝলমল করছিল নেটফ্লিক্সের প্রাঙ্গণ। নেটফ্লিক্স ইন্ডিয়ার ‘নেক্সট অন নেটফ্লিক্স’ শীর্ষক আয়োজনে ঘোষণা করা হয় চলতি বছরে আসন্ন সিরিজ ও ছবির নাম। আর দেখানো হয় সিরিজ ও ছবির টিজার। এই রাতে একঝুড়ি বিনোদন নিয়ে হাজির ছিল নেটফ্লিক্স। কে ছিলেন না এ অনুষ্ঠানে—জিনাত আমান, শাহরুখ খান, সাইফ আলী খান, আর মাধবন, কপিল শর্মা, সিদ্ধার্থ, জয়দীপ অহলাওয়াত, ভেঙ্কটেশ, রানা দজ্ঞুবাতি, অর্জুন রামপাল, রাজকুমার রাও, পত্রলেখা, সানিয়া মালহোত্রা, ফাতিমা সানা শেখ, ঈশান খট্টর, ইব্রাহিম আলী খান, বাণী কাপুর, শেফালি শাহ, দিব্যেন্দু, ইয়ামি গৌতম, প্রতীক গান্ধী, পুলকিত সম্রাট, কীর্তি সুরেশ, খুশি কাপুরসহ আরও তারকার আগমনে এই রাত হয়ে উঠেছিল বিশেষ।

নেটফ্লিক্স এ বছর আনছে রোমান্স, কমেডি, অ্যাকশন, ড্রামা, থ্রিলার, স্পোর্টসসহ আরও নানান স্বাদের ছবি ও সিরিজ। এ বছর নেটফ্লিক্সের আঙিনায় অভিষেক হতে চলেছে বলিউডের দুই তারকা-পুত্রের। সাইফ আলী খানের ছেলে ইব্রাহিম ‘নাদানিয়াঁ’ ছবির মাধ্যমে অভিনয়জগতে আসতে চলেছেন। করণ জোহর প্রযোজিত এই ছবিতে ইব্রাহিমের সঙ্গে রোমান্সে মাততে দেখা যাবে শ্রীদেবী-কন্যা খুশি কাপুরকে।

নেটফ্লিক্সের রাতকে আরও উষ্ণ করে তুলেছিল ইব্রাহিম ও খুশির জুটি। ‘নাদানিয়াঁ’ ছবির গান ‘ইশক মে’-এর সঙ্গে তাঁদের রোমান্টিক নাচ; সমাগতদের হৃদয় ছুঁয়ে গিয়েছিল।
সব ছাপিয়ে এই আসরের শেষরাত আরও উজ্জ্বল হয়ে উঠেছিল বলিউড সুপারস্টার শাহরুখ খানের আগমনে। শাহরুখ-পুত্র আরিয়ান খানের অভিষেক নিয়ে দীর্ঘদিন ধরে নানা জল্পনাকল্পনা চলছিল। কিং খান নিজে এই রাতে ছেলে আরিয়ানের অভিষেকের আনুষ্ঠানিক ঘোষণা করেছেন। তবে পর্দায় নয়, পর্দার পেছনে দেখা যাবে এই তারকা-পুত্রকে। পরিচালক হিসেবে অভিনয়জগতে আসতে চলেছেন আরিয়ান। ছেলের অভিষেক ঘিরে রীতিমতো উত্তেজিত কিং খান। শুধু পরিচালক হিসেবে নয়, লেখক হিসেবেও আত্মপ্রকাশ করছেন আরিয়ান। নেটফ্লিক্সের এই সিরিজ প্রযোজনা করছেন গৌরী খান। আরিয়ান পরিচালিত সিরিজের নাম ‘দ্য বাডস অব বলিউড’।

শাহরুখ খান।.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: আর য় ন

এছাড়াও পড়ুন:

দু-এক বছরের মধ্যে ১৫ হাজার লোকের কর্মসংস্থান হবে: বিডা চেয়ারম্যান

দেশে আগামী দু-এক বছরের মধ্যে ১৫ হাজার লোকের কর্মসংস্থান সৃষ্টি হবে বলে জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী।

বুধবার (৯ এপ্রিল) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিনিয়োগ সম্মেলনের তৃতীয় দিন শেষে বিনিয়োগ পরিস্থিতির সর্বশেষ পরিস্থিতি তুলে ধরতে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

রাজনৈতিক দলগুলোর মধ্যে কর্মসংস্থান ও বিনিয়োগের বিষয়ে মতপার্থক্য থাকা উচিত নয় জানিয়ে আশিক চৌধুরী বলেন, যে দলই ক্ষমতায় আসুক, বিনিয়োগের স্বার্থগুলো অপরিবর্তিত রাখতে চায় বিডা। সে লক্ষ্যে সব রাজনৈতিক দলকে সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে।

বাংলাদেশে বিনিয়োগে বিদেশিরা আগ্রহ দেখাচ্ছে জানিয়ে তিনি বলেন, ফার্মাসিউটিক্যাল, লাইট ইঞ্জিনিয়ারিং, আইটি খাতে বিনিয়োগে আগ্রহ দেখিয়েছেন সম্মেলনে অংশ নেওয়া বিনিয়োগকারীরা।

বিডার চেয়ারম্যান আরো বলেন, চীনের পোশাক উৎপাদনকারী প্রতিষ্ঠান হান্ডা ইন্ডাস্ট্রিজ লিমিটেড বাংলাদেশে ১৫০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে। তাদের সঙ্গে সমঝোতা স্মারক সই হয়েছে। আগামী এক থেকে দুই বছরের মধ্যে এর মাধ্যমে ১৫ হাজার লোকের কর্মসংস্থান হবে।

এ ছাড়া, মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরের কাছে একটি মুক্ত বাণিজ্য অঞ্চল স্থাপনের আগ্রহ দেখিয়েছে বৈশ্বিক বন্দর পরিচালনাকারী সংস্থা ডিপি ওয়ার্ল্ড। সংস্থাটিকে সার্বিক সহযোগিতা করবে বাংলাদেশ।

প্রসঙ্গত, রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে চলছে বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন-২০২৫। বাংলাদেশ বিনিয়োগ বোর্ডের আয়োজনে চার দিনব্যাপী এ বিনিয়োগ সম্মেলন গত ৭ এপ্রিল শুরু হয়। আজ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আনুষ্ঠানিকভাবে এই সম্মেলন উদ্বোধন ঘোষণা করেন।

সম্মেলনে পাঁচটি খাতকে অগ্রাধিকার ভিত্তিতে তুলে ধরা হচ্ছে। খাতগুলো—নবায়নযোগ্য জ্বালানি, ডিজিটাল ইকোনমি, টেক্সটাইল ও অ্যাপারেল, স্বাস্থ্য ও ফার্মাসিউটিক্যালস এবং কৃষি প্রক্রিয়াজাতকরণ।

ঢাকা/হাসান/এনএইচ

সম্পর্কিত নিবন্ধ