দীর্ঘদিন ধরে আড়ালেই আছেন এক সময়ের জনপ্রিয় নায়িকা সাদিকা পারভীন পপি। বিয়ে ও সন্তান জন্মের খবর নিয়েও মুখ খোলেননি তিনি। এবার নেতিবাচকভাবে সংবাদ শিরোনামে এলেন এই নায়িকা। তার বিরুদ্ধে জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে।

বিষয়টি নিয়ে গত ৩ ফেব্রুয়ারি খুলনা নগরীর সোনাডাঙ্গা থানায় জিডি করেছেন নায়িকা পপির বোন ফিরোজা পারভীন। সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জিডি হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

জিডি সূত্রে জানা গেছে, পৈতৃক জমি দখলের নেওয়ার জন্য স্বামী আদনান উদ্দিন কামাল, কল্লোল মজুমদার ও শিপনসহ পপি ৩ ফেব্রুয়ারি দুপুর সাড়ে ১২টার দিকে শিববাড়ি এলাকার ভাড়াটিয়া বাড়ির সামনে যান। এতে বাধা দিলে পপি ও তার স্বামী ফিরোজা পারভীনকে হুমকি দেন।

স্থানীয় লোকজন জানান, পপি ও তার স্বামী বর্তমানে খুলনায় অবস্থান করছেন।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের আগমনে জামায়াতে নেতৃবৃন্দের মাঠ পরিদর্শন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের ৭ ফেব্রয়ারি নারায়ণগঞ্জ শহরের ইসদাইর ওসমানী পৌর স্টোডিয়ামে আগমনে ৫ ফেব্রুয়ারি বুধবার বিকালে নারায়ণগঞ্জ মহানগরী ও জেলা জামায়াতের মাঠ পরিদর্শন। 

এসময় নারায়ণগঞ্জ মহানগরী আমীর ও জনসভা বাস্তবায়ন কমিটির আহবায়ক  মাওলানা আবদুুল জাব্বার এর নেতৃত্বে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী কেন্দ্রেীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা দক্ষিন অঞ্চলের পরিচালক সাইফুল আলম খান মিলন।

 

জনসভা সফল করার লক্ষ্যে মাঠ পরিদর্শনে আরো উপস্থিত ছিলেন কেন্দ্রেীয় কর্ম পরিষদের সদস্য মাওলানা মঈনুউদ্দিন আহমদ, মহানগরী নায়েবে আমীর মাওলানা  আবদুল কাইয়ুম, মহানগরী সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, মহানগরী সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন, সহকারী সেক্রেটারি এইচ এম নাসির উদ্দিন, জেলা সহকারী সেক্রেটারি আবু সাঈদ মুন্না প্রমূখ।

সম্পর্কিত নিবন্ধ