দিনাজপুরে শিক্ষার্থী হত্যা মামলার আসামি পঞ্চগড় থেকে গ্রেপ্তার
Published: 4th, February 2025 GMT
দিনাজপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় নিহত শিক্ষার্থী রবিউল ইসলাম রাহুল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি আলমগীর হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
সোমবার দিবাগত রাতে পঞ্চগড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার দুপুরে গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে পাঠানো হয়েছে। আলমগীর হোসেন দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার বাছারগ্রামের আফজাল হোসেনের ছেলে।
পিবিআই দিনাজপুরের পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তিনটি মামলার তদন্ত করছে পিবিআই। এরই ধারাবাহিকতায় আলমগীর হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৪ আগস্ট দুপুর ১২টার দিকে দিনাজপুর জিলা স্কুলের সামনে শিক্ষার্থী রবিউল ইসলাম রাহুলসহ কয়েকজন শিক্ষার্থী একটি মিছিল বের করে।
অভিযোগে বলা হয়েছে, জাতীয় সংসদের তৎকালীন হুইপ ইকবালুর রহিমের প্রত্যক্ষ ও পরোক্ষ উসকানিতে আওয়ামী লীগের নেতাকর্মীসহ ৩০০-৪০০ জন হামলা চালায়। তারা আগ্নেয়াস্ত্র, ক্ষতিকারক গ্যাস এবং ধারালো দেশি-বিদেশি অস্ত্র ব্যবহার করে শিক্ষার্থীদের ওপর অতর্কিত হামলা চালায় ও গুলি ছোড়ে। এতে রবিউল ইসলাম রাহুল গুলিবিদ্ধ হন এবং পরে হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ৯ আগস্ট সন্ধ্যা ৭টার দিকে মারা যান।
শিক্ষার্থী হত্যার ঘটনায় রবিউল ইসলাম রাহুলের বড় ভাই ফরিদুল ইসলাম বাদী হয়ে মামলা করেন। এছাড়াও ওইদিনের সংঘর্ষ ও হত্যাকাণ্ডের ঘটনায় আরও তিনটি মামলা তদন্ত করছে পিবিআই। পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডে জড়িত অন্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
৮ বছর পর ‘বড় ছেলে’র রেকর্ড ভাঙল যে নাটক
আট বছর ধরে ইউটিউবে বাংলা নাটকের ভিউয়ে শীর্ষে ছিল ‘বড় ছেলে’। জিয়াউল ফারুক অপূর্ব ও মেহজাবীন চৌধুরী অভিনীত নাটকটি প্রচারের পর থেকেই ভাইরাল। দর্শকের অব্যাহত আগ্রহের কারণে নাটকটির ভিউ বেড়েই চলেছে। অবশেষে আট বছর আগের সেই নাটকের রেকর্ড ভেঙে দিল আরেক নাটক ‘শ্বশুরবাড়িতে ঈদ’। বাংলা নাটকের ভিউয়ে এটি এখন শীর্ষে রয়েছে।
‘বড় ছেলে’র ভিউ ৫ কোটি ৪১ লাখ। সেখানে ‘শ্বশুরবাড়িতে ঈদ’ নাটকটির ভিউ ২ লাখ বেশি, ৫ কোটি ৪৩ লাখ। গত বছরের এপ্রিলে নাটকটি প্রচারিত হয়। মাত্র এক বছরেই নাটকটি ভিউয়ে শীর্ষে চলে আসে। নাটকের জুটি নিলয় আলমগীর ও জান্নাতুল সুমাইয়া হিমি।