তেঁতুলিয়ায় তাপমাত্রা কমে ১০ ডিগ্রির ঘরে
Published: 4th, February 2025 GMT
তেঁতুলিয়ায় কুয়াশা ও কনকনে ঠান্ডায় উঠানামা করছে তাপমাত্রা। গতকাল সোমবার ১২ ডিগ্রি থাকলেও আজ মঙ্গলবার সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে। এর আগে ভোর ৬টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ১১ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আদ্রতা ছিল ১০০ শতাংশ।
বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, আজ সোমবার সকালে ৯টায় মেলেনি সূর্যের দেখা। তবে শীতের তীব্রতা বেড়েছে। সন্ধ্যার পর থেকে হাড় কাঁপানো শীত অনুভব করছে এ অঞ্চলের মানুষ। এ শীত নিম্নআয়ের মানুষগুলোকে কাজে যেতে দেখা গেছে। কেউ পাথর তুলতে, কেউ চা বাগানে, কেউ বীজতলা, কেউ ক্ষেত চাষ করাসহ দিনমজুরি কাজ করতে বেরিয়েছেন অনেকে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, আজ মঙ্গলবার সকালে তাপমাত্রা দুই ডিগ্রি কমে ১০ ডিগ্রির ঘরে তাপমাত্রা রেকর্ড হয়েছে। গতকাল সোমবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১২ ডিগ্রি সেলসিয়াস।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
ব্লক মার্কেটে লেনদেন ১৮ কোটি টাকার
সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুনসপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ২৮ টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর মোট ৪১ লাখ ৭৫ হাজার ৬২০টি শেয়ার ৮১ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১৮ কোটি ৩১ লাখ ৩৬ হাজার টাকা।
ব্লক মার্কেটে সবচেয়ে বেশি বীচ হ্যাচারির ৭ কোটি ৯ লাখ টাকার , দ্বিতীয় স্থানে মিডল্যান্ড ব্যাংকের ৩ কোটি ৮৭ লাখ টাকার ও তৃতীয় স্থানে রিলায়েন্স ওয়ান মিউচুয়াল ফান্ডের ২ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এসকেএস