তাজিকিস্তানের ভাহদাত শহরের একটি কারাগার থেকে পালানোর চেষ্টার সময় সৃষ্ট দাঙ্গায় কমপক্ষে পাঁচ বন্দি নিহত হয়েছেন। আর এ ঘটনায় আহত হয়েছেন কারাগারটির তিন কর্মচারী। 

দেশটির নিরাপত্তা সংস্থার দুটি সূত্র মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছে।

বার্তা সংস্থাটি বলছে, সোমবার নয়জন বন্দি ‘ঘরে তৈরি ছুরি’ নিয়ে কারারক্ষীদের উপর হামলা চালায়। তারা রক্ষীদের হত্যা করে দুশানবে থেকে ২০ কিলোমিটার (১২ মাইল) পূর্বে অবস্থিত পেনাল কলোনি থেকে পালানোর চেষ্টা করেছিল বলে জানিয়েছে দেশটির বিচার বিষয়ক মন্ত্রণালয়। এ ঘটনায় কমপক্ষে পাঁচ বন্দি নিহত হয়েছেন।

মন্ত্রণালয় আরো জানিয়েছে, হামলার ফলে তিনজন কর্মচারী গুরুতর আহত হয়েছেন। তবে তাদের অবস্থা এখন স্থিতিশীল রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র রয়টার্সকে বলেছে, আহতদের মধ্যে কারা প্রশাসনের প্রধানও ছিলেন। তাকে গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হয়। 

এই অঞ্চলের একজন বিশ্লেষক আন্দ্রেই সেরেঙ্কো বলেছেন, ইসলামিক স্টেটের (আইএস) সমর্থকরা পালানোর চেষ্টা করেছিল। তারা কারাগারের উপরে কিছুক্ষণের জন্য আইএসের পতাকা উড়িয়েছে।

এই দাবির সত্যতা যাচাই করতে পারেনি রয়টার্স। 

সোমবারের দাঙ্গার ঘটনায় একটি ফৌজদারি তদন্ত শুরু করা হয়েছে বলে জানিয়েছে প্রসিকিউটরের কার্যালয়।

এর আগে, ২০১৯ সালে পেনাল কলোনি কারাগারে দাঙ্গায় ২৯ জন বন্দী এবং তিনজন রক্ষী নিহত হন। তাজিকিস্তান কর্তৃপক্ষ সে সময় বলেছিল, দাঙ্গাটি চরমপন্থি গোষ্ঠীর সদস্যদের প্ররোচনায় হয়েছিল। পরে ইসলামিক স্টেট এর দায় স্বীকার করে।

২০১৮ সালে তাজিকিস্তানের উত্তরাঞ্চলীয় শহর খুজান্দের একটি কারাগারে দাঙ্গায় ২১ জন বন্দী এবং দুইজন রক্ষী নিহত হন।

ঢাকা/ফিরোজ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

সরকারি অনুদানে চলচ্চিত্র নির্মাণে বড় পরিবর্তন

সরকারি অনুদানে চলচ্চিত্র নির্মাণ নীতিমালায় বেশ কিছু পরিবর্তন এনেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। সম্প্রতি ‘পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণে সরকারি অনুদান প্রদান নীতিমালা ২০২৫’ এবং ‘স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণে সরকারি অনুদান প্রদান নীতিমালা ২০২৫’ প্রজ্ঞাপন জারি করা হয়। তাতে এসব পরিবর্তনের বিষয়ে অবহিত করা হয়েছে। 

নতুন নীতিমালা অনুযায়ী, লেখক ও চিত্রনাট্যকারদের সম্মানি বেড়েছে। গল্প লেখককে ২ লাখ এবং চিত্রনাট্যকারকে ৩ লাখ টাকা উৎসাহ পুরস্কার দেওয়া হবে। আগে গল্প লেখক ও চিত্রনাট্যকারকে দেওয়া হতো ৫০ হাজার টাকা করে।

