মোদিকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানালেন ট্রাম্প
Published: 4th, February 2025 GMT
আগামী সপ্তাহে হোয়াইট হাউসে সফরের জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানিয়েছেন, এই আমন্ত্রণ এমন এক সময়ে এসেছে যখন যুক্তরাষ্ট্র থেকে একটি সামরিক বিমান ভারতের অভিবাসী প্রত্যাশীদের ফিরিয়ে নিয়ে গেছে। খবর রয়টার্সের।
এদিকে যুক্তরাষ্ট্র সফরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে এই সফরের বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।
মঙ্গলবার বেশ কয়েকটি সূত্রের বরাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
সংবাদমাধ্যমটি বলছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্ভবত আগামী ১২ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রে যাবেন বলে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বেশ কয়েকটি সূত্র জানিয়েছে।
নতুন মার্কিন প্রেসিডেন্ট হিসেবে গত ২০ জানুয়ারি শপথ নেন ডোনাল্ড ট্রাম্প। এর এক সপ্তাহ পরে ২৭ জানুয়ারি মার্কিন রিপাবলিকান এই প্রেসিডেন্টের সঙ্গে ফোনে কথা বলেন মোদি। ওই ফোনকলে বাণিজ্য, জ্বালানি এবং প্রতিরক্ষা ক্ষেত্রে ভারত-মার্কিন সহযোগিতা বৃদ্ধির ওপর ফোকাস-সহ উভয় দেশের “বিশ্বস্ত” অংশীদারিত্বের দিকে কাজ করতে সম্মত হন মোদি এবং ট্রাম্প। দ্বিতীয়বার প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউসে যাওয়ার পর এটাই হবে মোদির প্রথম যুক্তরাষ্ট্র সফর।
ভ্রমণ পরিকল্পনা অনুসারে, মোদি তার দুই দিনের প্যারিস সফরের পরে ওয়াশিংটন ডিসির উদ্দেশ্যে রওনা হবেন বলে সূত্রগুলো জানিয়েছে। তবে এই বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা নেই। আগামী ১০ এবং ১১ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যাকশন শীর্ষ সম্মেলনে যোগ দিতে ফ্রান্সের প্যারিস যাবেন তিনি।
যদি প্যারিস থেকে মোদি যুক্তরাষ্ট্রে যান, তবে এই সফর অভিবাসন এবং শুল্ক নিয়ে ডোনাল্ড ট্রাম্পের দৃষ্টিভঙ্গি নিয়ে ভারতের উদ্বেগের মধ্যেই হবে। এদিকে নথিবিহীন ভারতীয় অভিবাসীদের ফেরত পাঠানো শুরু করেছে ওয়াশিংটন। মার্কিন সেনাবাহিনীর একটি সি-১৭ উড়োজাহাজ বেশ কয়েক জন ভারতীয়কে নিয়ে রওনা যুক্তরাষ্ট্রের ভূখণ্ড থেকে ভারতের উদ্দেশে রওনা হয়েছে বলে জানা গেছে।
যুক্তরাষ্ট্রের অভিবাসন ও কাস্টমস বিষয়ক আইনপ্রয়োগকারী সংস্থা ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের (আইসিই) কর্মকর্তারা বার্তাসংস্থা রয়টার্সকে নিশ্চিত করেছেন এ তথ্য। তবে যুক্তরাষ্ট্রের কোন অঙ্গরাজ্য থেকে উড়োজাহাজটি ছেড়েছে, ভারতের কোথায় সেটি অবতরণ করবে এবং উড়োজাহাজটিতে কতজন ভারতীয় রয়েছেন— এসব প্রশ্নের কোনো উত্তর এখনও পাওয়া যায়নি, তবে আইসিই কর্মকর্তারা জানিয়েছেন, আগামী ২৪ ঘণ্টারও বেশি সময় পর ভারতের ভূখণ্ড স্পর্শ করবে বিমানটি।
যুক্তরাষ্ট্র থেকে প্রাথমিকভাবে ১৮ হাজার ভারতীয় নথিবিহীন অভিবাসীকে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাদেরই প্রথম ব্যাচটিকে তোলা হয়েছে বিমানে।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
এখনও চলছে কাটপিস আমলের সিনেমা!
