সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

বিশ্বের দূষিত বায়ুর শহরগুলোর মধ্যে আজও বাংলাদেশের রাজধানী ঢাকা শীর্ষে অবস্থান করছে। বিশ্বের ১২৩টি শহরের মধ্যে প্রথমে থাকা ঢাকার বায়ু আজ ‘দুর্যোগপূর্ণ’ অবস্থায় রয়েছে।

বুধবার (৫ ফেব্রুয়ারি) সকাল সোয়া ৮টায় বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এসব তথ্য জানা গেছে।

সূচক অনুযায়ী, দূষণ তালিকার শীর্ষে থাকা ঢাকার স্কোর ৩৩০। অর্থাৎ শহরটির বায়ু আজ ‘দুর্যোগপূর্ণ’। দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকতা। তাদের স্কোর ২৫৭ অর্থাৎ এই শহরের বাতাস আজ ‘খুবই অস্বাস্থ্যকর’। ১৯২ স্কোর নিয়ে তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের রাজধানী লাহোর, অর্থাৎ শহরটির বায়ু আজ ‘অস্বাস্থ্যকর’।

গাছ লাগিয়ে ধুলিদূষণ কমানো সম্ভব, যা পদ্মা সেতু এলাকায় দেখা গেছে

তালিকায় চতুর্থ নম্বরে রয়েছে ভারতের রাজধানী দিল্লি। এই শহরের দূষণ স্কোর ১৮৯ অর্থাৎ এখানকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’ অবস্থায় রয়েছে। এছাড়াও আরও ১১টি শহরের বায়ু আজ ‘অস্বাস্থ্যকর’ অবস্থায় রয়েছে বলে আইকিউএয়ার জানিয়েছে।

আইকিউএয়ার অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

এনজে

.

উৎস: SunBD 24

কীওয়ার্ড: আইক উএয় র ব ব চ ত হয় অবস থ শহর র

এছাড়াও পড়ুন:

মাতারবাড়ী প্রজেক্ট থেকে চুরি হওয়া কোটি টাকার মালামাল উদ্ধার

কক্সবাজার মহেশখালীর মাতারবাড়ী পাওয়ার প্ল্যান্ট প্রজেক্ট থেকে চুরি হওয়া প্রায় এক কোটি টাকার মালামাল উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। বুধবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে নৌবাহিনী দায়িত্বপ্রাপ্ত এলাকায় অভিযান চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সন্ধ্যায় মাতারবাড়ী রাজঘাট দক্ষিণ পাড়ায় নৌকন্টিনজেন্ট অভিযান পরিচালনা করে। এ সময় একটি বাড়িতে তল্লাশি চালিয়ে মাতারবাড়ী পাওয়ার প্ল্যান্ট প্রজেক্ট থেকে বিভিন্ন সময়ে চুরি হওয়া প্রায় এক কোটি টাকা মূল্যের মালামাল উদ্ধার করা হয়।

এতে বলা হয়, মাতারবাড়ী পাওয়ার প্ল্যান্ট প্রজেক্ট মহেশখালী এলাকার একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় স্থাপনা। বিভিন্ন সময় পাওয়ার প্ল্যান্ট প্রজেক্টের মালামাল চুরি হওয়ার অভিযোগে নৌবাহিনী বিশেষ অভিযান চালায়। এ সময় চুরি হওয়া নির্মাণসামগ্রী, অ্যাঙ্গেল বার, বিমবার ও স্ক্র্যাপসহ মালামাল উদ্ধার করা হয়। জব্দ করা মালামাল পুলিশের উপস্থিতিতে কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের করা হয়েছে।

মাতারবাড়ীসহ দেশের সার্বিক আইনশৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি সমুন্নত রাখতে নৌবাহিনীর দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত অভিযান চলমান রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