এ ছাড়া পূর্ণদৈর্ঘ্য ও স্বল্পদৈর্ঘ্য— দুই বিভাগেই নির্মাতা/ পরিচালকের যোগ্যতা ও অভিজ্ঞতা নির্ধারণ করে দেওয়া হয়েছে। প্রস্তাবকারী পরিচালককে পূর্বনির্মিত কমপক্ষে একটি চলচ্চিত্র অথবা নির্মাণের সঙ্গে সংশ্লিষ্ট এক বা একাধিক চলচ্চিত্রে তার ভূমিকা থাকতে হবে।

আরো পড়ুন:

আমাকে নিয়ে বলিউডে ষড়যন্ত্র হয়েছে: গোবিন্দ

রুনা খানের বাবা মারা গেছেন

অন্যদিকে, আগের নীতিমালায় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করতে সময় বেঁধে দেওয়া হতো ৯ মাস। কিন্তু চলচ্চিত্র নির্মাতারা বহুবার অভিযোগ করেছেন যে, সেই নির্ধারিত সময় পর্যাপ্ত নয়, যার ফলে নির্মাণে দেরি হয়।

এখন অনুদানের প্রথম চেক পাওয়ার পর পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের ক্ষেত্রে এই সময় বেড়ে দাঁড়িয়েছে ১৮ মাস। সময় বেড়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের ক্ষেত্রেও। স্বল্পদৈর্ঘ্য নির্মাণে ১২ মাস এবং প্রামাণ্যচিত্রের জন্য ২৪ মাস সময় পাবেন নির্মাতারা। তবে যৌক্তিক বিবেচনায় পূর্ণদৈর্ঘ্যের ক্ষেত্রে ছয় মাস ও স্বল্পদৈর্ঘ্যের ক্ষেত্রে তিন মাস করে সর্বোচ্চ দুবার সময় বাড়ানো যাবে।

নতুন নীতিমালায় অর্থ প্রদানের নিয়মেও পরিবর্তন এসেছে। এখন প্রথম কিস্তি হিসেবে দেওয়া হবে অনুদানের ২০ শতাংশ। এই অর্থ প্রাপ্তির দুই মাসের মধ্যে শুটিং শিডিউল, প্রোডাকশন প্ল্যান, লোকেশন ব্যবহারের অনুমতি, শিল্পীদের সঙ্গে চুক্তিপত্র সম্পাদনাসহ প্রয়োজনীয় দলিলাদি জমা দিতে হবে। চলচ্চিত্র বাছাই ও তত্ত্বাবধান কমিটি সন্তুষ্ট হলে অনুদানের ৫০ শতাংশ অর্থ দেওয়া হবে। অনুদানের সিনেমার পারিশ্রমিক নিয়ে অনেক শিল্পী অভিযোগ করেন। তারই পরিপ্রেক্ষিতে চিত্রায়িত অংশের কমপক্ষে ৫০ শতাংশ রাফকাট, শিল্পীদের সম্মানি প্রাপ্তির প্রমাণপত্র দেখানোর পর মিলবে আরো ২০ শতাংশ অর্থ। সিনেমা মুক্তির পর মিলবে বাকি ১০ শতাংশ অর্থ।

এরই মধ্যে ২০২৪-২৫ অর্থবছরের জন্য চলচ্চিত্রে অনুদানের জন্য চিত্রনাট্য আহ্বান করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। অনুদান পেতে আগ্রহীদের চলচ্চিত্রের গল্প, চিত্রনাট্য, অভিনয়শিল্পীদের নামসহ পূর্ণাঙ্গ প্যাকেজ আগামী ৭ এপ্রিল বিকেল ৪টার মধ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে জমা দিতে হবে।

এদিকে, প্রতি অর্থবছরে সর্বোচ্চ ১২টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রকে অনুদান দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগের নীতিমালায় এই সংখ্যা ছিল ১০। এ ছাড়া স্বল্পদৈর্ঘ্যের ক্ষেত্রে এখন থেকে প্রতিবছর ১০টির পরিবর্তে অনুদানের জন্য বিবেচিত হবে ২০টি চলচ্চিত্র।

ঢাকা/রাহাত/শান্ত

সম্পর্কিত নিবন্ধ

  • কঙ্গোয় নৌকাডুবিতে নিহত অন্তত ২৫
  • সরকারি অনুদানে চলচ্চিত্র নির্মাণে বড় পরিবর্তন