বিপিএলের প্লে-অফের জন্য নতুন বিদেশি ক্রিকেটার দলে ভেড়ানোর প্রবণতা নিয়ে প্রশ্ন তুলেছেন চিটাগং কিংস অধিনায়ক মোহাম্মদ মিঠুন। তিনি মনে করেন, বড় নামের ক্রিকেটার আনলেই সাফল্য পাওয়া যায় না, বরং পুরো মৌসুম খেলা ক্রিকেটাররাই দলের জন্য বেশি কার্যকর।

রংপুর রাইডার্স গতকাল প্লে-অফের গুরুত্বপূর্ণ ম্যাচে একসঙ্গে তিনজন নতুন বিদেশি খেলোয়াড় অন্তর্ভুক্ত করে—জেমস ভিন্স, আন্দ্রে রাসেল ও টিম ডেভিড। সকালে ঢাকায় পৌঁছে বিকেলেই মাঠে নেমে পড়েন তারা। তবে ক্লান্তির কারণে প্রত্যাশিত পারফরম্যান্স দিতে পারেননি, তিনজন মিলে করেন মাত্র ১২ রান। এদিকে, পুরো টুর্নামেন্টে ধারাবাহিক পারফর্ম করা ইফতেখার আহমেদকে একাদশে না রাখা নিয়ে উঠেছে সমালোচনা। শেষ পর্যন্ত খুলনা টাইগার্সের বিপক্ষে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে রংপুর।  

চিটাগং কিংস-ফরচুন বরিশাল ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মিঠুন বলেন, ‘ক্রিকেটীয় দিক থেকে এটা আদর্শ কিছু নয়। রংপুরের ক্রিকেটাররা সকালেই এসেছে, দীর্ঘ যাত্রার পর জেট ল্যাগের একটা প্রভাব থাকে। এমন পরিস্থিতিতে নেমে তারা শতভাগ দিতে পারেনি।’  

চিটাগং কিংস প্লে-অফে নতুন বিদেশি ক্রিকেটার নেওয়ার পথে হাঁটছে না জানিয়ে মিঠুন বলেন, ‘এখন পর্যন্ত আমাদের এমন কোনো পরিকল্পনা নেই। আমরা এটা বিশ্বাসও করি না। শুধু বড় নাম আনলেই যে তারা পারফর্ম করবে, তা নিশ্চিত নয়। আমাদের যে বিদেশি ক্রিকেটাররা আছে, তারা পুরো টুর্নামেন্ট খেলেছে, কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়েছে। তাই হুট করে নতুন কাউকে এনে ভালো ফল আশা করা বাস্তবসম্মত নয়।’  

নিজেদের অভিজ্ঞতা তুলে ধরে মিঠুন আরও বলেন, ‘আমাদেরও প্রথম ম্যাচে কয়েকজন বিদেশি ক্রিকেটার সকালে এসে খেলেছিল। আমরা তখনই বুঝেছিলাম, মাঠে তারা শতভাগ দিতে পারছে না। তারাও পরে স্বীকার করেছে বিষয়টি। একজন ক্রিকেটার হিসেবে আমি মনে করি, খেলানোর আগে তাদের পর্যাপ্ত বিশ্রাম দেওয়াই সঠিক সিদ্ধান্ত হবে।’

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ব প এল

এছাড়াও পড়ুন:

গুগল ম্যাপসে আসছে লাইভ আপডেটস, যে সুবিধা পাওয়া যাবে

অ্যান্ড্রয়েড ১৬ অপারেটিং সিস্টেম ব্যবহারকারীদের জন্য লাইভ আপডেটস নামের নতুন সুবিধা চালু করতে যাচ্ছে গুগল। নতুন এ সুবিধা কাজে লাগিয়ে অ্যান্ড্রয়েড ১৬ ব্যবহারকারীরা গুগল ম্যাপস থেকেই নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর সম্ভাব্য সময় দেখতে পারবেন। এরই মধ্যে অ্যান্ড্রয়েড ১৬ বেটা ২.১ সংস্করণ ব্যবহারকারীরা পরীক্ষামূলকভাবে সুবিধাটি পরখ করতে পারছেন।

আরও পড়ুনগুগল ম্যাপসে নিজের অবস্থানের তথ্য অন্যকে জানাবেন যেভাবে০২ জানুয়ারি ২০২৪

গুগলের তথ্যমতে, লাইভ আপডেটস সুবিধা চালু হলে ব্যবহারকারীরা গুগল ম্যাপসের বিভিন্ন কাজ করা অবস্থাতেও নোটিফিকেশনের মাধ্যমে গন্তব্যে পৌঁছানোর সম্ভাব্য সময় সম্পর্কে জানতে পারবেন। অ্যাপলের লাইভ অ্যাকটিভিটিজ সুবিধা কাজে লাগিয়ে আইফোনের লকস্ক্রিন ও ডাইনামিক আইল্যান্ডে রিয়েল-টাইম তথ্য দেখা যায়। লাইভ আপডেটস সুবিধাও অ্যাপলের লাইভ অ্যাকটিভিটিজের মতো গন্তব্য পৌঁছানোর সম্ভাব্য সময় জানাবে।

আরও পড়ুনগুগল ম্যাপসে গন্তব্যের মানচিত্র প্রিন্ট করবেন যেভাবে২৬ অক্টোবর ২০২৩

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড অথরিটির এক প্রতিবেদনে বলা হয়েছে, গুগল ম্যাপসে লাইভ ইনফো নামের একটি অপশন পরীক্ষামূলকভাবে যুক্ত করা হয়েছে। এটি চালু থাকলে স্ট্যাটাস বার ও লকস্ক্রিনের সর্বশেষ হালনাগাদ তথ্য দেখা যাবে। বর্তমানে অলওয়েজ-অন ডিসপ্লে অপশনে গুগল ম্যাপসের নোটিফিকেশন কার্যক্রম সীমিত পরিসরে দেখা যাচ্ছে।

অ্যান্ড্রয়েড ১৬ অপারেটিং সিস্টেমের সঙ্গে বিল্টইনভাবে গুগল ম্যাপসের লাইভ আপডেটস সুবিধা ব্যবহার করা যাবে। অ্যান্ড্রয়েড ১৬ অপারেটিং সিস্টেমটি আগামী জুন মাসে উন্মুক্ত করা হতে পারে বলে জানিয়েছে গুগল। তাই ধারণা করা হচ্ছে, লাইভ আপডেটসের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি গুগল ম্যাপসে আরও নতুন সুবিধা যুক্ত করতে পারে গুগল।

সূত্র: দ্য ভার্জ

সম্পর্কিত নিবন্ধ