সাবেক মন্ত্রী খন্দকার মোশাররফের দেশত্যাগে নিষেধাজ্ঞা
Published: 4th, February 2025 GMT
দুর্নীতির অভিযোগে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। দুদকের উপপরিচালক মো. সালাউদ্দিন এই বিষয়ে আবেদন করার পর ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন মঙ্গলবার এই আদেশ দেন।
আদালতে দুদকের পক্ষে আবেদন করেন দুদকের পাবলিক প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম।
আবেদনে দুদক কর্মকর্তা জানান, স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী থাকাকালীন মোশাররফ হোসেন অবৈধ উপায়ে এবং অনিয়মের মাধ্যমে বিপুল পরিমাণ সম্পদ গড়েছেন।
আবেদনে দুদক কর্মকর্তা বলেন, তিনি একটি নির্ভরযোগ্য সূত্র থেকে জানতে পেরেছেন ফরিদপুর-৩ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য দেশ ছেড়ে পালানোর চেষ্টা করছেন। তিনি যদি দেশ ছেড়ে পালিয়ে যান, তাহলে মামলার তদন্ত ব্যাহত হতে পারে। তাই তার বিদেশ যাওয়া ঠেকাতে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রয়োজন।
.উৎস: Samakal
কীওয়ার্ড: দ শত য গ স ব ক মন ত র মন ত র
এছাড়াও পড়ুন:
গাভাস্কারকে মুখ সামলে কথা বলতে বললেন ইনজামাম
ভারতীয় ক্রিকেটে এখন সাফল্যের জোয়ার বইছে। কিন্তু পাকিস্তানের ক্রিকেট ব্যর্থতার বৃত্তে বন্দী।
সদ্য সমাপ্ত আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি দিয়ে ২৯ বছর পর কোনো বৈশ্বিক টুর্নামেন্ট আয়োজন করেছিল পাকিস্তান। কিন্তু ছয় দিনেই তাদের বিদায় নিশ্চিত হয়ে গেছে। ওদিকে ভারত গত রাতে ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে শিরোপা জিতে নিয়েছে।
এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে পাকিস্তানকে অনায়াসে হারিয়েছে ভারত