শততম টেস্ট খেলেই বিদায় বলবেন করুণারত্নে
Published: 4th, February 2025 GMT
শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক দিমুথ করুণারত্নে এ পর্যন্ত ৯৯টি টেস্ট খেলেছেন। ১৬টি সেঞ্চুরি ও ৩৪টি হাফ সেঞ্চুরিতে রান করেছেন ৭ হাজার ১৭২। বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি, ২০২৫) থেকে গলে শুরু হবে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মধ্যকার দ্বিতীয় টেস্ট। যা করুণারত্নের ক্যারিয়ারের শততম। আর এই টেস্ট খেলেই ক্রিকেটের সবচেয়ে মর্যাদাকর ফরম্যাটকে বিদায় বলবেন তিনি।
‘‘আসলে একজন টেস্ট খেলোয়াড়ের জন্য এটা খুব কঠিন যে, বছরে মাত্র চারটি টেস্ট খেলা, সেটার জন্য নিজেকে অনুপ্রাণিত রাখা এবং ফর্ম ধরে রাখা। গেল দুই-তিন বছরে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের বাইরে আমরা খুব কমই দ্বিপাক্ষিক কোনো টেস্ট সিরিজ খেলার সুযোগ পেয়েছি। আমার নিজের ফর্মও একটা চিন্তার বিষয়। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৩-২০২৫ চক্রে আমার টেস্ট ক্যারিয়ারের শততম ম্যাচ খেলে অবসরে যাওয়াটা আমার মনে হয়েছে সঠিক সিদ্ধান্ত।’’
২০০৮ সালে সিংহলিজ স্পোর্টস ক্লাবের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয়েছিল করুণারত্নের। তাদের হয়ে আগামী ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি শেষবারের মতো খেলবেন তিনি। এরপর করুণারত্নে পরিবারসহ অস্ট্রেলিয়ায় চলে যাবেন। সেখানেই থিতু হওয়ার পরিকল্পনা রয়েছে তার।
আরো পড়ুন:
৯ উইকেটের বড় জয়ে ফাইনালে বরিশাল
সাধারণ ভাবনায় অসাধারণ নাসুম
ঢাকা/আমিনুল
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
আজ টিভিতে যা দেখবেন (১৩ এপ্রিল ২০২৫)
মেয়েদের বিশ্বকাপ বাছাইপর্বে আজ আয়ারল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ। আইপিএলে আছে দুটি ম্যাচ। ম্যাচ আছে রিয়াল মাদ্রিদ ও লিভারপুলেরও।
ঢাকা প্রিমিয়ার লিগলিজেন্ডস অব রূপগঞ্জ-অগ্রণী ব্যাংক
সকাল ৯টা, টি স্পোর্টস টিভি
ধানমন্ডি-পারটেক্স
সকাল ৯টা, টি স্পোর্টস ইউটিউব
গাজী গ্রুপ-ব্রাদার্স
সকাল ৯টা, টি স্পোর্টস ইউটিউব
বাংলাদেশ-আয়ারল্যান্ড
বেলা ৩টা, আইসিসি ডট টিভি
রাজস্থান-বেঙ্গালুরু
বিকেল ৪টা, টি স্পোর্টস
দিল্লি-মুম্বাই
রাত ৮টা, টি স্পোর্টস
লাহোর-কোয়েটা
রাত ৯টা, নাগরিক টিভি
লিভারপুল-ওয়েস্ট হাম
সন্ধ্যা ৭টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১
চেলসি-ইপসউইচ
সন্ধ্যা ৭টা, স্টার স্পোর্টস সিলেক্ট ২
নিউক্যাসল-ম্যান ইউনাইটেড
রাত ৯-৩০ মি., স্টার স্পোর্টস সিলেক্ট ১
আলাভেস-রিয়াল মাদ্রিদ
রাত ৮-১৫ মি., স্পোর্টজেডএক্স অ্যাপ