ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সূচকের উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে।

এদিন, ডিএসই ও সিএসইতে আগের কার্যদিবসের চেয়ে টাকার পরিমাণে লেনদেন বেড়েছে। তবে, উভয় পুঁজিবাজারে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম কমেছে।

ডিএসই ও সিএসই সূত্রে জানা গেছে, দিনশেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১.

৪৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ১৪৭ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ০.০৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৩৯ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ০.৮১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯১০ পয়েন্টে দাঁড়িয়েছে।

আরো পড়ুন:

শেয়ারহোল্ডারদের নগদ লভ্যাংশ দিল ৯ কোম্পানি

বিএসইসি চেয়ারম্যানের পদত‍্যাগ দাবি বিনিয়োগকারীদের

ডিএসইতে মোট ৩৯৯টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ১৪০টি কোম্পানির, কমেছে ১৮৫টির এবং অপরিবর্তিত আছে ৭৪টির।

এদিন ডিএসইতে মোট ৪৪৪ কোটি ৪১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪৩১ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক আগের দিনের চেয়ে ১৪.৫৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮ হাজার ৭৫১ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ৩০.১১ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৪০৬ পয়েন্টে, শরিয়াহ সূচক ৪.২৮ পয়েন্ট বেড়ে ৯৩০ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ২৫.৫৭ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৯৫৪ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে মোট ১৯৬টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ৮০টি কোম্পানির, কমেছে ৮৩টির এবং অপরিবর্তিত আছে ৩৩টির।

দিনশেষে সিএসইতে ৪ কোটি ২৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

ঢাকা/এনটি/রফিক

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ল খ ট ক র শ য় র ও ইউন ট ড এসই স এসই

এছাড়াও পড়ুন:

ডিএসই ও সিএসইতে নতুন ট্রেজারি বন্ডের লেনদেন শুরু

দেশের পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কেন্দ্রীয় ব্যাংকের ইস্যু করা নতুন ১৫ বছর মেয়াদের ট্রেজারি বন্ডের লেনদেন শুরু হয়েছে। বুধবার (৯ এপ্রিল) থেকে ডিএসই ও সিএসইতে ট্রেজারি বন্ডটির লেনদেন শুরু হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

তথ্য মতে, নতুন বন্ডটির নাম হলো- ‘‘15Y BGTB 27/03/2040’’। ডিএসইতে বন্ডটির লেনদেন কোড- ''TB15Y0340'' এবং ডিএসইতে স্ক্রিপ্ট কোড- "88532"। একইভাবে সিএসইতে বন্ডটির লেনদেন কোড- 'TB15Y0340'' এবং সিএসইতে ট্রেডিং আইডি- "50298"।

তথ্য মতে, ‘এ’ ক্যাটাগরিতে ডিএসই ও সিএসই’র ডেবট বোর্ডের অনুমতি সাপেক্ষে বন্ডটির মেয়াদ আগামী ২০৪০ সালের ২৭ মার্চ শেষ হবে। বন্ডটির প্রতি ইউনিটের মূল্য ৯৯.৫৫৭৪ টাকা এবং অভিহিত মূল্য ১০০ টাকা। বন্ডের মার্কেট লট ১০০০টি করে। এই বন্ড ১২.২৮ শতাংশ হারে বছরে ২ বার কুপন প্রদান করবে।

ঢাকা/এনটি/ইভা 

সম্পর্কিত নিবন্ধ

  • শেষ কার্যদিবসে পুঁজিবাজারে সূচকের উত্থান
  • পুঁজিবাজারে সূচকের উত্থান, বেড়েছে লেনদেন
  • ডিএসই ও সিএসইতে নতুন ট্রেজারি বন্ডের লেনদেন শুরু
  • সূচকের পতন, কমেছে বেশিরভাগ শেয়ারের দাম