তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তোলপাড় হয়ে গেছে রাজশাহী কলেজ। শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে দুই ছাত্রীকে আটকে রাখা হয়েছিল প্রায় দুই ঘণ্টা।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুর থেকে তাদের আটকে রাখা হয়। রাজশাহী কলেজের শিক্ষার্থীরা তাদের শাস্তির দাবিতে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। পরে পুলিশ গিয়ে এক ছাত্রীকে উদ্ধার করে। পরিস্থিতি শান্ত হওয়ার পর অন্যজনকে বাবার জিম্মায় ছাড়ে কলেজ কর্তৃপক্ষ।

এই দুই শিক্ষার্থী সম্পর্কে বোন। এদের মধ্যে ছোট বোন রাজশাহী কলেজের দ্বাদশের শিক্ষার্থী। 

আরো পড়ুন:

ঢাকা থেকে নিখোঁজ কিশোরী সুবা নওগাঁয় উদ্ধার 

রেস্টুরেন্টে খেতে গিয়ে বখাটের হেনস্তা, বাউফলে শিক্ষার্থীর আত্মহত্যা

রাজশাহী কলেজের অধ্যক্ষ মো.

যহুর আলী জানান, তার কলেজের দ্বাদশ শ্রেণির এক ছাত্রীর সঙ্গে একাদশ শ্রেণির এক ছাত্রের বন্ধুত্ব আছে। সম্প্রতি একাদশ শ্রেণির শিক্ষার্থীদের শিক্ষাসফর হয়। গাড়িতে ছেলেটি নাকি তার সহপাঠীদের সঙ্গে নাচানাচি করে। এতে ক্ষুব্ধ হয় দ্বাদশ শ্রেণির ওই ছাত্রী। সে তার বড় বোন এবং বহিরাগত এক ছেলেকে নিয়ে একাদশ শ্রেণিতে যায় এবং শিক্ষার্থীদের অপমানজনক কথা বলে। এর ফলে ক্ষুব্ধ হয়ে ওঠে সাধারণ শিক্ষার্থীরা।

অধ্যক্ষ বলেন, ‍“খবর পেয়ে আমি কলেজ পুলিশ বক্সের পুলিশ সদস্যদের ওই দুই বোনকে আমার কার্যালয়ে আনতে বলি। তাদের আনা হলে বড় বোনটি আমার সঙ্গে উচ্চবাচ্য করে। এতে কলেজের সাধারণ শিক্ষার্থীরা আরো ক্ষুব্ধ হয়ে ওঠেন। শিক্ষার্থীরা তাদের শাস্তির দাবি জানাতে থাকেন।”

তিনি আরো বলেন, “একপর্যায়ে আমরা দুই বোনের মাকে ডেকে পাঠাই। তিনি এসে বলেন যে, তার বড় মেয়ের মানসিক সমস্যা আছে। এটা জানার পরই আমরা তাদের সঙ্গে মানবিক আচরণ শুরু করি। কয়েকবার শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা করি, যেন তারা তাদের নিরাপদে চলে যেতে দেয়। এভাবে চারবার বের করার চেষ্টা করেও আমরা প্রতিবার ব্যর্থ হয়েছি। পরে আমরা থানা-পুলিশকে ডাকি। পুলিশ এসে মা ও তার বড় মেয়েকে নিয়ে যায়। গাড়িতে তোলার সময় তাদের ওপর আক্রমণের চেষ্টা হয়। এ সময় ধাক্কাধাক্কিতে পড়ে আমাদের কয়েকজন শিক্ষক আঘাত পান। মা-মেয়েকে পুলিশের সঙ্গে পাঠানোর পর পরিস্থিতি যখন শান্ত হয়, তখন বাবাকে ডেকে আমরা আমাদের কলেজের শিক্ষার্থীকে হস্তান্তর করি। এখন পরিস্থিতি স্বাভাবিক।”

অধ্যক্ষ বলেন, ‍“বিন্দু থেকে সিন্ধু ঘটে গেছে। তবে বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি, এটাই স্বস্তি। আমাদের সিনিয়র শিক্ষার্থীরা এ ব্যাপারে খুব সহযোগিতা করেছেন। আমরা মা ও বড় মেয়েটিকে পুলিশের কাছে তুলে দিলেও তাদের ব্যাপারে কোনো অভিযোগ করিনি। পুলিশ ছেড়ে দেবে তাদের।”

রাজশাহী নগরের বোয়ালিয়া থানার ওসি মেহেদী মাসুদ বলেন, “দুপুরের দিকে খবর পেয়ে আমরা মা-মেয়েকে থানায় আনি। আমরা যে মেয়েটাকে এনেছিলাম, তার নামে অনেক অভিযোগ। তাই তার একটা মুচলেকা নেওয়া হয়েছে। এরপর বিকেলে মা-মেয়েকে ছেড়ে দেওয়া হয়েছে।”

ঢাকা/কেয়া/মাসুদ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর দশ শ র ণ র কল জ র

এছাড়াও পড়ুন:

ছাত্র-জনতার অভ্যুত্থানে নিহত রাজিবের সংসার চলছে বাবার ভিক্ষার চাল ও টাকায়

‘আমার ছেলে নিজে গুলি খাইয়া মরছে, আমাগোও মাইরা গেছে। এহন আমাগো সংসার চলব ক্যামনে? ভিক্ষার চাউল-টেকায় কি আর সংসার চলে?’ আক্ষেপের সুরে কথাগুলো বলছিলেন গত জুলাইয়ে ছাত্র-জনতার অভ্যুত্থানে নিহত আরিফ হোসেন ওরফে রাজিবের (২৬) মা রহিমা বেগম।

পরিবারটির দাবি, বর্তমানে দরিদ্র পরিবারটির সংসার চলছে রাজিবের বাবার ভিক্ষার চাল ও টাকায়। খেয়ে না খেয়ে মানবেতর দিন কাটাচ্ছে তারা।

গত ২০ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলার সময় গাজীপুর বোর্ডবাজার এলাকায় নিজের কর্মস্থল তথা একটি ভাঙারি দোকানে যাওয়ার পথে পুলিশের গুলিতে রাজিব নিহত হন। গত ২১ জুলাই মতলব উত্তরের রাঢ়িকান্দি কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়। এ ঘটনায় রাজিবের বাবা বাদী হয়ে ক্ষমতাচ্যুত ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আরও কয়েকজনের বিরুদ্ধে গাজীপুরের গাছা থানায় একটি হত্যা মামলা করেন।

গাজীপুর বোর্ডবাজার এলাকায় ওই ভাঙারি দোকানে শ্রমিকের কাজ করতেন রাজিব। সেখানেই এক ভাড়া বাসায় স্ত্রী ও এক ছেলেকে নিয়ে থাকতেন। তবে পরিবারের অন্য সদস্যদের বসবাস চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার টরকী এওয়াজ গ্রামে। দুই ভাই ও চার বোনের মধ্যে রাজিব ছিলেন সবার বড়। মা–বাবা, স্ত্রী, এক সন্তান, ছোট এক ভাই ও এক বোন নিয়ে এখন তাঁদের ছয় সদস্যের পরিবার। পরিবারের একমাত্র উপার্জনকারী সদস্য ছিলেন রাজিব।

স্ত্রীর সঙ্গে আরিফ হোসেন ওরফে রাজিব

সম্পর্কিত নিবন্ধ