রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পবিত্র কুরআন শরীফে অগ্নিসংযোগের ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সালেহ্ হাসান নকীব বিষয়টি নিশ্চিত করেছেন। তবে দোষীর নাম-পরিচয় এবং কোন থানায় আছে এ সম্পর্কে কিছু জানা যায়নি।

উপাচার্য ফেসবুক লেখেন, “পবিত্র কুরআন শরীফে অগ্নিসংযোগ ঘটনার মূল সন্দেহভাজন এখন পুলিশ কাস্টোডিতে। আলহামদুলিল্লাহ। আমরা যথাসময়ে বিস্তারিত জানাতে পারব। আমাদের তদন্ত কমিটি অসাধারণ কাজ করেছে।”

তিনি আরো লেখেন, “অসংখ্য ধন্যবাদ আমাদের বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থীদের, যাদের সহযোগিতা ছাড়া ঘটনা ঘটার ৪৮ ঘণ্টার ভেতর আমাদের তদন্ত কমিটি সন্দেহভাজন সনাক্ত করতে পারত না। অসংখ্য ধন্যবাদ পুলিশ এবং গোয়েন্দা সংস্থাগুলোকে যারা তাদের দায়িত্ব পালন করেছে।"

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে এ পোস্টের দোষীর পরিচয় প্রকাশ না করায় চলছে নানা আলোচনা সমালোচনা। দোষী নাম পরিচয় জানতে চাচ্ছেন সাধারণ শিক্ষার্থীরা।

এ বিষয়ে উপাচার্য বলেন, “যতটুকু বলা সম্ভব তা জানিয়েছি। এ মুহূর্তে আর বলার কিছু নেই। এগুলো আমাদের হাতে নেই।”

গত ১২ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের ১১টি আবাসিক হলে কে বা কারা পবিত্র কোরআন শরীফে অগ্নিসংযোগ করেছিল। এ বিষয়ে সেদিনই নয় সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে প্রশাসন।

ঢাকা/ফাহিম/মেহেদী

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

জলবায়ু পরিবর্তন সমস্যার সঙ্গে প্লাস্টিকও সম্পর্কিত: পরিবেশ উপদেষ্টা

সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

জলবায়ু পরিবর্তন সমস্যার সঙ্গে প্লাস্টিকও সম্পর্কিত বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

বুধবার (৫ ফেব্রুয়ারি) রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

রিজওয়ানা হাসান বলেন, প্লাস্টিক ব্যাগের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। একইসঙ্গে সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহারে নিরুৎসাহিত করা হয়েছে।

তিনি বলেন, যে সব প্লাস্টিক ব্যাগ এরইমধ্যে বানানো হয়েছে, সেগুলো নিয়ে আমাদের ভাবতে হবে। আমরা ব্যবসায়ীদের সঙ্গে কথা বলবো।

পরিবেশ উপদেষ্টা আরও বলেন, ফিনল্যান্ড সরকারের সঙ্গে কথা হয়েছে। তারা আমাদের প্লাস্টিক ব্যবহার কমানোর বিষয়ে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে।

এম জি

সম্পর্কিত নিবন্ধ