রাজশাহীর পুঠিয়া উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মৌসুমী রহমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগ চেয়ে লিফলেট বিতরণ করেন। পরে লিফলেট বিতরণের ছবি দেন ফেসবুকে। এ ঘটনায় তাকে গ্রেপ্তার করতে বাসায় অভিযান চালায় পুলিশ। কিন্তু মৌসুমীকে না পেয়ে তার ‘স্বামী' ওহিদুর রহমানকে (৫০) গ্রেপ্তারের অভিযোগ উঠেছে। 

তবে পুলিশ বলছে, স্ত্রীকে না পেয়ে স্বামীকে আটকের কথা সঠিক নয়। 

সোমবার সন্ধ্যার পর মৌসুমী রহমান বর্তমান সরকারের পদত্যাগ দাবি করে লিফলেট বিতরণ করেন। তার লিফলেট বিতরণের ছবি আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজেও শেয়ার করা হয়। এ ঘটনার পর তার বাসায় অভিযান চালায় পুলিশ। স্থানীয়রা জনান, তাকে না পেয়ে স্বামী ওহিদুর রহমানকে গ্রেপ্তার করে পুঠিয়া থানা-পুলিশ। 

এ বিষয়ে পুঠিয়া থানার ওসি কবির হোসেন বলেন, ৫ আগস্টের পর একটি নাশকতার মামলায় অভিযুক্ত ওহিদুর জড়িত ছিল। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। স্ত্রীকে না পেয়ে স্বামীকে আটকের কথা সঠিক নয়। 

এসব বিষয়ে জানতে মৌসুমী রহমানের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার দুটি ফোন বন্ধ পাওয়া যায়।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: আওয় ম ল গ ড ইউন স পদত য গ রহম ন

এছাড়াও পড়ুন:

ডিএনসিসির নতুন প্রশাসক মোহাম্মদ এজাজ

সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

রিভার অ্যান্ড ডেল্টা রিসার্চ সেন্টারের চেয়ারম্যান মোহাম্মদ এজাজকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে স্থানীয় সরকার বিভাগের উপসচিব মাহবুবা আইরিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে জানানো হয়, ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ এর ধারা ২৫ক এর উপধারা (১) প্রয়োগ করে মোহাম্মদ এজাজকে ১ বছরের জন্য ঢাকা উত্তর সিটি করপোরেশনের পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হলো।

এতে আরও বলা হয়, নিয়োগকৃত প্রশাসক ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ এর ধারা ২৫ক এর উপধারা (৩) অনুযায়ী মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। তিনি বিধি মোতাবেক মাসিক সম্মানি ভাতা ও অন্যান্য ভাতাদি প্রাপ্য হবেন।

বিএইচ

সম্পর্কিত নিবন্ধ