গাজায় নজিরবিহীন নৃশংসতা চালিয়ে ৬১ হাজারের বেশি মানুষ হত্যা ও এক লাখের বেশি আহত করার পর সম্প্রতি যে যুদ্ধবিরতি চুক্তি হয়েছে, তা সামনের দিকে এগোবে এমনটাই প্রত্যাশা পুরো বিশ্বের। প্রথম ধাপে তিন দফায় বেশ কয়েকজন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেয় হামাস। পাল্টা পদক্ষেপ হিসেবে ইসরায়েল তাদের কারাগারে থাকা হাজার হাজার ফিলিস্তিনি বন্দির মধ্য থেকে কয়েকশ জনকে মুক্তি দেয়।
দ্য গার্ডিয়ান অনলাইন জানায়, মঙ্গলবার পর্যন্ত ৫ লাখ ৪৫ হাজার ফিলিস্তিনি উত্তর গাজায় তাদের বাড়িঘরে ফিরে গেছেন। অধিকাংশ বাড়িঘরই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এ অবস্থায় যুদ্ধবিরতি দ্বিতীয় ধাপে এগোনোর আগে ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। স্থানীয় সময় মঙ্গলবার এ বৈঠক হওয়ার কথা রয়েছে।
গত ২০ জানুয়ারি শপথ নেওয়ার পর কোনো বিদেশি নেতার সঙ্গে এটিই ট্রাম্পের প্রথম বৈঠক। আলজাজিরা জানায়, বৈঠকের আগে ট্রাম্প সাংবাদিকদের বলেন, গাজায় যুদ্ধবিরতি স্থগিত হবে– এমন নিশ্চয়তা তিনি দিতে পারছেন না।
এদিকে গাজা উপত্যকা থেকে আরও ফিলিস্তিনিকে আশ্রয় দেওয়ার জন্য জর্ডান ও মিসরকে যে আহ্বান জানিয়েছেন ট্রাম্প তার বিরোধিতা করে যুক্তরাষ্ট্রকে চিঠি দিয়েছে পাঁচ আরব দেশ। এ দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রী ও একজন জ্যেষ্ঠ ফিলিস্তিনি কর্মকর্তা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও’র কাছে সোমবার এ চিঠি দেন। এতে সই করেন জর্ডান, মিসর, সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীরা। এক্সিয়স জানায়, ট্রাম্পের প্রস্তাবকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যের এ শীর্ষ কূটনীতিকরা সম্প্রতি কায়রোতে বৈঠক করে এ চিঠির বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ইসর য় ল
এছাড়াও পড়ুন:
ওলামা লীগের সদস্যসচিব এখন ওলামা দলের যুগ্ম আহ্বায়ক
ওলামা লীগের ঝালকাঠি জেলার সাবেক সদস্যসচিব কারি মো. নেয়ামত উল্লাহ এবার জাতীয়তাবাদী ওলামা দলের জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক পদ পেয়েছেন। বৃহস্পতিবার কেন্দ্র থেকে ২৫ সদস্যের এ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।
নেয়ামত উল্লাহ ঝালকাঠির কাঁঠালিয়ায় উপজেলার আমুয়া নতুন বন্দরের ব্যবসায়ী। তিনি পাটিখালঘাটা ইউনিয়নের বাসিন্দা।
জেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা সাইদুর রহমান জানান, জেলা কমিটি গঠনের আগে উপজেলার নেতাদের সঙ্গে বৈঠক করা হয়েছে। তাদের মতামত ও সুপারিশে নামের চূড়ান্ত তালিকা কেন্দ্রে পাঠানো হয়েছে। কেন্দ্র সেই কমিটি অনুমোদন দিয়েছে। নেয়ামত উল্লাহর নাম কমিটিতে কিভাবে ঢুকল বুঝতে পারছি না। তাকে এ কমিটি থেকে বাদ দেওয়ার চেষ্টা চলছে।
জেলা-উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের একাধিক নেতাকর্মীর অভিযোগ, আগে আওয়ামী লীগ করতেন এমন অনেকেই এখন বিএনপি সহযোগী সংগঠনগুলোতে ভিড়ছেন। প্রেক্ষাপট পরিবর্তেনর পর ছদ্মবেশে দলে অবস্থান নিয়েছেন। কেউ কেউ সামাজিক কার্যক্রমের মাধ্যমে নিজেদের অস্তিত্ব জানান দিচ্ছেন। অথচ দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কঠোর নির্দেশ আছে অনুপ্রবেশ ঠেকাতে। স্থানীয় নেতারা তাদের ভূমিকা সঠিকভাবে পালন না করায় তা ঠেকানো যাচ্ছে না। এটা দলের জন্য অশুভ।
জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট মিজানুর রহমান মুবীন জানান, দলে কোনো অনুপ্রবেশকারীর স্থান হবে না। অভিযোগ পেলে তদন্ত করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।