বরগুনার তালতলীতে মো. আরাফাত খান নামে এক মোটরসাইকেল চালককে কুপিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত ছাত্রদল নেতা আরাফাত সিকদারকে বহিষ্কার করা হয়েছে। 

সোমবার (৩ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাসির উদ্দিন হাওলাদার ও সদস্য সচিব জহিরুল ইসলাম জহির স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বহিষ্কারাদেশ দেওয়া হয়। 

বহিষ্কৃত ছাত্রদল নেতা আরাফাত সিকদার উপজেলার পঁচাকোড়ালিয়া ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি ও একই ইউনিয়নের কলারং গ্রামের শহিদ সিকদারের ছেলে। 

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, তালতলী উপজেলা ছাত্রদলের সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলা ভঙের অভিযোগের ভিত্তিতে তালতলী উপজেলার অধীনস্থ পঁচাকোড়ালিয়া ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি আরাফাত সিকদারকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হলো। 

এ বিষয়ে তালতলী উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জহিরুল ইসলাম রাইজিংবিডিকে বলেন, “কেন্দ্রীয়ভাবে আরাফাতকে বহিষ্কারের নির্দেশ পেয়ে বহিষ্কার করেছি। যদিও আমরাই তাকে বহিষ্কারের জন্য সুপারিশ করেছিলাম। কোনো অপরাধীদের জায়গা ছাত্রদলে নেই। এ ধরনের বিষয়ে আমরা পুলিশকে সহায়তা করবো।” 

উল্লেখ্য গত শনিবার রাতে মো.

আরাফাত খান ছাত্রদল নেতা আরাফাত সিকদারের মাদক বিক্রিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে মোটরসাইকেলচালক আরাফাত খানকে কুপিয়ে হত্যা করার ঘটনা ঘটে।

ঢাকা/ইমরান/ইমন

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ছ ত রদল ন ত ছ ত রদল র স উপজ ল ত লতল

এছাড়াও পড়ুন:

দেশকে ৪ প্রদেশে ভাগ করার সুপারিশ জনপ্রশাসন সংস্কার কমিশনের

সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

দেশকে ৪টি প্রদেশে ভাগ করার সুপারিশ করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন। বুধবার (৫ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত সুপারিশ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে জমা দিয়েছেন জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আবদুল মুয়ীদ চৌধুরী।

পরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে সংবাদ সম্মেলনে জানানো হয়, দেশকে ৪টি প্রদেশে ভাগ করার সুপারিশ করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন। কুমিল্লা ও ফরিদপুরকে আলাদা বিভাগ করার সুপারিশও করা হয়েছে। এছাড়া ঢাকা ও নারায়ণগঞ্জ নিয়ে গ্রেটার সিটি ঢাকা ক্যাপিটাল সিটি গঠনের সুপারিশ করেছে কমিশন।

এছাড়া ইমিগ্রেশনের জন্য পুলিশের আলাদা ইউনিট গঠনের সুপারিশ করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন। পাবলিক সার্ভিস পৃথক করে তিনটি পাবলিক সার্ভিস কমিশন গঠনের প্রস্তাবও করা হয়েছে।

এদিন বিচার বিভাগীয় সংস্কার কমিশনের প্রধান বিচারপতি শাহ আবু নাঈম মমিনুর রহমানও প্রধান উপদেষ্টার কাছে সুপারিশ জমা দিয়েছেন।

এ বিষয়ে সংবাদ সম্মেলনে জানানো হয়, বিচার বিভাগ কোনো দিনও স্বাধীন ছিল না, তাই কমিশন পুরোপুরি স্বাধীন করার প্রস্তাব দিয়েছে। স্থায়ী অ্যাটর্নি সার্ভিস নিয়োগের সুপারিশ করেছে কমিশন। এছাড়া স্বতন্ত্র তদন্ত সংস্থা গঠনের সুপারিশ করেছে বিচার সংস্কার কমিশন। পুলিশী তদন্ত অনেক সময় রাজনৈতিক হয়ে থাকে এজন্য এটা দরকার বলে জানানো হয়।

ম্যাজিস্ট্রেট কোর্ট উপজেলা পর্যন্ত নেয়ার সুপারিশ, আর বিভাগীয় পর্যায়ে সুপ্রিম কোর্টের স্থায়ী বেঞ্চ নিয়ে যাওয়ার সুপারিশ করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়েছে।

কমিশনগুলোর প্রস্তাবনা নিয়ে সবার সঙ্গে আলাপ করে প্রাইরোটি বেসিসে কিছু প্রস্তাবনাকে একত্রিত করা হবে যেখানে সব পক্ষের স্বাক্ষর থাকবে সেটার নাম হবে জুলাই চার্টার। এই জুলাই চার্টাররের কতটুকু বাস্তবায়ন করতে চায় রাজনৈতিক দলগুলো তার উপর নির্ভর করছে নির্বাচন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, উপ–প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার ও অপূর্ব জাহাঙ্গীর।

 বিএইচ

সম্পর্কিত নিবন্ধ