অ্যাডভোকেট এমএসএ মনিরকে সভাপতি এবং অ্যাডভোকেট কাজী মামুনকে সাধারণ সম্পাদক করে বসুন্ধরা শুভসংঘ’র নারায়ণগঞ্জ জেলার ৩৫ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (৩ ফেব্রুয়ারি) বসুন্ধরা শুভসংঘ’র পরিচালক জাকারিয়া জামান এর সই করা এক বিজ্ঞপ্তির মাধ্যমে এক বছরের জন্য এই কমিটির অনুমোদন দেওয়া হয়।

এতে উপদেষ্টা হিসেবে রয়েছেন রাশেদুল ইসলাম রাজু, শরীফ সুমন, মোবাশ্বির শ্রাবণ, মাহফুজুর রহমান পারভেজ, অ্যাডভোকেট আব্দুল মান্নান ও ডা.

ফারুক হোসেন। সিনিয়র সহ-সভাপতি পদে শ্রী রঞ্জিত কুমার মন্ডল, সহ-সভাপতি পদে প্রদীপ কুমার দাস, কামরুল হোসেন, আশরাফুল ইসলাম, আকরামুজ্জামান, কামাল হোসেন কালিম, ইঞ্জিনিয়ার মাহবুবুল ইসলাম জুয়েল রয়েছেন।

যুগ্ম সাধারণ সম্পাদক পদে দ্বীপ বাপ্পী, জাবেদ কায়সার মিশু, এরশাদুজ্জামান ইমন, সাংগঠনিক সম্পাদক পদে মো: মেহেদী মনজুর বকুল, প্রচার সম্পাদক পদে রাসেল চৌধুরী, সমাজসেবা সম্পাদক পদে রাজু আহমেদ, সাংস্কৃতিক সম্পাদক এসএম রাসেল, তথ্য বিষয়ক সম্পাদক ফয়সাল হোসেন, প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে আকাশ ডোনার, সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পদে কবি আল মনির, ক্রীড়া সম্পাদক পদে আরিফুল ইসলাম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে মনজুর আহমেদ আকাশ, ধর্ম বিষয়ক সম্পাদক পদে আলীনুর শরিফ শামিম, দপ্তর সম্পাদক পদে সৌয়াবুল ইসলাম নয়ন, শিশু বিষয়ক সম্পাদক পদে সেনাদ্দুজামান রাব্বি, আপ্যায়ন সম্পাদক পদে মো. শাহজাহান, সহ-আপ্যায়ন সম্পাদক পদে মো. রাকিব রয়েছেন। 

এছাড়া কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন লিটন চন্দ্র পাল, ইঞ্জিনিয়ার আমির হোসেন, ইরান আহম্মেদ, অ্যাডভোকেট দেলোয়ার হোসেন, অ্যাডভোকেট আবুল বাশার রাসেল, উচ্ছ্বাস রায়, হাবিবুর রহমান মুন্না, মো.আব্দুল্লাহ (অপু) এবং আমিনুল ইসলাম জাবেদ।
 

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ল ইসল ম

এছাড়াও পড়ুন:

বন্দরে র‌্যাব পরিচয়ে প্রবাসীদের সর্বস্ব লুট, ডাকাত বশির গ্রেপ্তার

নারায়ণগঞ্জের বন্দরে ভুয়া র‌্যাব পরিচয়ে প্রবাসীদের সর্বস্ব লুটের ঘটনায় কুখ্যাত ডাকাত মো. বশির আহমেদ (৫২) গ্রেপ্তার হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-১১, সিপিএসসি’র কোম্পানি কমান্ডার মো. ইশতিয়াক হোসাইন।  

সোমবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব কমান্ডার মো. ইশতিয়াক হোসাইন জানান, গত ১৪ জানুয়ারি ভোরে কুমিল্লার বুড়িচং থানার আরাগ আনন্দপুর গ্রামের প্রবাসী আবু হানিফ (৩৫) ও ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার বিষ্ণুপুর গ্রামের প্রবাসী রাজিব ভূঁইয়া (৩৫) দুবাই থেকে দেশে ফেরেন।

ডলার ভাঙানোর পর দুপুরে এশিয়া লাইন বাসে করে কুমিল্লার উদ্দেশে রওনা হলে বন্দর থানাধীন কেওডালা এলাকায় একটি সাদা রঙের হাইয়েস গাড়ি বাসের গতিরোধ করে।

র‌্যাবের কটি পরিহিত ৩/৪ জন ব্যক্তি বাসে উঠে নিজেদের র‌্যাব সদস্য পরিচয় দিয়ে প্রবাসীদের বিরুদ্ধে মামলা থাকার কথা জানায়। এরপর জোরপূর্বক তাদের হাত-পা ও চোখ বেঁধে হাইয়েস গাড়িতে তুলে মারধর করে এবং নগদ ২১, লাখ ৩৫ হাজার টাকা, ব্রিটিশ ও অস্ট্রেলিয়ান পাউন্ড, মোবাইল ফোন, পাসপোর্টসহ মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেয়।  

এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়া এবং সংবাদমাধ্যমে ভাইরাল হলে বিষয়টি নিয়ে র‌্যাব-১১ ছায়া তদন্ত শুরু করে। তদন্তের ভিত্তিতে বাগেরহাট জেলার মোংলা থানাধীন মোংলা গ্রাম থেকে কুখ্যাত ডাকাত মো. বশির আহমেদকে র‌্যাব-১১ ও র‌্যাব-৬ এর যৌথ অভিযানে গ্রেফতার করা হয়।  

র‌্যাবরে এই কর্মকর্তা আরও জানান, বশির আহমেদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানায় ভুয়া র‌্যাব পরিচয়ে দস্যুতার মামলা, ঢাকার কেরানীগঞ্জ মডেল থানায় ডাকাতির দুটি মামলা, ডিএমপির শাহজাহানপুর থানায় অস্ত্র ও ডাকাতির প্রস্তুতির মামলা, ঝালকাঠি সদর থানায় ডাকাতির মামলা এবং দাউদকান্দি থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রয়েছে।

গ্রেপ্তার ডাকাত বশির আহমেদকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য নারায়ণগঞ্জ জেলার বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।  
 

সম্পর্কিত নিবন্ধ

  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা (তালিকা)
  • সিদ্ধিরগঞ্জে স্বামীর গোপনাঙ্গ কর্তন করল স্ত্রী
  • সোনারগাঁয়ে মেঘনায় কারা চাঁদাবাজি করে আমরা জানি : ইমতিয়াজ বকুল
  • কেন্দ্রীয় যুবদলের সভাপতি-সেক্রেটারির সঙ্গে মহানগর যুবদলের সাক্ষাৎ
  • মামুন মাহমুদকে জেলা বিএনপির আহ্বায়ক ঘোষণা করায় ১নং ওয়ার্ডে আনন্দ মিছিল  
  • বন্দরে লিফলেট বিতরণ করায় স্বেচ্ছাসেবক লীগ নেতা সহ আটক ২ 
  • অধ্যাপক মামুন মাহমুদকে গাজী মনিরের ফুলেল শুভেচ্ছা
  • অধ্যাপক মামুন মাহমুদকে সাবেক ছাত্রদল নেতা খোকনের ফুলেল শুভেচ্ছা
  • বন্দরে র‌্যাব পরিচয়ে প্রবাসীদের সর্বস্ব লুট, ডাকাত বশির গ্রেপ্তার