ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় বিয়ের করতে যাওয়ার সময় বরের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এতে বরপক্ষের ৪ গুলিবিদ্ধ হয়েছেন। তাদের ঢাকায় পাঠানো হয়েছে। এছাড়াও আরও দুজন হামলার ঘটনায় আহত হয়েছেন। গতকাল সোমবার রাতে উপজেলার বড়িকান্দি গ্রামের অলি মিয়ার বাড়িতে এ হামলা চালায় মনাক মিয়া ও তার বাহিনী।

এ ঘটনায় রাতে আহত অলি মিয়ার স্ত্রী সেলিনা বেগম মনাকসহ আটজনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয়ে আরও ১০-১২ জনকে আসামি করে নবীনগর থানায় মামলা করেছেন। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অপারেশন) ওবায়দুর রহমান, নবীনগর থানার ওসি আবদুর রাজ্জাক ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
 
গুলিবিদ্ধরা হলেন- অলি মিয়া (৫০), তার বড় ভাই খলিল মিয়া (৬০), ছোট ছেলে আসিফ মিয়া (১৬) ও ভাগনে নাছির মিয়া (২০)।

পুলিশ ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, বড়িকান্দি গ্রামে অলি মিয়ার ছেলে ইমরান মিয়ার বিয়ে উপলক্ষে বাড়িতে আত্মীয়-স্বজনরা একে একে আসছিলেন। এমন সময় নূরজাহানপুর গ্রামের মনাক মিয়ার নেতৃত্বে তার বাহিনী সেখানে হামলা চালায়। মনাক বাহিনীর গুলিতে আহত হন ৪ জন।

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য আজিজুল হক বলেন, ‘হামলার বিষয়টি শুনেছি। গুলিবিদ্ধ অলি মিয়াসহ চারজনকে  ঢাকায় পাঠানো হয়।’

জেলার অতিরিক্ত পুলিশ সুপার ওবায়দুর রহমান জানান, ‘হামলার পর অলি মিয়ার বাড়িতে পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন পুরোপুরি শান্ত।’

নবীনগর থানার ওসি আবদুর রাজ্জাক বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। মনাকের বিরুদ্ধে মাদক, চুরি, ডাকাতি, হত্যাসহ বহু মামলা রয়েছে। ঘটনার পর তাকে ধরতে অভিযান চালিয়েছ পুলিশ। তাকে দ্রুত গ্রেপ্তার করা হবে।

.