ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় গরু পাচারের অভিযোগে চার বাংলাদেশিকে আটক করেছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। 

মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিএসএফ জানায়, ভারত-বাংলাদেশের সোনা মসজিদ-মাহাদিপুর সীমান্তের কাছে গরু পাচারের সময় মঙ্গলবার ভোরে গ্রামবাসীদের সহযোগিতায় ওই চার বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিএসএফের ৮৮ ব্যাটালিয়নের জওয়ানরা। 

বিএসএফ জানায়, পশ্চিমবঙ্গের মালদা জেলার হাবিবপুর থানা এলাকায় ইটাঘাটি বিএসএফ ক্যাম্পের ডিউটিতে থাকা জওয়ানরা দেখেন ভোরবেলা ঘন কুয়াশার মধ্যে কিছু মানুষ সীমান্ত পার করে ভারতে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা করছে। জওয়ানরা সতর্ক অবস্থায় সীমান্তের দিকে এগিয়ে গেলে পাচারকারীরা উপায়ান্তর না দেখে পালানোর চেষ্টা করে। পরে গ্রামবাসীদের সহায়তায় তাদের আটক করা হয়। 

আটকের পর চারজনকে মঙ্গলবার মালদার হাবিবপুর থানা পুলিশের হাতে তুলে দেয় বিএসএফ। 

পুলিশ জানায়, আটক সবাই বাংলাদেশের নাগরিক। অবৈধ পশু পাচারের উদ্দেশে ভারতে প্রবেশ করার চেষ্টা করছিল তারা। 
 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: আটক ব এসএফ

এছাড়াও পড়ুন:

বিএসএফের হাতে আটক ৪ বাংলাদেশি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রোকনপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের অভিযোগে ৪ বাংলাদেশিকে বিএসএফ আটক করেছে বলে অভিযোগ উঠেছে। সোমবার (৩ ফেব্রুয়ারি) ভোর পৌনে ৪টার দিকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- জেলার গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের মহবুল আলমের ছেলে মুকুল, মোশাররফ হোসেনের ছেলে আলিস, ইসহাক আলীর ছেলে দুরুল হুদা ও মতিউর রহমান ওরফে মতি মিয়ার ছেলে বাবু।

আটক মুকুলের শ্বশুর আনারুল ইসলাম বলেন, ‘‘ভোররাতে মেয়ের জামাইসহ ৪ জন ভারতে অনুপ্রবেশ করে। এ সময় বিএসএফ সদস্যরা তাদের আটক করে।’’

স্থানীয় ইউপি সদস্য রফিকুল ইসলাম বিএসএফের হাতে ৪ বাংলাদেশি আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মতিউর রহমান বলেন, ‘‘আমার ইউনিয়নের ৪ বাসিন্দাকে বিএসএফ আটক করেছে। এ ঘটনায় বিজিবির সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি।’’

এ বিষয়ে জানতে নওগাঁ ১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ সাদিকুর রহমানের মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।

ঢাকা/শিয়াম/রাজীব

সম্পর্কিত নিবন্ধ

  • নওগাঁ সীমান্তে বাংলাদেশিকে ধরে নিয়ে গেল বিএসএফ 
  • গরু আনতে গিয়ে বিএসএফ-এর হাতে আটক বাংলাদেশি 
  • সীমান্ত থেকে ৪ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ
  • বিএসএফের হাতে আটক ৪ বাংলাদেশি