হোসিয়ারী সমিতি নির্বাচনে বদু’র প্যানেল বিজয়ী
Published: 4th, February 2025 GMT
শিল্পনগরী নারায়ণগঞ্জের হোসিয়ারী সেক্টরের সবচেয়ে প্রেস্ট্রিজিয়াস নির্বাচনে নয়ামাটি, উকিলপাড়াসহ হোসিয়ারী এলাকার জনপ্রিয় নেতা আলহাজ্ব বদিউজ্জামান বদু’র প্যানেল বিজয়ী হয়েছেন।
বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশন পরিচালনা পর্ষদ ২০২৫-২৭ নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। নয়ামাটি, দেওভোগ, টানবাজার ও উকিলপাড়াসহ পুরো হোসিয়ারী এলাকায় আনন্দের জোয়ার বয়ে যাচ্ছে।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) মধ্যরাতে ১৮ টি পদের জন্য ৩৬ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর রেজাল্ট ঘোষণা করে নির্বাচন কমিশন। নির্বাচনে হোসিয়ারী মালিক ঐক্যজোট প্যানেল থেকে ১৮জন, স্বতন্ত্র হোসিয়ারী মালিক ঐক্য ফোরাম থেকে ১৪ এবং স্বতন্ত্র থেকে ৪জন প্রতিদ্বন্দ্বীতা করেছেন।
নির্বাচনে এসোসিয়েট গ্রুপ থেকে ৬জন নির্বাচিত হয়েছেন। হোসিয়ারী মালিক ঐক্যজোটের প্যানেল থেকে সাইফুল ইসলাম হিরু শেখ (নিউ শেখ হোসিয়ারী) ৮৬২ ভোট, সাঈদ আহমেদ স্বপন (সেহেলী হোসিয়ারী এন্ড গার্মেঃ) ৭১৯ ভোট, আলহাজ্ব মো.
এছাড়া স্বতন্ত্র প্রতিদ্বন্দ্বীতা করে নির্বাচিত হয়েছে আবদুস সোবহান তালুকদার (আদর হোসিয়ারী) ৫৭৫ ভোট, মো. বিল্লাল হোসেন (সেভেন স্টার হোসিয়ারী) ৪৯৫ ভোট পেয়ে।
এদিকে জেনারেল গ্রুপে ১২ জন নির্বাচিত হয়েছে। হোসিয়ারী মালিক ঐক্যজোট প্যানেল থেকে আলহাজ্ব বদিউজ্জামান বদু (বদিউজ্জামান টেক্সটাইল) ৮৯৩ ভোট, মোঃ আবদুল হাই (নিউ বৃষ্টি টেক্সটাইল) ৮২৭ ভোট,মোঃ মিজানুর রহমান (সায়মন হোসিয়ারী) ৮০৫ ভোট, মোঃ পারভেজ মল্লিক (নিউ লিপি হোসিয়ারী এন্ড গার্মেন্টস)৭৮৭ ভোট, আবদুস সবুর খান (সাকলাইন টেক্সটাইল) ৭৮৩ ভোট, হাজী মোঃ শাহীন হোসেন (শাহীন ট্রেডার্স) ৭৫১ ভোট, মোঃ আতাউর রহমান (গনি হোসিয়ারী এন্ড গার্মেন্টস) ৭২৭ ভোট,আলহাজ্ব মোঃ মনির হোসেন (নিউ মনির হোসিয়ারী) ৭২০ ভোট,মোঃ দুলাল মল্লিক (আদর ট্রেডার্স) ৬৯০ ভোট, মোঃ মাসুদুর রহমান (আবীর ফ্যাশন) ৬০৫ ভোট ও বৈদ্যনাথ পোদ্দার (নিউ দূরস্থ হোসিয়ারী) ৫৭২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এছাড়া স্বতন্ত্র হোসিয়ারী মালিক ঐক্য ফোরাম থেকে ফতেহ মোহাম্মদ রেজা (ফতেহ হোসিয়ারী) ৬৭০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
এ বিষয়ে হোসিয়ারী এসোসিয়েশন নির্বাচন কমিশনের সভাপতি, জাসাস জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম আহ্বায়ক আনিসুল ইসলাম সানি বলেছেন, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ একটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কোনরকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই আনন্দঘন পরিবেশে ভোটাররা ভোট প্রদান করেন। নির্বাচনে এসোসিয়েট গ্রুপ থেকে ৬জন ও জেনারেল গ্রুপ থেকে ১২ জন প্রার্থী নির্বাচিত হয়েছেন। রাতেই নির্বাচন কমিশন নির্বাচনে ভোটের প্রাথমিক ফলাফল ঘোষনা করেন।
