বরগুনায় হত্যাণ্ডের ঘটনায় ছাত্রদল নেতা বহিষ্কার
Published: 4th, February 2025 GMT
বরগুনার তালতলীতে মো. আরাফাত খান নামে এক মোটরসাইকেল চালককে কুপিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত ছাত্রদল নেতা আরাফাত সিকদারকে বহিষ্কার করা হয়েছে।
সোমবার (৩ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাসির উদ্দিন হাওলাদার ও সদস্য সচিব জহিরুল ইসলাম জহির স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বহিষ্কারাদেশ দেওয়া হয়।
বহিষ্কৃত ছাত্রদল নেতা আরাফাত সিকদার উপজেলার পঁচাকোড়ালিয়া ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি ও একই ইউনিয়নের কলারং গ্রামের শহিদ সিকদারের ছেলে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, তালতলী উপজেলা ছাত্রদলের সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলা ভঙের অভিযোগের ভিত্তিতে তালতলী উপজেলার অধীনস্থ পঁচাকোড়ালিয়া ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি আরাফাত সিকদারকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হলো।
এ বিষয়ে তালতলী উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জহিরুল ইসলাম রাইজিংবিডিকে বলেন, “কেন্দ্রীয়ভাবে আরাফাতকে বহিষ্কারের নির্দেশ পেয়ে বহিষ্কার করেছি। যদিও আমরাই তাকে বহিষ্কারের জন্য সুপারিশ করেছিলাম। কোনো অপরাধীদের জায়গা ছাত্রদলে নেই। এ ধরনের বিষয়ে আমরা পুলিশকে সহায়তা করবো।”
উল্লেখ্য গত শনিবার রাতে মো.
ঢাকা/ইমরান/ইমন
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ছ ত রদল ন ত ছ ত রদল র স উপজ ল ত লতল
এছাড়াও পড়ুন:
যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্কে আন্তর্জাতিক বাণিজ্য আইন ‘লঙ্ঘিত’ হয়েছে: রাশিয়া
বিভিন্ন দেশের ওপর ট্রাম্প প্রশাসন যে ‘পাল্টা শুল্ক’ আরোপ করেছে, সেটির মাধ্যমে আন্তর্জাতিক বাণিজ্যের নিয়ম লঙ্ঘিত হয়েছে বলে অভিযোগ করেছে রাশিয়া। বিশেষ করে, চীনের পণ্য আমদানির ওপর ১০৪ শতাংশ শুল্ক আরোপ করাটা কোনোভাবেই আন্তর্জাতিক বাণিজ্যের রীতির মধ্যে পড়ে না বলে মনে করে দেশটি।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, ‘ওয়াশিংটন আন্তর্জাতিক বাণিজ্য আইন মেনে চলে বলে মনে হচ্ছে না।’
গত ফেব্রুয়ারিতে ট্রাম্প প্রশাসন চীনা পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক বৃদ্ধি করার পর তাতে আপত্তি জানিয়ে বিশ্ব বাণিজ্য সংস্থার কাছে অভিযোগ করেছিল চীন। কারণ বাণিজ্যের ক্ষেত্রে বিরোধ দেখা দিলে সবপক্ষের সঙ্গে কথা বলে সাধারণত বিশ্ব বাণিজ্য সংস্থা সমস্যাটি সমাধান করে থাকে।
কিন্তু সংস্থাটির মাধ্যমে বিরোধ নিষ্পত্তি না করে একক সিদ্ধান্তে যুক্তরাষ্ট্র যেভাবে অন্য দেশের ওপর বাড়তি শুল্ক আরোপ করেছে, সেটি বিশ্ব বাণিজ্য সংস্থার ‘মৌলিক নিয়ম লঙ্ঘন করেছে’ বলে মন্তব্য করেছেন মারিয়া জাখারোভা।
উল্লেখ্য, আজ থেকে সারা বিশ্বে কার্যকর হয়েছে যুক্তরাষ্ট্রের 'পাল্টা শুল্ক'। পূর্বঘোষণা অনুযায়ী নয়ই এপ্রিল এই বাড়তি শুল্ক কার্যকর হওয়ার কয়েক ঘণ্টা আগে চীনের শুল্কহার ৮৪ শতাংশ বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন। এতে দেশটির শুল্ক বেড়ে ১০৪ শতাংশে পৌঁছেছে। এর জবাবে মার্কিন পণ্যে ৮৪ শতাংশ শুল্ক আরোপ করেছে চীন। ১০ এপ্রিল থেকে এই শুল্ক কার্যকর হবে। সূত্র: বিবিসি