বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মামুন মাহমুদকে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক নির্বাচিত করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছে সিদ্ধিরগঞ্জ ২নং ওয়ার্ড বিএনপি ও অঙগসংগঠনের নেতাকর্মীরা।

মঙ্গলবার ( ৪ ফেব্রুয়ারি ) বিকেলে ২নং ওয়ার্ড এই আনন্দ মিছিল বের করা হয়। এতে সিদ্ধিরগঞ্জ ২নং ওয়ার্ড বিএনপির বিএনপি ও অঙগসংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

সিদ্ধিরগঞ্জ ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক মোক্তার হোসেনের নেতৃত্বে আন্দন মিছিলে আরো উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ ২নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি রাজা মিয়া, স্বেচ্ছাসেবক দলনেতা নুর নবী, রবিউল ইসলাম বাবু, পাপ্পু, টুটুল, যুবদল নেতা রাশেদুল ইসলাম রাব্বি, আরিফুল হক জিমি, রাজা মিয়া, নুরুদ্দিন সাগর প্রমূখ।
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ব এনপ ন র য়ণগঞ জ

এছাড়াও পড়ুন:

ঝিনাইদহে দোকানিকে পিটিয়ে হত্যার অভিযোগ

ঝিনাইদহে পাওনা টাকা চাওয়ায় মোহাম্মদ আলী (৬৫) এক দোকানিকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৫ এপ্রিল) সকালে সদর উপজেলার বাদপুকুরিয়া গ্রামে হত্যাকাণ্ডটি ঘটে। 

নিহত মোহাম্মদ আলী (৬৫) বাদপুকুরিয়া গ্রামের বাসিন্দা ছিলেন।

আরো পড়ুন:

বাবা-ছেলেকে কুপিয়ে হত্যা, ৮২ জনের বিরুদ্ধে মামলা

কচুয়ায় বাড়ি থেকে ডেকে নিয়ে যুবলীগ নেতাকে হত্যা

এলাকাবাসী জানান, বাদপুকুরিয়া গ্রামের মোহাম্মদ আলীর মুদি দোকান থেকে বাকিতে পণ্য নিতেন একই গ্রামের আসাদুল ইসলাম। আজ সকালে পার্শ্ববর্তী ত্রিমোহনী বাজারে যাওয়ার সময় আসাদুলের কাছে পাওনা টাকা চান মোহাম্মদ আলী। এসময় আসাদুল মোহাম্মদ আলীর ওপর চড়াও হন। দুইজনের মধ্যে হাতাহাতি শুরু হয়। এক পর্যায়ে আসাদুল ও তার পরিবারের লোকজন মোহাম্মদ আলীকে মারধর করেন। গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে মোহাম্মদ আলী মারা যান।

ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, ‍হত্যাকাণ্ডের খবর পেয়ে অভিযুক্ত আসাদুল, তার বাবা আসকর আলীসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

ঢাকা/শাহরিয়ার/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