লিফলেট বিতরণ করায় আ.লীগ নেতাকে বেঁধে পুলিশে সোপর্দ
Published: 4th, February 2025 GMT
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় সরকার বিরোধী লিফলেট বিতরণসহ ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ায় আওয়ামী লীগ নেতাকে বেঁধে রাখে স্থানীয় জনতা। পরে তাকে পুলিশের হাতে তুলে দেয়। মঙ্গলবার নান্দাইল উপজেলায় এ ঘটনা ঘটে।
আওয়ামী লীগ নেতার নাম ফজলুল হক সরকার (৫৫)। তিনি উপজেলার আচারগাঁও ইউনিয়নের আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক।
মঙ্গলবার ময়মনসিংহের নান্দাইল সদর বাজার থেকে তাকে ধরে একটি বৈদ্যুতিক পিলারে বেঁধে রাখে স্থানীয় জনতা। পরে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থল থেকে তাঁকে নিয়ে আসে। সোমবার রাতে উপজেলার আচারগাঁও ইউনিয়নের আবালধনী বাজারে আওয়ামী লীগ ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে ফজলুল হক সরকার লিফলেট বিতরণ করেছিলেন বলে জানায় স্থানীয়রা।
নান্দাইল মডেল থানার ওসি ফরিদ আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, জনতা আওয়ামী লীগের ওই নেতাকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: আওয় ম ল গ আটক আওয় ম উপজ ল
এছাড়াও পড়ুন:
পালিয়ে যাওয়া সাবেক প্যানেল মেয়র ডন আবারও গ্রেপ্তার
ময়মনসিংহ সিটি করপোরেশনের সাবেক ১নং প্যানেল মেয়র ও ৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আসিফ হোসেন ডনকে আবারও গ্রেপ্তার করেছে ময়মনসিংহ গোয়েন্দা পুলিশ।
রোববার দুপুরে নগরীর পাটগুদাম এলাকায় জেলা গোয়েন্দা পুলিশ ও কোতোয়ালি মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, আসিফ হোসেন ডন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রেদোয়ান আহমেদ সাগরকে হত্যা ও বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুর মামলার আসামি। গত বছরের ৫ আগস্টের পর থেকেই তিনি পলাতক ছিলেন। পরে তার অবস্থান জানতে পেরে গত ২৫ অক্টোবর রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উত্তরার আজমপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে ডনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এরপর গত ২৫ ডিসেম্বর আদালত তাকে জামিন দিলে তিনি আবারও পালিয়ে যান।
পুলিশের এই কর্মকর্তা বলেন, ডনের অবস্থান নিশ্চিত হয়ে রোববার গোপন সংবাদের ভিত্তিতে পাটগুদাম এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।