দীর্ঘ ১৫ বছর পর উৎসবমূখর পরিবেশে বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশন পরিচালনা পর্ষদ নির্বাচন ২০২৫-২০২৭ অনুষ্ঠিত হয়েছে। গত ১৫ বছর ওসমান পরিবারের দখলে ছিল এই এসোসিয়েশন। ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। 
নির্বাচনে ১৮টি পদের জন্য ৩৬ জন প্রার্থী প্রতিদ্বন্বীতা করেন। সোমবার (৩ ফেব্রুয়ারী) সকাল ৯ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে নারায়ণগঞ্জ ক্লাবের নির্মাণাধীন ভবনে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। পরে গননা শেষে রাত সাড়ে তিনটায় ভোটের ফলাফল প্রকাশ করে নির্বাচন কমিশন।
নির্বাচনে এসোসিয়েট গ্রুপ থেকে সাইফুল ইসলাম হিরু (নিউ শেখ হোসিয়ারী) ৮৬২ ভোট, সাঈদ আহমেদ স্বপন (সেহেলী হোসিয়ারী এন্ড গার্মেঃ) ৭১৯ ভোট, আলহাজ্ব মোঃ নাছির শেখ (নাছির হোসিয়ারী) ৭০২ ভোট,আবদুস সোবহান তালুকদার (আদর হোসিয়ারী) ৫৭৫ ভোট, নাছিম আহমেদ (গাজী হোসিয়ারী) ৪৯৮ ভোট, মোঃ বিল্লাল হোসেন (সেভেন স্টার হোসিয়ারী) ৪৯৫ ভোট পেয়েছে।


এদিকে জেনারেল গ্রুপে ১২ জন নির্বাচিতরা হলেন, আলহাজ্ব বদিউজ্জামান বদু (বদিউজ্জামান টেক্সটাইল) ৮৯৩ ভোট, মোঃ আবদুল হাই (নিউ বৃষ্টি টেক্সটাইল) ৮২৭ ভোট,মোঃ মিজানুর রহমান (সায়মন হোসিয়ারী) ৮০৫ ভোট, মোঃ পারভেজ মল্লিক (নিউ লিপি হোসিয়ারী এন্ড গার্মেন্টস) ৭৮৭ ভোট, আবদুস সবুর খান (সাকলাইন টেক্সটাইল) ৭৮৩ ভোট, হাজী মোঃ শাহীন হোসেন (শাহীন ট্রেডার্স) ৭৫১ ভোট মোঃ আতাউর রহমান (গনি হোসিয়ারী এন্ড গার্মেন্টস) ৭২৭ ভোট,আলহাজ্ব মোঃ মনির হোসেন (নিউ মনির হোসিয়ারী) ৭২০ ভোট,মোঃ দুলাল মল্লিক (আদর ট্রেডার্স) ৬৯০ ভোট, ফতেহ মোহাম্মদ রেজা (ফতেহ হোসিয়ারী) ৬৭০ ভোট, মোঃ মাসুদুর রহমান (আবীর ফ্যাশন) ৬০৫ ভোট,বৈদ্যনাথ পোদ্দার (নিউ দূরস্থ হোসিয়ারী) ৫৭২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। 


নির্বাচনে মোট ১ হাজার ১৫৯ জন ভোটারদের মধ্যে ভোট পড়েছে ১ হাজার ১১৩ টি। ভোটার উপস্থিতি ছিলো ৯৬.

০৩ শতাংশ। নির্বাচন কমিশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন জাসাস জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম আহ্বায়ক আনিসুল ইসলাম সানি। 


এ বিষয়ে আনিসুল ইসলাম সানি বলেন, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ একটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কোনরকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই আনন্দঘন পরিবেশে ভোটাররা ভোট প্রদান করেন। নির্বাচনে এসোসিয়েট গ্রুপ থেকে ৬জন ও জেনারেল গ্রুপ থেকে ১২ জন প্রার্থী নির্বাচিত হয়েছেন। রাতেই নির্বাচন কমিশন নির্বাচনে ভোটের প্রাথমিক ফলাফল ঘোষনা করেন। 
 

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ এস স য় ত হয় ছ

এছাড়াও পড়ুন:

কোটির ঘরে ‘কন্যা’, কৃতজ্ঞ ফারিয়া

ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘জ্বীন-৩’। সিনেমাটি মুক্তির আগেই ‘কন্যা’ শিরোনামের গানটি শ্রোতামহলে ব্যাপক সাড়া ফেলে। এরই মধ্যে ইউটিউবে গানটির কোটি ভিউ ছাড়িয়েছে।

জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে ‘জ্বীন-৩’ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন আব্দুন নূর সজল ও নুসরাত ফারিয়া। ‘কন্যা’ গানের ভিউ কোটি ছাড়ানোর পর দর্শক-শ্রোতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নুসরাত ফারিয়া।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে নুসরাত ফারিয়া লেখেন, “কোটির ঘরে কন্যা। এত এত ভালোবাসা দেওয়ার জন্য সকলের কাছে কৃতজ্ঞ।”

আরো পড়ুন:

মধ্যরাতে স্ট্যাটাস ভাইরাল, বিব্রত ফারিয়া

ফের একসঙ্গে জায়েদ-ফারিয়া 

‘কন্যা’ গানে কণ্ঠ দিয়েছেন ইমরান মাহমুদুল ও দিলশাদ নাহার কণা। গানটির কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। সুর ও সংগীতায়োজন করেছেন ইমরান।

উল্লেখ্য, গত ১৭ মার্চ ইউটিউবে মুক্তি পায় ‘কন্যা’ গান। বৃহস্পতিবার (১০ এপ্রিল) পর্যন্ত ১ কোটি ৫ লাখের বেশি ভিউ হয়েছে।

ঢাকা/রাহাত/শান্ত

সম্পর্কিত নিবন্ধ