বাংলাদেশের আগরতলা মিশনে আজ চালু হচ্ছে ভিসা সেবা
Published: 5th, February 2025 GMT
ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে ভিসা ও কনস্যুলার সেবা শুরু হচ্ছে আজ বুধবার। সহকারী হাইকমিশনের ওয়েবসাইটে বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে ভারতের হিন্দুত্ববাদী সংগঠন হিন্দু সংঘর্ষ সমিতিসহ কয়েকটি সংগঠনের সমর্থকরা গত ডিসেম্বরে সহকারী হাইকমিশন প্রাঙ্গণে ঢুকে হামলা চালিয়েছিল। তারা হাইকমিশনে ভাঙচুর করে এবং জাতীয় পতাকা নামিয়ে ছিঁড়ে ফেলে। এরপর নিরাপত্তাহীনতার কারণে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সহকারী হাইকমিশনের সব ধরনের ভিসা ও কনস্যুলার সেবা কার্যক্রম বন্ধ করা হয়েছিল। ওই হামলার প্রতিবাদে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয় তলবও করে। আগরতলার ঘটনায় বাংলাদেশ তীব্র ক্ষোভ প্রকাশ করে। হাইকমিশনারের হাতে একটি প্রতিবাদপত্রও তুলে দেওয়া হয়েছিল।
এ ঘটনাকে ‘দুঃখজনক’ বলে বর্ণনা করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, বাংলাদেশ সহকারী হাইকমিশন প্রাঙ্গণে ভাঙচুরের ঘটনাটি খুবই দুঃখজনক। কূটনৈতিক ও কনস্যুলার সম্পত্তি কোনো অবস্থাতেই হামলার লক্ষ্যবস্তু করা উচিত নয়। নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন ও ভারতে অবস্থিত বাংলাদেশের ডেপুটি ও সহকারী হাইকমিশনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য সরকার ব্যবস্থা নিচ্ছে।
হামলার ঘটনায় পুলিশের তিন সদস্যকে সাময়িক বরখাস্ত করে ত্রিপুরা রাজ্য পুলিশ। বদলি করা হয় জ্যেষ্ঠ এক পুলিশ কর্মকর্তাকে। ভাঙচুরের অভিযোগে গ্রেপ্তার করা হয় কয়েকজনকে।
হামলা হওয়ার পর ঢাকায় ফিরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগদান করেছিলেন সহকারী হাইকমিশনার আরিফ মোহাম্মদ। গত ৭ জানুয়ারি তিনি নিজ কর্মস্থলে ফিরে যান।
উৎস: Samakal
কীওয়ার্ড: সহক র
এছাড়াও পড়ুন:
ফ্যাসিবাদ বিলুপ্ত হওয়ার আগেই অভ্যুত্থানকারীদের সংঘাত দুঃখজনক: এবি পার্টি
ফ্যাসিবাদ পুরোপুরি বিলুপ্ত হওয়ার আগেই অভ্যুত্থানকারীদের পরস্পর দ্বন্দ্ব–সংঘাত সবাইকে হতাশ করেছে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান (মঞ্জু)। তিনি বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে যাঁরা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছেন, একসঙ্গে কারাগারে কষ্ট ভাগাভাগি করেছেন, ফ্যাসিবাদ পুরোপুরি বিলুপ্ত হওয়ার আগেই সেই অভ্যুত্থানকারীদের পরস্পর দ্বন্দ্ব–সংঘাত সবাইকে হতাশ করেছে, এটা খুবই দুঃখজনক।
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার রঘুনাথপুরে আজ শুক্রবার এবি পার্টির রংপুর বিভাগীয় সম্মেলনে মজিবুর রহমান এ কথা বলেন।
এবি পার্টির চেয়ারম্যান জুলাই গণ–অভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক দলগুলোকে ইস্পাত-দৃঢ় ঐক্য রাখার আহ্বান জানান। সামনের দিনগুলোতে যেকোনো ধরনের ষড়যন্ত্র মোকাবিলায় প্রস্তুত থাকতে দলীয় নেতা–কর্মীদের প্রতি নির্দেশ দেন তিনি।
রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক আবদুল বাছেত মারজানের সভাপতিত্বে এবং সহসাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিকের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল হক সানি।
সম্মেলনে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় সমবায়বিষয়ক সম্পাদক ও রংপুর মহানগরীর আহ্বায়ক আবদুর রউফ, কেন্দ্রীয় ধর্মবিষয়ক সম্পাদক ও দিনাজপুর জেলা আহ্বায়ক মুহা. শহিদুল ইসলাম প্রমুখ।