কোচ পিটার বাটলারকে অপসারণের দাবিতে বিদ্রোহ করছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের বেশ কয়েকজন সদস্য। তাদের মধ্যে অন্যতম মাতসুশিমা সুমাইয়া দাবি করছেন তাকে ধর্ষণ ও হত্যার হুমকি দেওয়া হচ্ছে।

মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারি, ২০২৫) নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে এক স্ট্যাটাসে এসব দাবি করেন জাতীয় দলের ফরোয়ার্ড মাতসুশিমা। এই সাফজয়ী কন্যা জানান তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন এবং এই ট্রমা কিভাবে কাটিয়ে উঠবেন জানেন না।

“আমরা যে পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছি, সেই পরিস্থিতি সম্পর্কে আমার এবং সতীর্থদের জন্য ইংরেজিতে একটি চিঠি লেখার ন্যূনতম সামর্থ্য আমার আছে। কয়েক দিন ধরে আমি অসংখ্যবার মৃত্যু ও ধর্ষণের হুমকি পেয়েছি। হুমকিতে ব্যবহৃত শব্দগুলো আমাকে এমনভাবে ভেঙে দিয়েছে, যা আমি কল্পনাও করিনি।”

আরো পড়ুন:

চারে ফিরলো চেলসি

জোড়া গোলে ৭০০ জয়ের মাইলফলক ছুঁলেন রোনালদো, মেসি কোথায়?

‘‘আমি জানি না, এই মানসিক বিপর্যস্ত অবস্থা কাটিয়ে উঠতে আমার কত সময় লাগবে। তবে এটা বলতে চাই, শুধু তাদের স্বপ্ন অনুসরণ করার জন্য আর কাউকে যেন এর মধ্য দিয়ে যেতে না হয়।’’

বাটলারের অপসারণ দাবিতে মেয়েরা বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) বরাবর একটি চিঠি দেয়। ইংরেজিতে লেখা সেই চিঠি লেখেন সুমাইয়া। 

ফুটবলার হওয়ার আগে নিজের পরিবার সঙ্গে সংগ্রমের কথাও বলেন এই ফুটবলার, “ফুটবল খেলার জন্য আমি আমার মা–বাবার সঙ্গে লড়াই করেছি, শুধু এই বিশ্বাসে যে আমার দেশ আমার পাশে দাঁড়াবে। কিন্তু বাস্তবতা ভিন্ন। সত্যিকার অর্থে কেউই একজন ক্রীড়াবিদের মানসিক স্বাস্থ্য নিয়ে চিন্তা করে না।”

২০২৪ সাফ পর্যন্ত তার ফুটবল যাত্রা সুন্দর ছিল বলে জানান সুমাইয়া, “ইংরেজি মাধ্যমের শিক্ষার্থী হিসেবে আন্তঃস্কুল প্রতিযোগিতা থেকে শুরু করে মালদ্বীপে লিগ খেলা এবং বাংলাদেশের হয়ে ২০২৪ সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ জেতা পর্যন্ত যাত্রাটা আমার কাছে অম্লমধুর ছিল।”

এদিকে সুমাইয়াকে ধর্ষণ ও হত্যার হুমকির বিষয়ে বাফুফে কোনো ব্যাবস্থা নিচ্ছে কি না জানতে সাধারণ সম্পাদক ইমরান হোসেনকে ফোন দিলেও পাওয়া যায়নি। হোয়াটসঅ্যাপে বার্তা দিলেও এই কর্তা দেননি সাড়া।

ঢাকা/রিয়াদ/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ফ টবল ফ টবল

এছাড়াও পড়ুন:

অগ্রযাত্রায় জলবায়ু সংগঠন ‘রিনিউ আর্থ’

