প্রধান উপদেষ্টার পদত্যাগ চেয়ে লিফলেট বিতরণ করল স্ত্রী, গ্রেপ্তার হলো ‘স্বামী’
Published: 4th, February 2025 GMT
রাজশাহীর পুঠিয়া উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মৌসুমী রহমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের পদত্যাগ চেয়ে লিফলেট বিতরণ করেন। লিফলেট বিতরণের ছবি দেন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে। এ ঘটনায় তাকে গ্রেপ্তার করতে তার বাসায় অভিযান চালায় পুলিশ। কিন্তু মৌসুমীকে না পেয়ে তার ‘স্বামী ওহিদুর রহমানকে’ (৫০) গ্রেপ্তারের অভিযোগ উঠেছে।
তবে পুলিশের দাবি, স্ত্রীকে না পেয়ে স্বামীকে আটকের কথা সঠিক নয়।
গতকাল সোমবার সন্ধ্যার পর মৌসুমী রহমান ড.
এ বিষয়ে পুঠিয়া থানার ওসি কবির হোসেন বলেন, ৫ আগস্টের পর একটি নাশকতার মামলায় ওহিদুল জড়িত ছিল। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। স্ত্রীকে না পেয়ে স্বামীকে আটকের কথা সঠিক নয়।
এসব বিষয়ে জানতে মৌসুমী রহমানের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার ব্যবহৃত দুটি ফোন নম্বরই বন্ধ পাওয়া যায়।
উৎস: Samakal
কীওয়ার্ড: আওয় ম ল গ ড ইউন স পদত য গ রহম ন
এছাড়াও পড়ুন:
আর্জেন্টিনা থেকে এল ৫০ হাজার ২০০ টন গম
আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে আর্জেন্টিনা থেকে আমদানি করা ৫০ হাজার ২০০ টন গম নিয়ে একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।
খাদ্য মন্ত্রণালয় আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ৩০ হাজার ১২০ টন চট্টগ্রাম বন্দরে এবং ২০ হাজার ৮০ টন গম মোংলা বন্দরে খালাস করা হবে।
এর মধ্যেই চট্টগ্রাম বন্দরে গম খালাসের কার্যক্রম শুরু হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।