ফেনীর পরশুরামে মহি উদ্দিন সুজন (৩৮) নামে এক যুবলীগ নেতাকে বনিক সমিতির সভা থেকে ধরে পুলিশে দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) ফেনী মডেল থানার ওসি মর্ম সিংহ ত্রিপুরা আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। 

গ্রেপ্তার সুজন পরশুরাম পৌরসভার সলিয়া গ্রামের বাসিন্দা। পরশুরাম বাজারে তার একাধিক দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। তিনি উপজেলা যুবলীগের অর্থ বিষয়ক সম্পাদক।

আরো পড়ুন:

কর্ণফুলী উপজেলা যুবলীগের ২ নেতা গ্রেপ্তার

বরিশালে যুবলীগ নেতার পায়ের রগ কাটল দুর্বৃত্তরা

সোমবার (৩ ফেব্রুয়ারি) রাতে উপজেলা অফিসার্স ক্লাবে পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইওএনও) আরিফুর রহমানের সভাপতিত্বে বণিক সমিতির সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন সুজন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা সভায় তাকে দেখে চলে যেতে বলেন। এসময় সুজন তাদের সঙ্গে তর্কে জড়ান। একপর্যায়ে ছাত্ররা সেখানে দায়িত্বে থাকা আনসার সদস্যদের সহায়তায় সুজনকে আটক করে পুলিশ খবর দেন। পরে পুলিশ তাকে পরশুরাম মডেল থানায় নিয়ে যায়। 

পরশুরাম মডেল থানার ওসি মোহাম্মদ নুরুল হাকিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে মহিপালে ছাত্র হত্যা মামলা রয়েছে। তাকে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।” 

ফেনী মডেল থানার ওসি মর্ম সিংহ ত্রিপুরা বলেন, “গ্রেপ্তার সুজনকে মহিপালে ছাত্র হত্যা মামলায় আদালতের পাঠানোর প্রক্রিয়া চলছে।” 

ঢাকা/সাহাব/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর য বল গ উপজ ল

এছাড়াও পড়ুন:

বিএনপি নেতা পিন্টুর মৃত্যুর ৯ বছর পর হাসিনাসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন

ফাইল ছবি

সম্পর্কিত নিবন্ধ