অনেকদিন ধরেই রানখরায় ভুগছিলেন তাওহিদ হৃদয়। চলতি বিপিএলেও তার ব্যাট হাসছিল না। প্রথম ১২ ম্যাচে মাত্র ১৯৮ রান করেছিলেন, ছিল না কোনো ফিফটি। অবশেষে কোয়ালিফায়ার-১ এ চট্টগ্রাম কিংসের বিপক্ষে ৫৬ বলে অপরাজিত ৮২ রানের দারুণ ইনিংস খেলে বরিশালকে ৯ উইকেটের বিশাল জয় এনে দেন তিনি। ম্যাচ শেষে হৃদয় স্মরণ করেছেন তার কঠিন সময় ও সেই সময় পাশে থাকা মানুষদের।  

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে হৃদয় জানান, পারফর্ম করতে না পারার পেছনে ‘ব্লক’ খাওয়ার মতো এক মানসিক চাপ কাজ করছিল তার মধ্যে। তবে সেই বাধা কাটিয়ে উঠতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন অধিনায়ক তামিম ইকবাল।  

হৃদয় লিখেছেন, ‘সেদিন ‘রাইটার্স ব্লক’ নামে একটি শব্দের সঙ্গে পরিচিত হলাম। বিস্তারিত জানার পর মনে হলো, আমিও যেন কোনো এক ধরনের ব্লক খেয়ে আছি। নিয়মিত পরিশ্রম করছি, ধৈর্য ধরছি, চেষ্টার কমতি নেই; কিন্তু রান আসছিল না। বিশেষ করে গত দুই বিপিএলের পর আমার প্রতি সবার প্রত্যাশা অনেক বেড়ে গিয়েছিল।’

তিনি আরও লেখেন, ‘রান না পাওয়ায় আমি যতটা কষ্ট পেয়েছি, তার চেয়েও বেশি হতাশা দেখেছি আমার ভক্ত-সমর্থকদের মধ্যে। তবে আশেপাশের মানুষদের কাছ থেকে সবসময় অনুপ্রেরণা পেয়েছি। তামিম ইকবাল ভাই, আপনাকে বোঝানোর মতো ভাষা নেই যে আপনি কতটা অভিভাবকের মতো ছিলেন আমার জন্য। এত প্রত্যাশার চাপের মধ্যেও পুরো দল আমাকে বারবার বুঝিয়েছে যে, এটি স্বাভাবিক, আমি আবার রানে ফিরব। কৃতজ্ঞতা জানাই আমাদের কোচিং স্টাফ, সতীর্থদের প্রতি, বিশেষভাবে ফিজিও বায়েজিদ ভাই ও শাহীন ভাইকে।’ 

ভক্তদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করে হৃদয় লেখেন, ‘ক্রিকেটপ্রেমীরা আমাদের ভালোবাসেন, ভালো খেললে প্রশংসা করেন, খারাপ খেললে হতাশ হন। তবে তাদের এই ইতিবাচক-নেতিবাচক প্রতিক্রিয়া দুটোই আমাদের শক্তি হিসেবে কাজ করে। ধন্যবাদ মহান রাব্বুল আলামিনকে, ধন্যবাদ ফরচুন বরিশালের সকল সদস্যকে, ধন্যবাদ আমাদের সকল সমর্থককে।’  

হৃদয়ের এই দুর্দান্ত ইনিংস বরিশালের জন্য যেমন স্বস্তিদায়ক, তেমনি দলের শিরোপা ধরে রাখার আশাকে আরও উজ্জ্বল করেছে। একইসঙ্গে বাংলাদেশ দলও আশাবাদী হতে পারে, কারণ আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে ছন্দে থাকা হৃদয় দলের জন্য গুরুত্বপূর্ণ হতে পারেন।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ব প এল

এছাড়াও পড়ুন:

সাঁথিয়ায় ককটেল বিস্ফোরণে যুবক আহত, ১১ বোমা জব্দ

পাবনার সাঁথিয়ায় ককটেল বিস্ফোরণে নিকবার হোসেন (৩৫) নামে এক যুবক আহত হয়েছেন। পরে ঘটনাস্থলে অভিযান চালিয়ে ছয়টি ককটেল ও পাঁচটি পেট্রোল বোমা জব্দ করে পুলিশ।

রবিবার (৯ মার্চ) রাত ১০টার দিকে পৌরসভার ১৬৫ নং শশদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দোতলা ভবনের নিচতলায় ঘটনাটি ঘটে। সাঁথিয়া থানার ওসি সাইদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

সোমবার (১০ মার্চ) দুপুরে পাবনার পুলিশ সুপার মোরতোজা আলী, অতিরিক্ত পুলিশ সুপার (বেড়া সার্কেল) আবুল কালাম আজাদ, সাঁথিয়া থানার ওসি সাইদুর রহমান, পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল লতিফ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

আরো পড়ুন:

মুন্সীগঞ্জে দুই পক্ষের গোলাগুলি, ককটেল বিস্ফোরণ

নড়াইলে বিএনপি অফিসে ‘বোমা’ হামলা, আহত ৩

ঘটনার পর থেকে আহত নিকবার পলাতক। তিনি উপজেলার করমজা ইউনিয়নের আফড়া পশ্চিমপাড়া গ্রামের হাচেন সরদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার রাত ১০টার দিকে শশদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিচে হঠাৎ বিকট শব্দ শুনতে পান এলাকাবাসী। তারা ঘটনাস্থলে গিয়ে দেখতে পান বিদ্যালয়ের নিচে ছয়টি লালটেপ জড়ানো ককটেল এবং পাঁচটি কাঁচের বোতলে পেট্রোল বোমা পড়ে আছে। স্থানীয়রা তাৎক্ষনিক পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ককটেল ও পেট্রোল বোমা জব্দ করে।

স্থানীয় বাসিন্দা রাজা হোসেন বলেন, ‘রাত ১০টার দিকে আমরা তিনবার বিকট শব্দ শুনতে পাই। ঘটনাস্থলে গিয়ে ককটেল ও পেট্রোল বোমা দেখতে পেয়ে পুলিশকে খবর দেই।”

সাঁথিয়া থানার ওসি সাইদুর রহমান বলেন, “বোমা বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থল থেকে ককটেল ও পেট্রোল বোমা জব্দ করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বোমা বানানোর সময় তা বিস্ফোরিত হতে পারে। কেন সেগুলো তৈরি করা হয়েছিল তদন্ত করে বলা যাবে। রহস্য উদঘাটন এবং আহত যুবককে গ্রেপ্তারের চেষ্টা চলছে। কেউ অভিযোগ দেননি।”

ঢাকা/শাহীন/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