বই পেয়ে খুশি বেদে সম্প্রদায়ের শিশুরা, শিক্ষা সহায়তায় এগিয়ে এলো প্রশাসন
Published: 4th, February 2025 GMT
ফরিদপুরের ভাঙ্গায় যাযাবর জীবনযাপন করা বেদে সম্প্রদায়ের শিশুদের বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার দুপুর ১২টায় পৌরসভার ২ নম্বর সদরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে ১৫ জন বেদে শিশুকে ফুল দিয়ে বরণ করে তাদের হাতে বই ও শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমান বলেন, সমকালে প্রকাশিত প্রতিবেদনের মাধ্যমে আমরা জানতে পারি, বেদে সম্প্রদায়ের শিশুরা শিক্ষার আলো থেকে দূরে রয়েছে। তাদের স্কুলে পাঠানোর দায়িত্ব উপজেলা প্রশাসন নিয়েছে, যাতে কোনো সম্প্রদায় শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত না হয়।
বই হাতে পেয়ে শিশু রেক্সোনা, ববি আক্তার ও হায়দার উচ্ছ্বাস প্রকাশ করে বলে, বই পেয়ে আমরা খুব খুশি, কাল থেকে নিয়মিত স্কুলে যাবো ও লেখাপড়া করবো।
বেদেনী সর্দার শাহীনূর বেগম বলেন, আমাদের জীবন যাযাবর হলেও আমাদের সন্তানরা শিক্ষিত হয়ে সমাজের সবার সঙ্গে চলতে পারবে। প্রশাসন আমাদের পাশে দাঁড়িয়েছে, এতে আমরা অনেক খুশি।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো.
উল্লেখ্য, গত ১৯ জানুয়ারি 'ঠান্ডা বাতাসে কেঁপে কেঁপে উঠি মোরা' শিরোনামে সমকালে প্রকাশিত প্রতিবেদনে বেদে সম্প্রদায়ের দুর্দশার চিত্র উঠে আসে। এরপরই উপজেলা প্রশাসন তাদের পাশে দাঁড়িয়ে শিক্ষার আলো পৌঁছে দেওয়ার উদ্যোগ নেয়।
এ উদ্যোগের ফলে বেদে সম্প্রদায়ের শিশুরা নতুন করে স্বপ্ন দেখছে, শিক্ষা গ্রহণের মাধ্যমে তারা সমাজের মূল স্রোতে যুক্ত হওয়ার সুযোগ পাচ্ছে।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
বক্তাবলীতে একটি ইট ভাটাকে ২ লাখ টাকা জরিমানা
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার বক্তাবলী ইউনিয়নের রাজাপুর এলাকায় দুটি ইটভাটায় অভিযান চালিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত (মোবাইল কোর্ট)। এসময় দুটি ইটভাটা অবৈধভাবে পরিচালনা করায় ইট প্রস্তত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইনে প্রায় ৩০ হাজার ইট বিনষ্ট করে ভাটা দুইটির কার্যক্রম বন্ধ করে দেয়া হয়। একই সাথে একটি ইটভাটাকে ইটপ্রস্তত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর ১৫ ধারায় ২ লক্ষ টাকা অর্থদন্ড আরোপ করে আদায় করা হয়।
সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে এই মোবাইল কোর্ট পরিচালনা করেছেন, জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: মোনাব্বর হোসেন। এসময় উপস্থিত ছিলেন, জেলা পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স’র সদস্যরা এবং পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ’র কর্মকর্তাবৃন্দ।