জলবায়ু পরিবর্তন নিয়ে কাজ করার তীব্র ইচ্ছা থেকে ২০২৩ সালের মার্চ মাসে কুষ্টিয়ার স্বপ্নবাজ তরুণ মো. প্রত্যয় বিন শাফী শুরু করেন ‘রিনিউ আর্থ’ নামের সংগঠন। জেলার নদীভাঙন সমস্যা থেকেই এই উদ্যোগের সূত্রপাত। কুষ্টিয়ার একমাত্র যুব সংগঠন হিসেবে শুরু থেকেই জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও তরুণদের সচেতনতা বাড়াতে কাজ করছে সংগঠনটি। প্রাথমিক পর্যায়ে নানান বাধা বিপত্তির সম্মুখীন হয় ‘রিনিউ আর্থ’। সংগঠনের তরুণদের প্রশিক্ষণে ‘ব্রাইটার্স সোসাইটি অব বাংলাদেশ’ ও ‘ভলান্টিয়ার অপরচুনিটিজ’ সংগঠনটির পাশে দাঁড়ায়। তাদের বিভিন্ন প্রশিক্ষণ ও ইভেন্টে যুক্ত হতে থাকে ‘রিনিউ আর্থ’, যার ফলে সংগঠনটি ধীরে ধীরে জলবায়ু অঙ্গনে পরিচিতি লাভ করে। ২০২৪ সালে সংগঠনটির কার্যক্রম কুষ্টিয়ার গণ্ডি পেরিয়ে রাজশাহী ও ঝিনাইদহ জেলায় সম্প্রসারিত হয়। ২০২৪ সালে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবসে প্রতিষ্ঠাতা শাফী দেশের শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবকের পুরস্কার অর্জন করেন।
২০২৪ সালের ২০ ডিসেম্বর ‘রিনিউ আর্থ’ কুষ্টিয়ায় প্রথমবারের মতো জলবায়ুবিষয়ক প্রশিক্ষণ আয়োজন করে। নতুন বছরের শুরুতেই ‘তারুণ্যের উৎসব’-এ অংশগ্রহণের মাধ্যমে সংগঠনটি জলবায়ু পরিবর্তন বিষয়ে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে। একই সময়ে কার্বন নিঃসরণ প্রতিরোধে ৩০০-এর অধিক তরুণকে একত্র করে শহরজুড়ে সাইকেল র‍্যালির আয়োজন করে, যা ব্যাপক প্রশংসিত হয়। বর্তমানে কুষ্টিয়া, ঢাকা ও রাজশাহীতে শতাধিক সক্রিয় স্বেচ্ছাসেবককে নিয়ে সংগঠনটির
কার্যক্রম পরিচালিত হচ্ছে।
সংগঠনটির কার্যক্রম সম্পর্কে জানতে চাইলে প্রত্যয় বিন শাফী বলেন, ‘জলবায়ু পরিবর্তন শুধু উপকূলীয় এলাকার মানুষের সমস্যা না, বরং দেশের প্রতিটি অঞ্চলের জন্য গুরুত্বপূর্ণ ইস্যু। প্রতিটি জেলার তরুণদের উচিত স্থানীয় জলবায়ু সমস্যা চিহ্নিত করে নীতিনির্ধারকদের সামনে তুলে ধরা, কারণ তরুণরাই বিশ্ব দরবারে নিজেদের সমস্যাগুলো কার্যকরভাবে উপস্থাপন করতে পারে। আমরা সেই পথেই হাঁটছি।’u

সম্পর্কিত নিবন্ধ

  • কিশোরদের আজান শেখালেন তিনি
  • আরো ২ মামলায় ইনু গ্রেপ্তার  
  • পাইওনিয়ার ইন্স্যুরেন্সের ২৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা
  • আন্তর্জাতিক এই স্বীকৃতি পেতে পারেন আপনিও
  • অগ্রযাত্রায় জলবায়ু সংগঠন ‘রিনিউ আর্থ’
  • বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যাসহ একাধিক মামলার আসামি ফারুক গ্রেপ্তার
  • বড় ভাইদের কারণে সিলিকন ভ্যালিতে নারীর প্রতি বৈষম্য বাড়ছে না তো
  • সবচেয়ে বেশি আয় করা ১০ নারী ক্রীড়াবিদ কারা
  • ফেব্রুয়ারিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৫৭৮: রোড সেফটি ফাউন্ডেশন
  • ইয়েমেন উপকূলে নৌকা ডুবে ১৮০ অভিবাসী নিখোঁজ