শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থেকে সমাজ ও দেশ থেকে মাদক নির্মূলে ভূমিকা রাখতে হবে। পাশাপাশি শিক্ষকদের প্রতি আজীবন সম্মান প্রদর্শন করা এবং ভালো ফলাফল অর্জনের জন্য চেষ্টা চালিয়ে যেতে হবে। সফলতা একদিন আসবেই।

ফরিদপুরের মধুখালী উপজেলার শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ফরিদপুর জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্যা।

মঙ্গলবার বিকেলে মধুখালী উপজেলা স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু রাসেল-এর সভাপতিত্বে প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।

এ সময় শিক্ষার্থীদের উদ্দেশে জেলা প্রশাসক আরও বলেন, অভিভাবক ও সকলের সঙ্গে ভালো ব্যবহার করে ভালোবাসা অর্জন করতে হবে। সুনাগরিক ও দেশপ্রেমিক হয়ে গড়ে উঠতে হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার বিষ্ণুপদ ঘোষাল ,মধুখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.

এরফানুর রহমান, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তন্ময় ইসলাম,মধুখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম নুরুজ্জামান। এছাড়া উপজেলা পরিষদের সকল দপ্তরের প্রধানগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উপজেলার ৫৬টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এই দুই দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা শিক্ষার্থীদের খেলাধুলায় উদ্বুদ্ধ করার পাশাপাশি তাদের মানসিক ও শারীরিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।

উৎস: Samakal

কীওয়ার্ড: উপজ ল

এছাড়াও পড়ুন:

আর্জেন্টিনা থেকে এলো ৫০ হাজার ২০০ টন গম

আর্জেন্টিনা থেকে আমদানি করা ৫০ হাজার ২০০ টন গম দেশে এসে পৌঁছেছে। 

আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে আর্জেন্টিনা থেকে আমদানি করা এ গম নিয়ে এমভি এলপিডা জিআর জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।

বুধবার (৫ ফেব্রুয়ারি) খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তি তথ্য জানানো হয়।

৫০ হাজার ২০০ টন গমের মধ্যে ৩০ হাজার ১২০ মেট্রিক টন চট্টগ্রাম বন্দরে এবং ২০ হাজার ৮০ মেট্রিক টন মোংলা বন্দরে খালাস করা হবে। এরইমধ্যে চট্টগ্রাম বন্দরে গম  খালাসের কার্যক্রম শুরু  হয়েছে।

ঢাকা/এএএম/ইভা 

সম্পর্কিত নিবন্ধ