কারাগারে সাবেক মন্ত্রী নুরুজ্জামান
Published: 4th, February 2025 GMT
রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে মাহামুদুল হাসান মুন্না হত্যা মামলায় পাঁচ দিনের রিমান্ড শেষে সাবেক সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহামেদকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
মঙ্গলবার (৪ জানুয়ারি) বিকেলে রংপুর মুখ্য মহানগর আদালত-৩ এর বিচারক দেবী রানী চৌধুরী আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এসময় আদালতে নুরুজ্জামানের পক্ষের আইনজীবী জামিনের আবেদন করেন। আবেদনটি নামঞ্জুর করেন বিচারক।
আসামি পক্ষের আইনজীবী শাহেদ কামাল ইবনে খতিব বলেন, “আসামির বয়স বিবেচনায় আমরা আদালতের কাছে তার জামিনের আবেদন জানাই। তবে আদালত তা নামঞ্জুর করে তাকে (নুরুজ্জামন) কারাগারে পাঠানোর আদেশ দেন।”
আরো পড়ুন:
সিরাজগঞ্জের সাবেক এমপি আজিজ কারাগারে
রিমান্ড শেষে কারাগারে সাবেক রেলমন্ত্রী সুজন
গত ৩০ জানুয়ারি রাত ৯ টার দিকে নগরীর সেন্ট্রাল রোডের পোস্ট অফিস গলির ভাগ্নের বাসা থেকে থেকে সাবেক এই মন্ত্রীকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরদিন আদালতে তোলা হলে তদন্তকারী কর্মকর্তা আসামির ১৫ দিনের রিমান্ড আবেদন করেন। আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
ঢাকা/আমিরুল/মাসুদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর আওয় ম ল গ মন ত র
এছাড়াও পড়ুন:
রিমান্ড শুনানি শেষে সাবেক রেলমন্ত্রী সুজন আবার কারাগারে
তিনদিনের রিমান্ড শুনানি শেষে সাবেক রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
সোমবার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাহিদ হাসান রিমান্ড শুনানি শেষে পঞ্চগড়-২ আসনের সাবেক সংসদ সদস্য সুজনকে আবারও কারাগারে পাঠানোর আদেশ দেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিখোঁজ ইজিবাইক চালক আল আমিনকে গুম ও হত্যার অভিযোগের মামলায় বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
শনিবার বিকেলে তাকে রিমান্ডের জন্য পঞ্চগড় সদর থানায় নেওয়া হয়। রিমান্ড শেষে সোমবার দুপুরে তাকে আদালতে হাজির করে সদর থানা পুলিশ।
পঞ্চগড় জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর ইয়াছিনুল হক দুলাল বলেন, আজকে যেহেতু আসামি পক্ষের কোনো আইনজীবী জামিনের আবেদন করেননি এজন্য আমরাও কোনো বিরোধিতা করিনি। পরে আদালত তাকে জেলহাজতে প্রেরণ করেন।
আসামি পক্ষের আইনজীবী মির্জা সারোয়ার হোসেন বলেন, তিন দিনের রিমান্ড শেষে সাবেক রেলমন্ত্রী সুস্থ আছেন বলে আদালতকে জানিয়েছেন। আমরাও দেখেছি তিনি সুস্থ আছেন। কাল মঙ্গলবার আদালতে তার জামিন আবেদন করা হবে।
পঞ্চগড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে গত ৪ আগস্ট থেকে নিখোঁজ হন আল আমিন নামে এক ইজিবাইক চালক। এ ঘটনায় আল আমিনের বাবা মনু মিয়া গত ১০ নভেম্বর সাবেক রেলমন্ত্রী সুজনসহ ১৯ জনকে আসামি করে হত্যা ও গুমের মামলা দায়ের করেন। এ মামলায় আরও ১৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।