নায়ক বিদেশে, প্রেক্ষাগৃহে আসছে ‘দায়মুক্তি’
Published: 4th, February 2025 GMT
বৃদ্ধাশ্রমের গল্প উপজীব্য করে সরকারি অনুদানে নির্মিত হয়েছে ‘দায়মুক্তি’ সিনেমা। এটি পরিচালনা করেছেন বাণিজ্যিক সিনেমার সফল নির্মাতা বদিউল আলম খোকন। আগামী ৭ ফেব্রুয়ারি দেশব্যাপী সিনেমাটি মুক্তি পাবে বলে জানিয়েছেন প্রযোজক মো. জসিম উদ্দিন।
মুক্তি উপলক্ষে গতকাল (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন প্রযোজক মো.
সংবাদ সম্মেলনে হাজির হতে না হতেই ভাইয়ের মৃত্যুর খবর পেয়ে গ্রামের বাড়িতে ছুটে যান পরিচালক বদিউল আলম খোকন। উপস্থিত না হতে পারলেও লিখিত বক্তব্যে তিনি বলেন, “বৃদ্ধাশ্রমের গল্প নিয়ে গড়ে উঠেছে ‘দায়মুক্তি’ সিনেমার কাহিনি। এতে উঠে এসেছে সমাজের সমসাময়িক একটি পরিচিত গল্প। মূলধারার বাণিজ্যিক সিনেমার বাইরে সেভাবে বলতে গেলে ‘দায়মুক্তি’ আমার প্রথম গল্পভিত্তিক সিনেমা। অনেকটা দায়বদ্ধতার জায়গা থেকে কাজটি করছি। নতুন প্রজন্মসহ সকল শ্রেণির দর্শকদের সিনেমাটি দেখা উচিত।”
আরো পড়ুন:
উধাও পপির দেখা মিলল, সঙ্গে স্বামী-সন্তান
বাপ্পারাজের ‘হেনা’ নাঈমের ঘরে
সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাইমন সাদিক, সুস্মী রহমান, সামিয়া নাহি, আবুল হায়াত, দিলারা জামান, সম্পা নিজাম, সুব্রত, সূচরিতা প্রমুখ।
রাইসা ফিল্ম প্রোডাকশনের ব্যানারে নির্মিত সিনেমাটির কাহিনি ও সংলাপ রচনা করেছেন কমল সরকার। মনিরুজ্জামান মনির ও কবির বকুলের লেখা দুটো গান রয়েছে। জাহিদ নিরব এবং আলী আকরাম শুভর সংগীতে গান দুটিতে কণ্ঠ দিয়েছেন মনির খান, কোনাল ও সাব্বির নাসির।
ঢাকা/রাহাত/শান্ত
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর চলচ চ ত র
এছাড়াও পড়ুন:
দুই হত্যা মামলায় গ্রেপ্তার ছাত্রলীগ নেতার বাবা
গাজীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাছির মোড়লের বাবা শফিক মোড়লকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় দুটি হত্যা মামলায় তিনি এজাহারভুক্ত আসামি। শুক্রবার দুপুরে জেলার শ্রীপুর উপজেলার তেলিহাটী ইউনিয়নের টেপিরবাড়ি গ্রামের মাদবরবাড়ি মোড় থেকে গ্রেপ্তার করা হয় শফিক মোড়লকে।
এদিকে বাবা গ্রেপ্তারের পর আত্মগোপনে থাকা ছাত্রলীগ নেতা নাছির মোড়ল ফেসবুকে স্ট্যাটাস দেন। এতে তিনি লিখেন, ‘বাবা ক্ষমা করে দিও, আমার জন্য আজ তোমাকে জেলে যেতে হলো, সন্তান হিসেবে তোমার পাশে থাকতে পারলাম না।’
শ্রীপুর থানার ওসি জয়নাল আবেদীন মণ্ডল বলেন, ৫ আগস্ট ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনে ইমতিসারুল হক ও কবির হোসেন নামে দু’জন শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় পৃথক দুটি মামলা হয়। দুটি মামলায়ই শফিক মোড়ল এজাহারভুক্ত আসামি। মামলা হওয়ার পর থেকেই আত্মগোপনে ছিলেন তিনি। শুক্রবার তিনি নিজ গ্রামে ফেরেন। এলাকাবাসীর কাছ থেকে সংবাদ পেয়ে শফিক মোড়লকে গ্রেপ্তার করা হয়।