ইংলিশ প্রিমিয়ার লিগে সোমবার (০৩ ফেব্রুয়ারি, ২০২৫) রাতে পিছিয়ে পড়েও জয় পেয়েছে চেলসি। ঘরের মাঠে তারা ২-১ গোলে হারিয়েছে ওয়েস্টহ্যাম ইউনাইটেডকে। এই জয়ে আবারও প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষ চারে ফিরেছে ব্লুজরা।
২৪ ম্যাচ থেকে ৪৩ পয়েন্ট নিয়ে তারা আছে টেবিলের চতুর্থ স্থানে। সমান ম্যাচ থেকে ৪৭ পয়েন্ট নিয়ে নটিংহ্যাম ফরেস্ট তৃতীয় ও ৫০ পয়েন্ট নিয়ে আর্সেনাল আছে দ্বিতীয় স্থানে। এক ম্যাচ কম খেলে ৫৬ পয়েন্ট নিয়ে যথারীতি লিভারপুল আছে শীর্ষে।
এদিন ম্যাচের ৪২ মিনিটে পিছিয়ে পড়ে চেলসি। ওয়েস্টহ্যামের জ্যারোড বোয়েন গোল করে এগিয়ে নেন দলকে। যিনি প্রায় এক মাস পর ইনজুরি থেকে ফিরেছিলেন এই ম্যাচে। অবশ্য প্রথমার্ধে দারুণ কয়েকটি সুযোগ পেয়েও গোল করতে ব্যর্থ হন চেলসির এনজো ফার্নান্দেজ, কোল পালমার ও ননি মাদুয়েকে।
আরো পড়ুন:
জোড়া গোলে ৭০০ জয়ের মাইলফলক ছুঁলেন রোনালদো, মেসি কোথায়?
প্রধান উপদেষ্টার হস্তক্ষেপে হিলিতে নারী ফুটবল টুর্নামেন্ট শুরু
তবে বিরতির পর ম্যাচে ফিরে চেলসি। ৬৪ মিনিটে বদলি হিসেবে নামা পেদ্রো নেতোর গোলে ম্যাচে ফেরে সমতা। আর ৭৪ মিনিটে ওয়েস্টহ্যামের অ্যারোন ওয়ান-বিসাকার গোলে ২-১ ব্যবধানের জয় নিশ্চিত হয়। এ সময় পালমারের নেওয়া শট বিসাকার গায়ে লেগে নিজেদের জালেই জড়িয়ে যায়। তাতে শুরুতে লিড নিয়েও জয় বঞ্চিত হয় চেলসির সাবেক বস গ্রাহাম পটারের শিষ্যরা।
এটা ছিল লিগের সবশেষ আট ম্যাচে চেলসির দ্বিতীয় জয়।
ঢাকা/আমিনুল
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
রংপুরে বাসের ধাক্কায় প্রাণ গেল শিশুর
রংপুরের মিঠাপুকুরে বাসের ধাক্কায় এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুজন। বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার গোপালপুর ইউনিয়নের রাঙ্গাপুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল্লাহ বিন রুহান (১২) শালটিপাড়া সামিল গ্রামের আখতারুল ইসলামের ছেলে। মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘‘পীরগঞ্জের খালাসপীর থেকে ছেড়ে আসা একটি পিকনিকের বাস অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যায় শিশু রুহান। এ ঘটনায় আহত হয়েছেন রুহানের মা ও অটোরিকশাচালক।’’
ঢাকা/আমিরুল/রাজীব