এর আগে, উৎসবমুখর পরিবেশে সোমবার সকাল ৯ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে নারায়ণগঞ্জ ক্লাবের নির্মাণাধীন ভবনে, বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশন পরিচালনা পর্ষদ নির্বাচন ২০২৫-২৭ ভোট কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে মোট ১ হাজার ১৫৯ জন ভোটারদের মধ্যে ভোট পড়েছে ১ হাজার ১১৩ টি।
নির্বাচন কমিশনের তথ্য মনে ৯৬.০৩ শতাংশ ভোট কাস্ট হয়েছে। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশন পরিচালনা পর্ষদ নির্বাচন ২০২৫-২৭। সোমবার সকাল ৯ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে নারায়ণগঞ্জ ক্লাবের নির্মাণাধীন ভবনে ভোট কার্যক্রম পরিচালনা হয়।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ন র ব চ ত হয় ছ ন স বতন ত র আলহ জ ব
এছাড়াও পড়ুন:
নারায়ণগঞ্জ জেলা কারাগারের সামনের পুকুরে কিশোরের লাশ
নারায়ণগঞ্জে জেলা কারাগারের সামনের পুকুর থেকে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুর ১২টার দিকে মরদেহটি উদ্ধার হয়।
ফতুল্লা মডেল থানার ওসি শরীফুল ইসলাম বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই কিশোর মাদরাসার শিক্ষার্থী হতে পারে। পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে।”
পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাশে অবস্থিত জেলা কারাগার। এই কারাগারের সামনের পুকুরে এক কিশোরের মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশকে জানান। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল মর্গে পাঠায়।
আরো পড়ুন:
যুবককে হত্যার পর হাসপাতালে রেখে গেল দুর্বৃত্তরা
মেহেরপুরে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ওয়াসিম বলেন, “মারা যাওয়া কিশোরের বয়স আনুমানিক ১৪ থেকে ১৫ বছর। তার পরনে ছিল সাদা রঙের পায়জামা। মুখের এক পাশে আঘাতের চিহ্ন রয়েছে। নাক দিয়ে রক্ত বের হতে দেখা গেছে এবং গাল ফোলা ছিল।”
ফতুল্লা মডেল থানার ওসি শরীফুল ইসলাম বলেন, “ময়নাতদন্তের রিপোর্ট পেলে কিশোরের মৃত্যুর প্রকৃত কারণ জানতে পারব। তার পরিচয় শনাক্ত করতে পুলিশের পাশাপাশি জেলার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন সংস্থা কাজ করছে।”
তিনি আরো বলেন, “পুকুরটি জেলা কারাগারের সামনে হলেও কোনো নিরাপত্তা ব্যবস্থা নেই। ফলে পুকুরটিতে দিনে রাতে যখন তখন বহিরাগত নারী-পুরুষ ও শিশু-কিশোররা গোসল করেন।”
নারায়ণগঞ্জ জেলা কারাগারের সুপার মোহাম্মদ ফোরকান ওয়াহিদ বলেন, “পুকুরটি কারাগারের সামনে হলেও এটি সড়ক বিভাগের স্থানে হওয়ায় আমরা নিরাপত্তার ব্যবস্থা করতে পারছি না। আজকের ঘটনার পর পুকুরটির নিরাপত্তার জন্য আমরা সংশ্লিষ্ট বিভাগে চিঠি দিয়েছি।”
ঢাকা/অনিক/মাসুদ