রাজধানীর তুরাগে উবার চালকের যোগসাজশে ইতালির নাগরিককে জিম্মি করে ছিনতাইয়ের মামলায় দুজনকে কারাগারে পাঠানো হয়েছে। তারা হলেন—খোরশেদ আলম ও শাহিন মিয়া।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) তুরাগ থানা পুলিশ ওই দুজনকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজ্জামান তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত রোববার ভোরে তানিয়া মোহাম্মদ শেখ নূর ইতালি থেকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন। তিনি বিমানবন্দরের সামনে থেকে একটি উবার সার্ভিসের মোটরসাইকেল নিয়ে উত্তরা-পশ্চিম থানাধীন ১৯ নম্বর সেক্টরের প্রবাসী হোস্টেলে যাওয়ার উদ্দেশে রওনা করেন। মোটরসাইকেলের চালক তানিয়াকে হোস্টেলে না নিয়ে তুরাগ ১৫ নম্বর সেক্টরের এক নম্বর মেট্রোরেল স্টেশনের পাশে নিয়ে ভয় দেখিয়ে পাসপোর্ট, মোবাইল ফোন, নগদ অর্থ ছিনিয়ে নিয়ে চলে যান। এ ঘটনায় তানিয়া তুরাগ থানায় মামলা করেন। এ মামলায় খোরশেদ আলম ও শাহিন মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ।

ঢাকা/মামুন/রফিক

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

গুগল ম্যাপসে আসছে লাইভ আপডেটস, যে সুবিধা পাওয়া যাবে

অ্যান্ড্রয়েড ১৬ অপারেটিং সিস্টেম ব্যবহারকারীদের জন্য লাইভ আপডেটস নামের নতুন সুবিধা চালু করতে যাচ্ছে গুগল। নতুন এ সুবিধা কাজে লাগিয়ে অ্যান্ড্রয়েড ১৬ ব্যবহারকারীরা গুগল ম্যাপস থেকেই নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর সম্ভাব্য সময় দেখতে পারবেন। এরই মধ্যে অ্যান্ড্রয়েড ১৬ বেটা ২.১ সংস্করণ ব্যবহারকারীরা পরীক্ষামূলকভাবে সুবিধাটি পরখ করতে পারছেন।

আরও পড়ুনগুগল ম্যাপসে নিজের অবস্থানের তথ্য অন্যকে জানাবেন যেভাবে০২ জানুয়ারি ২০২৪

গুগলের তথ্যমতে, লাইভ আপডেটস সুবিধা চালু হলে ব্যবহারকারীরা গুগল ম্যাপসের বিভিন্ন কাজ করা অবস্থাতেও নোটিফিকেশনের মাধ্যমে গন্তব্যে পৌঁছানোর সম্ভাব্য সময় সম্পর্কে জানতে পারবেন। অ্যাপলের লাইভ অ্যাকটিভিটিজ সুবিধা কাজে লাগিয়ে আইফোনের লকস্ক্রিন ও ডাইনামিক আইল্যান্ডে রিয়েল-টাইম তথ্য দেখা যায়। লাইভ আপডেটস সুবিধাও অ্যাপলের লাইভ অ্যাকটিভিটিজের মতো গন্তব্য পৌঁছানোর সম্ভাব্য সময় জানাবে।

আরও পড়ুনগুগল ম্যাপসে গন্তব্যের মানচিত্র প্রিন্ট করবেন যেভাবে২৬ অক্টোবর ২০২৩

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড অথরিটির এক প্রতিবেদনে বলা হয়েছে, গুগল ম্যাপসে লাইভ ইনফো নামের একটি অপশন পরীক্ষামূলকভাবে যুক্ত করা হয়েছে। এটি চালু থাকলে স্ট্যাটাস বার ও লকস্ক্রিনের সর্বশেষ হালনাগাদ তথ্য দেখা যাবে। বর্তমানে অলওয়েজ-অন ডিসপ্লে অপশনে গুগল ম্যাপসের নোটিফিকেশন কার্যক্রম সীমিত পরিসরে দেখা যাচ্ছে।

অ্যান্ড্রয়েড ১৬ অপারেটিং সিস্টেমের সঙ্গে বিল্টইনভাবে গুগল ম্যাপসের লাইভ আপডেটস সুবিধা ব্যবহার করা যাবে। অ্যান্ড্রয়েড ১৬ অপারেটিং সিস্টেমটি আগামী জুন মাসে উন্মুক্ত করা হতে পারে বলে জানিয়েছে গুগল। তাই ধারণা করা হচ্ছে, লাইভ আপডেটসের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি গুগল ম্যাপসে আরও নতুন সুবিধা যুক্ত করতে পারে গুগল।

সূত্র: দ্য ভার্জ

সম্পর্কিত নিবন্ধ