ঈদে সাধারণত নতুন ও বড় বাজেটের সিনেমা মুক্তি পেয়ে থাকে। এরই ধারাবাহিতায় এবার মুক্তি পেয়েছে পাঁচটি সিনেমা। সারাদেশের প্রেক্ষাগৃহে চলছে সিনেমাগুলো। ঈদ উৎসবের ডামাডোলেও খোদ রাজধানীতে চলছে কাটপিস আমলের সিনেমা! কয়েকটি সিনেমা হলে ঘুরে এমন চিত্রই দেখা গেছে।
ব্যস্ততম এলাকা ফার্মগেটের আনন্দ সিনেমা হলে চলছে ঈদের আলোচিত সিনেমা ‘বরবাদ’। মেহেদি হাসান হৃদয়ের সিনেমাটি ব্যবসা সফল সিনেমা তালিকায় চলে এসেছে। এর পাশের হল ছন্দতে চলছে বাবুল রেজা পরিচালিত সিনেমা ‘ওপেন চ্যালেঞ্জ’। এতে অভিনয় করেছেন আমিন খান, একা ও আলেকজান্ডার বো। ঈদ উৎসবেও পুরোনো সিনেমা প্রদর্শনীর বিষয়ে ছন্দ হল ম্যানেজার মো. মঞ্জু বলেন, ‘পুরোনো সিনেমার আলাদা দর্শক রয়েছে। এ কারণে পুরোনো সিনেমা চালাচ্ছি। তাছাড়া নতুন সিনেমা আনতে গেলে অনেক টাকা প্রয়োজন। হলের অবস্থা খারাপ। টাকা উঠাতে পারব না। বাধ্য হয়েই পুরোনো সিনেমা দর্শকদের দেখাচ্ছি।’
আনন্দ সিনেমা হলে আসন সংখ্যা ১২০০। সেখানের আজ সন্ধ্যা ৬টায় ‘বরবাদ’-এর শোতে দর্শক ছিল প্রায় ২০০। ঈদে মাল্টিপ্লেক্সগুলোতে দর্শক হলেও সিঙ্গল স্ক্রিনে দর্শক পাওয়া যাচ্ছে না। দর্শক না হওয়ার কারণে হিসেবে হলের দুরবস্থাকেই দায়ী করল আনন্দ হল কর্তৃপক্ষ। নাম প্রকাশে অনিচ্ছুক একজন বলেন, ‘সিনেমা হলের ১২০০ চেয়ারের মধ্যে অর্ধেকই খারাপ। দর্শক কি খারাপ চেয়ারে বসে সিনেমা দেখবেন! পরিবেশও নোংরা। দর্শক তো ভালো পরিবেশে সিনেমা দেখতে চান। এ কারণে ক্রমেই কমছে দর্শক।’
ছন্দ হলের টিকিট বিক্রেতা কালাম বলেন, ‘দর্শক কমে যাওয়ার কারণে আয় কমে যাচ্ছে। এখন ডিসি ৭০ টাকা ও রিয়েল ৫০ টাকা করে বিক্রি করছি। নিম্ন আয়ের মানুষই পুরোনো সিনেমার দর্শক। দর্শক না হলে অনেক সময় শোই চলছে না। এ কারণে তিন মাস ধরে বিদ্যুৎ বিল দিতে পারছি না। হলের এ রকম খারাপ অবস্থা আগে কখনও দেখিনি।’
ঈদ উপলক্ষে কাঁচপুরের চাঁদমহল সিনেমা হলে চলছে শাকিব খানের সিনেমা ‘বরবাদ’। একই এলাকার লাভলী হলে চলেছে শরীফ উদ্দিন খান দীপু পরিচালিত ‘দুর্ধর্ষ খুনী’। সিনেমাটিতে অভিনয় করেছেন আমিন খান, মুনমুন ও ডিপজল।
লাভলী হলে ‘দুর্ধর্ষ খুনী’ সিনেমা দেখতে এসেছিলেন শিক্ষার্থী আবুল ফয়েজ। তিনি বলেন, ‘ঈদে নতুন সিনেমা মুক্তি পেলেও পুরোনো সিনেমা দেখতে হয়; এটাই দুর্ভাগ্য। দর্শক সবসময় ভালো সিনেমা দেখতে চান। অশ্লীল যুগের সিনেমা বাধ্য হয়ে দেখছেন দর্শক। জালকুড়ির রাজমহল সিনেমা হলে চলছে আজাদ খান পরিচালিত সিনেমা ‘ক্রসফায়ার’। এতে অভিনয় করেছেন আসিফ খান ও ময়ূরী।